টুকরো খবর |
বিয়ে আটকে রাষ্ট্রপতির কাছে |
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
নাবালিকা, এখনই বিয়ে! প্রতিবাদ করে তারা নিজেরাই বিয়ে ভেস্তে দিয়েছিল। মুর্শিদাবাদ জেলার সেই পাঁচ নাবালিকা এখন ‘রোল মডেল’। বহরমপুর থানার নিয়াল্লিশপাড়ার বীথিকা দাস, নবগ্রাম থানার ঈশানপুরের আদরি প্রধান, বেলডাঙা থানার কালীতলার মধুমালা খাতুন, সামশেরগঞ্জ থানার মহিষাস্থলী গ্রামের মনিজা খাতুন ও সুতি থানার কাশিমনগরের টুকটুকি খাতুন নামে ‘প্রতিবাদী’ পাঁচ কিশোরীর সঙ্গে আগামী ১৭ জানুয়ারি দেখা করছেন রাষ্ট্রপতি প্রতিভা পাটিল। বুধবার বহরমপুরে জেলা প্রশাসনিক কার্যালয়ে ডেকে ওই পাঁচ কন্যা তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন প্রশাসনের কর্তারা। এ প্রসঙ্গে জেলাশাসক পারভেজ আহমেদ সিদ্দিকি বলেন, “প্রতিবাদ জানিয়ে নাবালিকা বিয়ে রুখেছে, এমন পাঁচ কিশোরীর সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি। এবং সেকথা জানিয়ে রাজ্য সমাজকল্যাণ দফতর ৫ দিন আগে প্রশাসনের কাছে চিঠি পাঠায়। সেই মত ওই কিশোরীদের দিল্লি পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।” মুর্শিদাবাদ থেকে ওই পাঁচ কিশোরী আগামী ১৩ জানুয়ারি দিল্লি রওনা দেবে। তারা একা নয়, বাঁকুড়া, পুরুলিয়া, মালদহ জেলা থেকেও ৫ জন করে কিশোরী রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে দিল্লি যাবে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই চারটি জেলায় নাবালিকা বিয়ের ঘটনা সবচেয়ে বেশি। অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) বলেন, “নাবালিকা বিয়ের ঘটনায় রাজ্যের গড় যেখানে ৫৩.৯%, মুর্শিদাবাদে সেখানে ৬৩%। মুর্শিদাবাদে পরে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া মালদহ জেলার স্থান। ফলে ওই চারটি জেলায় নাবালিকা বিয়ে রুখে দিয়েছে এমন কিশোরীদের সঙ্গে রাষ্ট্রপতি দেখা করার আগ্রহ করেন।”
|
অপহরণের অভিযোগ |
নিজস্ব সংবাদদাতা • করিমপুর |
প্রথম শ্রেণির এক ছাত্রকে অপহরণের অভিযোগে তার মামা ও পিসেমশাইকে আটক করল পুলিশ। মঙ্গলবার অভয় ভক্ত নামে ওই পড়ুয়া নিখোঁজ হয়ে যায়। বুধবার তাকে উদ্ধার করেছে কৃষ্ণনগর বাসস্ট্যান্ড থেকে উদ্ধার করে পুলিশ। অভয়ের বাড়ি তেহট্টের বেতাই লালবাজার এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্কুলে গিয়েছিল অভয়। সন্ধ্যা পর্যন্ত সে বাড়ি না ফেরায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। মাইক নিয়ে এলাকায় প্রচারও করেন গ্রামের লোক জন। তেহট্ট থানাতে একটি নিখোঁজ ডায়েরি করা হয়। এরমধ্যেই অভয়ের পিসেমশাই মালদহের বাসিন্দা সুব্রত চৌধুরীর কথাবার্তা সন্দেহজনক মনে হওয়ায় গ্রামের লোকজন ওই দিন রাতেই সুব্রতকে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ জানিয়েছে, সুব্রতবাবু সব ঘটনা স্বীকার করে। তাকে সঙ্গে করে নিয়ে গিয়ে বুধবার পুলিশ কৃষ্ণনগর বাসস্ট্যান্ড থেকে অভয়কে উদ্ধার করে। সেখান থেকেই আটক করা হয় সুব্রতর মামা উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা রাজিব মণ্ডলকেও। পুলিশ জানিয়েছে, অভয়ের বাবা অভিজিৎ ভক্ত কর্মসূত্রে কাতারে থাকেন। অভিজিৎবাবুর সঙ্গে গণ্ডগোলের জেরেই তারা এমন কাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে।
|
নাকাশিপাড়ায় আগুনে পুড়ে শিশুর মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
আগুনে পুড়ে মারা গেল নাকাশিপাড়া মাঠ পাড়ার শ্রীপর্ণা মণ্ডল (৩)। এই খবরে শ্রীপর্ণার ঠাকুমা সনকা মণ্ডলকে (৬৫) শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁরও মৃত্যু হয়। শ্রীপর্ণার বাবা স্বপন মণ্ডল দিন মজুর, মা ঊষা মণ্ডল সেলাইয়ের কাজ করেন। মঙ্গলবার সন্ধ্যায় কেউ বাড়িতে ছিলেন না। শ্রীপর্ণাকে ঘুম পাড়িয়ে তার মা বাইরে থেকে দরজা বন্ধ করে পাড়ায় এক জনের বাড়িতে যান। সেই সময়েই আচমকা আগুন ধরে যায় বাঁশের বেড়ার ঘরে। পাড়ার সকলে দেখতে পেয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, হ্যারিকেন থেকেই ঘরে আগুন লেগেছে। স্থানীয় বাসিন্দা বেথুয়াডহরি-১ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য মনোরঞ্জন মালাকার বলেন, “তখন আগুণ প্রায় নিভে এসেছে। হঠাৎ বাচ্চার কান্নার শব্দ শুনে বেড়া ভেঙে সকলে ঘরে ঢুকে দেখি বাচ্চাটা জ্বলছে। কোনও রকমে আগুন নিভিয়ে বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাই।”এর পর শিশুটিকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।
|
|
বেলডাঙার কাপাসডাঙা পূর্বপাড়া, বেগুনবাড়ি পশ্চিমপাড়া ও কাজিসাহা পশ্চিমপাড়ার
মধ্যে এই সাঁকো।
পড়ুয়া থেকে বৃদ্ধ, রোগী কিংবা প্রসূতি-সকলের ভরসা এই সাঁকো।
প্রশাসনের দরজায় মাথা
কুটেও
কোনও ফল হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর।
নিজস্ব চিত্র |
|
|
বাসস্ট্যান্ড তৈরির উদ্যোগ |
নিজস্ব সংবাদদাতা • করিমপুর |
স্থায়ী বাসস্ট্যান্ড তৈরি করতে করিমপুরের রেগুলেটেড মার্কেট অফিসে মঙ্গলবার একটি বৈঠক করেন তেহট্টের মহকুমাশাসক অচিন্ত্যকুমার মণ্ডল। উপস্থিত ছিলেন রেগুলেটেড মার্কেটের সম্পাদক, বিডিও, পুলিশ, বাস মালিকেরা। ছিলেন এলাকার বিধায়ক ও সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এর আগে সর্বদলীয় বৈঠকে করিমপুর রেগুলেটেড মার্কেটের মাঠে বাসস্ট্যান্ড তৈরির সিদ্ধান্ত হয়। মহকুমাশাসক বলেন, ‘‘বাসস্ট্যান্ড তৈরির কাজ দ্রুত শুরু হবে। মার্কেটের ভিতরে শিশুদের জন্য একটি পার্ক তৈরির ব্যাপারেও কথা হয়েছে। এ দিন করিমপুর-১ গ্রাম পঞ্চায়েতে ব্লক ও মহকুমার ভূমি সংস্কার আধিকারিক, ইঞ্জিনিয়ার ও এলাকার কিছু লোককে নিয়ে বক্সীপুর ঘাটের উপরে দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ হয়ে পড়ে থাকা সেতুর বিষয়েও আলোচনা হয়েছে।’’
|
অস্বাভাবিক মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বুধবার নিমতিতা রেলস্টেশন লাগোয়া পশ্চিম কেবিনের কাছ থেকে তাঁর দেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম প্রসূন হালদার (২২)। বাড়ি ফরাক্কার কলোনি পাড়ায়। প্রসূনের মা গুরুতর অসুস্থ। তাঁর চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আশায় মঙ্গলবার নিমতিতার কাছে ধুসরিপাড়া গ্রামে মামার বাড়ি এসেছিলেন ওই যুবক। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্রসূন আত্মহত্যা করেছেন।
|
জাল নোট-সহ ধৃত |
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
জাল নোট-সহ দু’জনকে গ্রেফতার করেথে নদিয়া জেলা পুলিশের স্পেশাল অপারেশন স্কোয়াড। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম বাপি চট্টোপাধ্যায় ও হাবিবুর শেখ। তাদের কাছ থেকে ২৩ হাজার টাকার জাল নোট পাওয়া গিয়েছে বলে পুলিশ জানিয়েছে। একটি মোটর বাইকও আটক করেছে পুলিশ।
|
কালীগঞ্জের স্কুলে বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • পলাশি |
মঙ্গলবার কালীগঞ্জের বড়চাঁদঘর অবিনাশচন্দ্র স্মৃতি বিদ্যালয়ে অভিভাবকেরা বিক্ষোভ দেখান। জাহাঙ্গির উকিল বলেন, “৫ মাস স্থায়ী শিক্ষক নেই।” স্কুলের পার্শ্ব শিক্ষক নাসিম আলম বলেন, “৪ মাস স্কুলে প্রধান শিক্ষক নেই।” কালীগঞ্জ ব্লক অবর প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক অরুণ মল্লিক বলেন, “সমস্যার ব্যাপারে খোঁজ নিয়ে উপযুক্ত ব্যবস্থা করা হবে।”
|
আগ্নেয়াস্ত্র-সহ ধৃত |
মঙ্গলবার আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড গুলি-সহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। নাকাশিপাড়া থেকে তাপস মণ্ডল নিধির মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ। তাদের বাড়ি কল্যাণীর রথতলায়। |
|