সরকারি আগ্নেয়াস্ত্রের অপব্যবহারের দায়ে বুধবার এক আরপিএফ কনস্টেবল রামমূর্তি মিশ্রকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিল মেদিনীপুরের প্রথম বিশেষ আদালতের বিচারক এস এস আনন্দ। সেই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানারও নির্দেশ দিয়েছেন বিচারক। সরকারি আইনজীবী অশ্বিনীকুমার জানা জানিয়েছেন, ২০০৪ সালের ১৭ জুন দক্ষিণপূর্ব রেলের খড়্গপুর ডিভিসনে কর্মরত দুই কনস্টেবলের ডিউটি ছিল নিমপুরা এলাকায়। ওই দিন নিমপুরা আরপিএফ পোস্টের মার্শেল-ইয়ার্ড থেকে প্রত্যেককে একটি করে রাইফেল, ২০ রাউন্ড গুলি, চারটি চার্জার ক্লিপ ও একটি সেফটি চেন দেওয়া হয়। তাঁদের ডিউটি ছিল বিকেল ৪টে থেকে রাত ১২টা পর্যন্ত। কিন্তু অস্ত্র-ফেরতের সময় দেখা যায়, রামমূর্তি ৫ রাউন্ড গুলি ও সেফটি চেনটি ফেরায়নি। ওই রাতেই মৃত্যু হয়েছিল খড়্গপুর টাউন থানার পুলিশ ইন্সপেক্টর রবীন্দ্রনাথ গুপ্তের। তাঁর দেহে যে গুলির চিহ্ন পাওয়া গিয়েছিল তা রামমূর্তির রাইফেলের গুলি বলেই তদন্তে জানতে পারে পুলিশ। রবীন্দ্রনাথবাবুর মৃত্যু নিয়ে আদালতে অন্য একটি মামলাও চলছে। আর রাইফেলের অপব্যবহার নিয়ে পৃথক মামলা চলছিল। রামমূর্তির সঙ্গেই ডিউটিতে থাকা অন্য কনস্টেবল ডি কুমারকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছিল, ওই দিন সন্ধ্যা সাড়ে সাতটার পর খেতে যাওয়ার আছিলায় চলে গিয়েছিল রামমূর্তি। তার পরেই পুলিশ ইন্সপেক্টর খুন হন। কয়েক রাউন্ড গুলি ও সেফটি চেনটি খোওয়া যায়। সেই সূত্রেই রাইফেল অপব্যবহারের মামলা। সরকারি আগ্নেয়াস্ত্রের অপব্যবহারের জন্য রামমূর্তিকে দোষী সাব্যস্ত করে বুধবার ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
|
জয়পুর এসটি-এসি অ্যান্ড ওবিসি হাইস্কুলের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান শুরু হল মঙ্গলবার থেকে। তিন দিনের অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের নিয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করেছেন স্কুল-কর্তৃপক্ষ। মঙ্গলবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো। প্রথম দিন লোকনৃত্যের পাশাপাশি বিজ্ঞান ও কলা-শিল্প প্রদর্শনী শুরু হয়। দ্বিতীয় দিনে হয়েছে লোকসঙ্গীত ও বাউল গানের অনুষ্ঠান। শেষ দিন ছৌনাচের পাশাপাশি বিবেকানন্দের জীবন ও কর্ম নিয়ে আলোচনাসভা আয়োজিত হবে বলে স্কুলের শিক্ষক সুবিনয় ঘোষ জানিয়েছেন।
|
পঠনপাঠনের মান উন্নয়নের পাশাপাশি ত্রুটিমুক্ত ফল প্রকাশের দাবিতে বুধবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দিল ডিএসও। ফলপ্রকাশে দ্রুততা, স্বচ্ছতা, অকৃতকার্য ছাত্রছাত্রীদের একটি শিক্ষাবর্ষ নষ্ট না করে সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করা, রিভিউয়ে সহজ পদ্ধতি চালু-সহ বিভিন্ন দাবি জানানো হয়। |