টুকরো খবর |
প্রার্থী ঘোষণা তৃণমূলের |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
সাংগঠনিক শক্তি না থাকলেও উত্তরপ্রদেশে প্রথম দফার বিধানসভা নির্বাচনে প্রায় সব আসনেই আজ প্রার্থী ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। দলের পক্ষে জানানো হয়েছে, প্রথম দফায় ৫৫টি আসনের মধ্যে ৪৯টিতে প্রার্থী দেওয়া হবে। বাকি ছ’টি আসনেও প্রার্থী ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। উত্তরপ্রদেশ ছাড়া মণিপুরে ৪৮, উত্তরাখণ্ডে ৩১ ও গোয়াতে ৪০টি আসনেও প্রার্থী দিচ্ছে তৃণমূল কংগ্রেস। তবে পঞ্জাবে সরাসরি নির্বাচনে না দাঁড়িয়ে কয়েক জন নির্দল প্রার্থীকে সমর্থন জানাবে দল। উত্তরপ্রদেশে প্রথম দফা নির্বাচন আগামী ৮ ফেব্রুয়ারি। আজ দলীয় সূত্রে জানানো হয়েছে, উত্তরপ্রদেশে পরিবর্তন মঞ্চ নামে বিভিন্ন ছোট দলের যে জোট রয়েছে, তার সঙ্গে মিলে লড়বে তৃণমূল। সাংসদ কাকলি ঘোষদস্তিদার বলেন, “পরিবর্তন মঞ্চ তৃণমূলের সঙ্গে মিশে গিয়েছে। তারা তৃণমূলের প্রতীকেই নির্বাচনে লড়বে।” উত্তরপ্রদেশে অবশ্য এখনও দলীয় কার্যালয়ই খুলতে পারেনি তৃণমূল। দল জানিয়েছে, লখনউতে জায়গা দেখা হচ্ছে। তা পাওয়া গেলেই দ্রুত ওই রাজ্যে প্রচারে নামা হবে। কিন্তু তা কবে, কোন এলাকা থেকে, কে প্রচার করবেন সে বিষয়ে স্পষ্ট ধারণা নেই কারওই। প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন কি না, তা-ও জানাতে পারেননি তৃণমূল নেতৃত্ব।
|
৫ রাজ্যে সংরক্ষণ আটকাল নির্বাচন কমিশন |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
যে পাঁচটি রাজ্যে বিধানসভা ভোট আসন্ন, সেখানে ভোট-পর্ব না মেটা পর্যন্ত ওবিসি কোটায় সংখ্যালঘুদের সংরক্ষণ কার্যকর করা যাবে না বলে আজ নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। কর্মিবর্গ মন্ত্রককেও এই কথা জানিয়ে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ভোটের দিন ঘোষণার মাত্র দু’দিন আগে শিক্ষা ও সরকারি চাকরিতে অন্যান্য অনগ্রসর শ্রেণির আওতায় সংখ্যালঘুদের জন্য সাড়ে চার শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত ঘোষণা করে কেন্দ্র। কমিশন সূত্রের মতে, সংরক্ষণের সিদ্ধান্ত ভোটের আগে ঘোষণা হলেও যেহেতু অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিষয়টির প্রভাব পড়ছে, তাই এই সিদ্ধান্ত নেওয়া হল। ঠিক যেমনটি মায়াবতী এবং তাঁর দলের প্রতীক হাতির মূর্তি ঢাকার ক্ষেত্রে হয়েছে। কেন্দ্র সংরক্ষণের সিদ্ধান্ত ঘোষণা করার পরে উত্তরপ্রদেশে কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী সলমন খুরশিদ এই সংরক্ষণের পরিমাণ বাড়িয়ে ৯ শতাংশ করার প্রতিশ্রুতি দেন। বিজেপি কমিশনের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ জানালে কমিশন খুরশিদকে নোটিস দেয়। এখন কমিশন সংরক্ষণ আটকে দেওয়ায় কংগ্রেস চাইছে ভোটের পরেই বিষয়টি নিয়ে সক্রিয় হতে। তবে সংরক্ষণের হার বাড়ানোর প্রতিশ্রুতি থাকবে তাদের নির্বাচনী ইস্তাহারে।
|
আজ সায় জাতীয় সন্ত্রাস দমন কেন্দ্রে |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
সন্ত্রাস দমনে পি চিদম্বরমের প্রস্তাবিত ‘ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টার’ বা এনসিটিসি তৈরিতে আগামিকাল অনুমতি দিতে পারে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি। দীর্ঘদিন ধরে ঝুলে থাকার পরে শেষ পর্যন্ত প্রস্তাবটি অনুমোদন পেতে চলেছে। যদিও কেন্দ্রকে যে পরিমাণ ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছিল প্রথমে, সেটা থাকছে না। এনআইএ তৈরির জন্য যেমন আলাদা আইন হয়েছিল, এ ক্ষেত্রে তা না করে স্রেফ প্রশাসনিক নির্দেশ জারি করা হবে। কেন্দ্রীয় ও রাজ্য গোয়েন্দা সংস্থার সমন্বয়ের জন্য তৈরি মাল্টি-এজেন্সি সেন্টার (ম্যাক) বা গোয়েন্দা তথ্যের ভাণ্ডার ন্যাটগ্রিড- কে এনসিটিসি-র আওতায় আনা হবে।
|
সীমান্তে জঙ্গি অনুপ্রবেশ রুখল আসাম রাইফেলস |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
সীমান্ত পার হয়ে মায়ানমার থেকে মণিপুরে ঢোকার সময়, অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিল আসাম রাইফেলস। আসাম রাইফেলস সূত্রে খবর, মায়ানমারে সামরিক প্রশিক্ষণের পরে, নির্বাচনে নাশকতা চালাবার উদ্দেশে মণিপুরি জঙ্গিদের বেশ কয়েকটি বাহিনী সীমান্ত পার হয়ে রাজ্যে ঢোকার জন্য তৈরি হয়। তা প্রতিরোধের জন্য সীমান্তজুড়ে কড়া নজরদারিও চলছে। গত কাল চান্দেল জেলার মোলচম সীমান্ত পার হয়ে মণিপুরে প্রবেশ করে সশস্ত্র মণিপুরি জঙ্গিদের একটি বাহিনী। আসাম রাইফেলস-এর ২২ গ্রেনেডিয়ার রেজিমেন্টের টহলদার জওয়ানরা তাদের দেখতে পেয়ে আত্মসমর্পণ করতে বলে। জবাবে তারা গুলি চালাতে শুরু করে। দু’পক্ষে বেশ কিছুক্ষণ গুলির লড়াই চলে। এক জঙ্গি মারা যায়, বাকিরা ফের সীমান্তের ওপারেই পালিয়ে যায়। সেনাবাহিনীর তিন জওয়ানও এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, কিছু ম্যাগাজিন, একটি ভাঙা স্বয়ংক্রিয় রাইফেল, গুলি, বুশনেল দূরবীন ও ১০ কিলোগ্রাম বিস্ফোরক মেলে। এর আগে ৭ জানুয়ারি, আসাম রাইফেলস খোলমুনলেন সীমান্তে ইউএনএলএফ জঙ্গিদের অনুপ্রেবেশের আরেকটি প্রয়াসও বানচাল করে দিয়েছিল। প্রচুর অস্ত্রশস্ত্র-সহ ধরা পড়েছিল এক জঙ্গি।
|
নালন্দা জেলে হানা, উদ্ধার মোবাইল, গাঁজা |
নিজস্ব সংবাদদাতা • পটনা |
জেলে আচমকা হানা দিয়ে উদ্ধার কর হল মোবাইল ফোন-সহ বেশ কিছু আপত্তিকর জিনিসপত্র। অকুস্থল নালন্দা জেল। নির্দিষ্ট খবরের ভিত্তিতে হানা দিয়ে নালন্দা জেলে অভিযান চালালো জেলাশাসক ও পুলিশ সুপার। আর এই হানায় জেলের বন্দিদের কাছ থেকে মোবাইল ফোন-সহ আরও বেশ কিছু আপত্তিকর জিনিস উদ্ধার হয়েছে। জেল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বন্দিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে। একই সঙ্গে তাঁরা তদন্ত করে দেখতে চাইছেন কী ভাবে এই সব জিনিস জেলের ভিতর ঢুকল।
জেল সূত্রে জানানো হয়েছে, আজ সকালে নালন্দার জেলাশাসক সঞ্জয় কুমার অগ্রবাল জেলার পুলিশ সুপার জিতেন্দ্র রানাকে সঙ্গে নিয়ে জেলের ভিতর যান। তাঁদের সঙ্গে প্রায় ৬০ জনের একটি বিশাল পুলিশ বাহিনীও ছিল। তল্লাশি চালিয়ে সেখান থেকে চারটি মোবাইল ফোন, চারটি চার্জার, চারটি সিম কার্ড, গাঁজা, মদের বোতল এবং নগদ এক হাজার টাকা উদ্ধার করা হয়। জেলাশাসক পরে জানান, “যাদের কাছ থেকে এই সব আপত্তিকর জিনিস পাওয়া গিয়েছে তাদের বিরুদ্ধে দ্রুত বিচার (স্পিডি ট্রায়াল) চালানোর জন্য বিষয়টি আদালতে পাঠানো হবে।
|
শোধনাগারে আগুন দুর্ঘটনাই |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
আলফার পরেশপন্থীদের তরফে গুয়াহাটি শোধনাগারে বিস্ফোরনের দায় স্বীকার করা হলেও, শোধনাগারের জেনারেল ম্যানেজার বিশ্বপ্রিয় দাস বলেন, “দুর্ঘটনাবশতই শ্লগবাহী একটি ট্যাঙ্কারে কাল আগুন লাগে। এর পিছনে কোনও নাশকতা নেই।” জখম হন ১২ জন। দমকলের পাঁচটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। আইজি জি পি সিংহ বলেন, আগুন লাগার কারণ ফরেন্সিক পরীক্ষার পরেই জানা যাবে। শোধনাগারের ডিজিএম ডব্লিউ আর বরবরা জানান, ঘটনার তদন্তে বহুমুখী তদন্ত কমিটি গড়া হয়েছে। কর্মীদের দাবি, ঝালাইয়ের কাজে স্ফুলিঙ্গ থেকেই আগুনের শুরু। পুলিশ বলছে, ফাঁকতালে আলফা সস্তায় বাজিমাৎ করতে চাইছে।
|
সাংবাদিক খুনে সিআইডি তদন্তের ধারায় ক্ষুব্ধ কোর্ট |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
সাংবাদিক অনিল মজুমদারের হত্যাকাণ্ডে সিআইডি তদন্তের ধারায় ক্ষুব্ধ গৌহাটি হাইকোর্ট ১৫ দিনের মধ্যে তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে। ২০০৯ সালের ২৪ মার্চ রাত সাড়ে ১০টা নাগাদ নিজের বাড়ির সামনেই আততায়ীদের গুলিতে অনিলবাবু খুন হন।
অনিলবাবুর পরিবারের অভিযোগ, এই হত্যাকাণ্ডের পিছনে জমি-মাফিয়া, সালফা ও পুলিশের উপরমহল সরাসরি জড়িত। এই নিয়ে বহু তথ্যপ্রমাণ তদন্তকারীদের দেওয়া হয়েছে। মৃত্যুর কিছুদিন আগেও, পুলিশের এক শীর্ষকর্তা অনিলবাবুকে ফোনে হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ। কিন্তু সিআইডি এই সব অভিযোগ ধামাচাপা দিয়ে দিয়েছিল। মল্লিকাদেবীর আশা, সিবিআই নিরপেক্ষ তদন্ত চালিয়ে প্রকৃত সত্য সামনে আনবে।
|
কার্বি পরিষদের প্রধানের দৌড়ে এগিয়ে তেরং |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
নবনির্বাচিত একাদশ কার্বি স্বশাসিত পরিষদের সদস্যদের আজ শপথবাক্য পাঠ করালেন জেলাশাসক রাকেশ কুমার। তবে এ বার কে মুখ্য কার্যনির্বাহী সদস্য হবেন তা এখনও ঠিক হয়নি। শুক্রবার চেয়ারম্যান পদে নির্বাচন। কংগ্রেস সূত্রে খবর, চেয়ারম্যান হতে চলেছেন গত বারের ডেপুটি চেয়ারম্যান রূপসিংহ তেরং। এ বার ২৬ টি আসনের মধ্যে ১৫ টি আসন কংগ্রেস দখল করেছে। বিরোধী জোট ৮টি ও নির্দল সদস্যরা ৩টি আসনে জিতেছে।
|
পথ দুর্ঘটনায় মৃত ৩ |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
বোলেরো ও ট্যাঙ্কারের মধ্যে সংঘর্ষে এক মহিলা-সহ তিন জনের মৃত্যু হল। কাল রাতে অসমের লহরিজান এলাকার ঘটনাি। পুলিশ জানায়, লামা বস্তির কাছে বোলেরোটি ট্যাঙ্কারের মুখোমুখি পড়ে।
|
মাওবাদী জঙ্গি ধৃত |
নিজস্ব প্রতিবেদন |
আগ্নেয়াস্ত্র-সহ এক মাওবাদী স্কোয়াড সদস্যকে গ্রেফতার করল ঝাড়খণ্ড পুলিশ। তার নাম গম্ভীর সিংহ। পূর্ব সিংভূম জেলার সিনিয়ার পুলিশ সুপার বলেন, “ওই মাওবাদী স্কোয়াড সদস্যকে বুধবার পটমদা থেকে গ্রেফতার করা হয়। একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।”
|
৮ জওয়ান জখম |
ট্রাক খাদে পড়ে মণিপুরে ৮ জওয়ান জখম হলেন। পুলিশ জানায়, বিএসএফ জওয়ানদের নিয়ে ট্রাকটি ইম্ফল-জিরিবাম রোড ধরে তামেংলং যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে সেটি খাদে পড়ে। জখম জওয়ানদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। |
|