গাড়ি থামানোয় ‘কটূক্তি’ মন্ত্রীর |
কোন ‘অধিকারে’ রাস্তায় গার্ড রেল ফেলে তাঁর গাড়ি তল্লাশির জন্য থামানো হবে, তা নিয়ে রাজ্যের এক মন্ত্রীর হুমকিতে ক্ষুব্ধ কলকাতা পুলিশের নিচু তলা। লাল বাতি লাগানো সত্ত্বেও কেন মন্ত্রীর গাড়িকে অন্য গাড়ির মতো আটকানো হল, সেই প্রশ্ন তুলে ওই মন্ত্রী নিচু তলার পুলিশকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন বলেও অভিযোগ। পুলিশকর্মীদের অভিযোগ: মন্ত্রী তাঁদের কটু কথা বলেছেন। ‘সরকারি কাজে বাধা’ ও ‘দুর্ব্যবহারের’ জন্য মন্ত্রীর বিরুদ্ধে উপরতলায় লিখিত নালিশ করতে চেয়েছিলেন কোনও কোনও পুলিশকর্মী। কিন্তু অভিযোগ, তাঁদের তা থেকে বিরত থাকতে বলা হয়। পুলিশ জানায়, ২৬ জানুয়ারির আগে তল্লাশি চলেই। সোমবার রাত সওয়া ১২টার কিছু পরে রাজাবাজার মোড়ে গার্ড রেল রাখা আছে দেখেই গতি কমায় মন্ত্রীর গাড়ি। তাতেই মন্ত্রীর গোসা হয় বলে পুলিশকর্মীদের অভিযোগ। তাঁদের অভিযোগ: ক্ষুব্ধ মন্ত্রী তাঁদের ‘সিপিএমের দালাল’ বলে কটূক্তি করেন, এবং জানতে চান, কোন ‘অধিকারে’ তাঁর গাড়ি আটকানো হয়েছে। অভিযোগ উঠেছে, এক পুলিশকর্মী লিখিত ভাবে বিষয়টি উপরমহলে জানাতে চাইলে বারণ করা হয়। বিষয়টি নিয়ে পুলিশের নিচু তলায় তোলপাড় চলছে। অভিযোগ: অফিসারেরা বিষয়টি ‘চেপে যাওয়ার’ জন্য চাপ দিচ্ছেন। সিপি রঞ্জিতকুমার পচনন্দা বুধবার বলেন, “ডিসি (নর্থ) বিশাল গর্গ জানিয়েছেন, এ ব্যাপারে তাঁর কাছে অভিযোগ জমা পড়েনি।” ওই মন্ত্রী, মদন মিত্র বলেন, “এমন কোনও ঘটনাই সে রাতে হয়নি।” এ ব্যাপারে সিপি-র সঙ্গে তিনি ফোনে কথা বলেছেন বলেও মদনবাবু মন্তব্য করেছেন। পুলিশ কমিশনারকে কেন তিনি ফোন করতে গেলেন, তার ব্যাখ্যা কিন্তু মেলেনি।
|
যাদবপুর বিদ্যাপীঠে পঞ্চম শ্রেণিতে ভর্তির জট মোটামুটি কেটেছে। কিন্তু অন্যান্য স্কুলে জটিলতা যে রয়েই গিয়েছে, বুধবার দুপুরে তার প্রমাণ মিলল কলকাতাতেই। পঞ্চম শ্রেণিতে ভর্তি করার দাবিতে ছোট ছোট মেয়েদের নিয়ে গার্ডেনরিচের পাহাড়পুর রোড অবরোধ করলেন অভিভাবকেরা।
পুলিশ জানায়, বেলা আড়াইটে নাগাদ পাহাড়পুর রোড এবং কাচ্চি সড়কের মোড়ে অবরোধ শুরু হয়। পুলিশের হস্তক্ষেপে বিকেল সাড়ে ৪টে নাগাদ অবরোধ ওঠে। বিক্ষোভকারী অভিভাবকদের দাবি, তাঁদের সকলের মেয়েকেই মৌলানা আজাদ মেমোরিয়াল গার্লস হাইস্কুলে ভর্তি নিতে হবে। স্কুল-কর্তৃপক্ষ তাঁদের জানান, সরকারি নিয়ম মেনেই পঞ্চম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে ওই স্কুলের চতুর্থ শ্রেণি উত্তীর্ণ পড়ুয়াদের অগ্রাধিকার দিতে হবে। বাকি আসনে ভর্তি হবে লটারির মাধ্যমে। যত আসন খালি, ভর্তির আবেদনপত্র জমা পড়েছে তার থেকে অনেক বেশি। সেই কারণেই লটারি করা জরুরি। কিন্তু অভিভাবকেরা তা মানতে নারাজ। |
মেট্রো রেলের অন্তর্গত ইউনিয়নে সিপিএম বিরোধীদের জয়ের ধারা অব্যাহত। পূর্ব ও উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের সমবায় ব্যাঙ্কের মেট্রো রেল ইউনিটের পরিচালন কমিটির ভোটে জয়ী হয়েছে সিপিএম বিরোধী মেট্রো রেল ওয়ার্কার্স কংগ্রেস। কমিটির ৯টি আসনের মধ্যেই ওয়ার্কার্স কংগ্রেসের প্রার্থীরা জয়ী হয়েছেন বলে সংগঠনের সভাপতি ও রাজ্যের ক্রীড়ামন্ত্রী মদন মিত্র বুধবার জানিয়েছেন। মদনবাবু বলেন, “দীর্ঘ আট বছর বাদে ওই কমিটির সমস্ত আসনেই আমরা সিপিএমকে হারিয়ে দিয়েছি।”
|
তৃণমূল ছাত্র পরিষদ এবং ডিএসও-র সংঘর্ষে বুধবার সন্ধ্যায় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় চত্বরে উত্তেজনা ছড়ায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তৃণমূল ছাত্র পরিষদের তরফে সুমিত সাম জানান, ডিএসও-র কিছু ছাত্র সন্ধ্যায় বহিরাগতদের নিয়ে কলেজ-চত্বরে ঢুকে তৃণমূল সমর্থিত ছাত্র ও কর্মীদের উপরে হামলা চালায়। কলেজের রক্ষীরা সিঁথি থানায় খবর দেন। অভিযোগ অস্বীকার করে ডিএসও-র তরফে নির্মল দুয়ারী বলেন, “রবীন্দ্র কমিটির বার্ষিক উৎসবের বিষয়ে আমরা উপাচার্যের কাছে দেখা করতে গিয়েছিলাম। তখনই তৃণমূলের ছাত্র-কর্মীরা আমাদের উপরে হামলা চালায়।” ডিএসও-র তিন সমর্থক গুরুতর জখম হয়ে আর জি কর হাসপাতালে ভর্তি হয়েছেন বলেও জানান নির্মলবাবু।
|
বেহালার চড়কতলায় বুধবার গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মৃতের নাম গৌতম সর্দার (৪৫)। একটি বাড়ির বাগানে গাছে উঠে ডাল কাটতে গিয়ে পা ফস্কে পড়ে যান তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
|
প্রায় দেড় লক্ষ টাকার গাঁজা-সহ ধরা পড়ল দু’জন। বুধবার, গার্ডেনরিচ থেকে মহম্মদ শামিম আহমেদ ও শেখ মহম্মদ হুসেন ওরফে চাঁদ নামে ওই দু’জনকে ধরেন কলকাতা পুলিশের স্পেশাল স্টাফ পোর্ট ডিভিশনের অফিসারেরা। ধৃতদের কাছে ৪৫ কেজি গাঁজা মিলেছে।
|
বাগুইআটির বাগুইপাড়ায় একটি বহুতলের একতলার ফ্ল্যাটে বুধবার রাতে আগুন লাগে। দমকলের তিনটি ইঞ্জিন এক ঘণ্টায় আগুন নেভায়। দমকলের অনুমান, শর্ট সার্কিটের জেরেই আগুন। আগুন নেভাতে প্রথমে হাত লাগান স্থানীয়েরাই। |