দুর্গাপুরে ডিভিসি-র নতুন ইউনিটে উৎপাদন শুরু শীঘ্রই |
দুর্গাপুরে ৫০০ মেগাওয়াট করে দু’টি তাপবিদ্যুৎ ইউনিট গড়ে তোলার কাজে হাত দিয়েছিল ডিভিসি। এর মধ্যে একটি ইউনিট থেকে জানুয়ারি মাসের শেষেই বাণিজ্যিক ভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়ে যাবে। অন্য ইউনিটটিরও নির্মাণ কাজ এ বছরের মার্চ মাসের মধ্যেই শেষ হয়ে যাবে বলে ডিভিসি-র পক্ষ থেকে দাবি করা হয়েছে। সম্প্রতি, কেন্দ্রীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী কে সি বেণুগোপাল সংস্থা কর্তৃপক্ষের সঙ্গে প্রকল্পগুলির অগ্রগতি সম্পর্কে জানতে একটি বৈঠক করেন। ওই বৈঠকে ডিভিসি চেয়ারম্যান রবীন্দ্রনাথ সেন মন্ত্রীকে জানিয়েছেন, চাহিদা মতো কয়লার জোগান পেলে, দ্বাদশ যোজনার মধ্যে সংস্থার বাড়তি ৪০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে।
|
মেদিনীপুরেই এ বার আনন্দ-র গ্রন্থ-বিপণি |
বাংলা বইয়ের অগ্রণী প্রকাশন সংস্থা আনন্দ পাবলিশার্স এ বার মেদিনীপুরে। আজ, বৃহস্পতিবার বিকেল ৪টেয় শহরের বড়বাজারে আনন্দ-র গ্রন্থবিপণির উদ্বোধন করবেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রঞ্জন চক্রবর্তী। ফেলুদা, টিনটিন, কাকাবাবু সিরিজের বই বা অন্য উপন্যাস, কবিতা, প্রবন্ধগ্রন্থের জন্যে আর এ দোকান, সে দোকানে ঘুরে বেড়াতে হবে না। নিজস্ব বিপণিতেই মিলবে আনন্দ-সম্ভার। প্রকাশন সংস্থার পক্ষে অক্ষয় বসাক জানালেন, নানা বিষয়ের প্রায় ২৫০০ ‘টাইটেল’-এর বই থাকবে দোকানে। ক্রেতারা পছন্দের বইটি বেছে নিতে পারবেন।
|
উত্তরবঙ্গ এবং সিকিমের গ্রাহকদের জন্য এক পয়সায় ১ মিনিট কথা বলার সুবিধা চালু করল এমটিএস। বুধবার শিলিগুড়িতে এ কথা জানান সংস্থা কর্তৃপক্ষ। তাঁরা নতুন এমটিএস সংযোগ নেওয়ার ক্ষেত্রেও ৯৯ টাকা রিচার্জ করলেই গ্রাহকেরা এই সুবিধা পাবেন। পুরনো গ্রাহকেরা ৩৬ টাকা রিচার্জে এই সুযোগ নিতে পারবেন। |