টুকরো খবর |
বিবেকানন্দের সার্ধশত জন্মদিবসে শোভাযাত্রা
নিজস্ব সংবাদদাতা • আসানসোল ও রানিগঞ্জ |
স্বামী বিবেকানন্দের জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে বুধবার বারাবনির বিস্তীর্ণ অঞ্চলে পদযাত্রা করে বারাবনির দোমহানি কেলেজোড়া বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা। পথ পরিক্রমা করে দোমহানির কাছে বিবেকানন্দের মর্মর মূর্তিতে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান ছাত্রী ও শিক্ষিকারা। স্কুলের প্রধান শিক্ষিকা শিপ্রা বক্সী জানিয়েছেন, বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত করার জন্যই ছাত্রীদের এই মিছিল করা হয়েছে। এ দিন কাল্লা হরিপদ হাইস্কুলের উদ্যোগে একটি ছাত্র মিছিল পরিক্রমা করে। পরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে রানিগঞ্জ কুমার বাজার বিবেকানন্দ সেবা কেন্দ্র মঙ্গলবার একটি বর্ণাঢ্য মিছিল বের করে। রানিগঞ্জ দুর্গা বিদ্যালয়ের পড়ুয়ারাও মিছিল করেন। জামুড়িয়ার বিবেকানন্দ মিশনের একটি মিছিল এলাকা পরিক্রমা করে। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোময় কাঞ্জিলাল জানান, সারা বছর বিবেকানন্দের জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। |
দরপত্র নিয়ে দুর্নীতির নালিশ
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
এক বাস্তুকারের বিরুদ্ধে দরপত্র নিয়ে দুর্নীতির অভিযোগ জানাল তৃণমূল। জামুড়িয়ার বিডিও-র কাছে এ নিয়ে বুধবার একটি স্মারকলিপি দেওয়া হয়। তৃণমূল নেতা উদিত সিংহের অভিযোগ, “৫টি কমিউনিটি সেন্টারের দরপত্র ডাকা হয়েছিল। বুধবার ছিল শেষ দিন। অথচ সেই বিজ্ঞপ্তি মঙ্গলবার সারা দিন ব্লক অফিসে টাঙানো হয়নি। ফলে অনেকেই বিজ্ঞপ্তির কথা জানতেন না। নির্দিষ্ট ৫ ঠিকাদার এ জন্য আবেদন করেছেন।” তাঁরা বিডিও-র কাছে লিখিত আবেদনে জানান, বাস্তুকারের বিরুদ্ধে তদন্ত করতে হবে ও দরপত্রের সময়সীমা ৭ দিন বাড়াতে হবে। বিডিও জয়ন্ত দাস জানান, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে। অভিযুক্ত বাস্তুকার গৌতম দাস কোনও মন্তব্য করতে চাননি। |
পুলকার উল্টে জখম পড়ুয়ারা
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
বারাবনি থানার রসুনপুর এলাকায় বুধবার দুর্ঘটনায় পড়ে একটি পুলকার। বেশ কয়েক জন পড়ুয়া আহত হয়। দু’জনকে আসানসোলের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। আহতদের চিকিৎসা কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করে। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে, এ দিন সকালে কাপিষ্ঠা এলাকার একটি বেসরকারি প্রাইমারি স্কুলের পড়ুয়াদের নিয়ে একটি পুলকার স্কুলে যাচ্ছিল। রসুনপুরের কাছে একটি ঢালু জমিতে পুলকারটি উল্টে যায়। বাসিন্দারা উদ্ধারের কাজ শুরু করেন।
|
যুবকের অপমৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কাঁকসা |
কাঁকসা থানার বাঁশকোপায় একটি নির্মিয়মান বেসরকারি ইস্পাত কারখানায় এক কর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে বুধবার। পুলিশ জানিয়েছে, মৃতের নাম পিন্টু লাল (৩৫)। বাড়ি বিহারে। দেহটি দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়না-তদন্তের জন্য পাঠানো হয়েছে। |
গাঁজা-সহ ধৃত
নিজস্ব সংবাদদাতা • কাঁকসা |
প্রায় এক কুইন্ট্যাল গাঁজা-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাতে কাঁকসা থানার এগারো মাইলের কাছে তাকে ধরা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মহম্মদ চুন্নু। একটি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে গাঁজা-সহ ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে গাঁজা কোথা থেকে এসেছে এবং কোথায় যাচ্ছিল, দলে আর কত জন আছে ইত্যাদি তথ্য জানার চেষ্টা করা হচ্ছে বলে জানায় পুলিশ। |
বারাবনিতে কৃত্রিম সংসদ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
বারাবনির পুচড়া ভগবান মহাবীর বিদ্যালয়ে বারাবনি ব্লক প্রশাসনের উদ্যোগে বুধবার একটি কৃত্রিম সংসদ আয়োজিত হয়। অনুষ্ঠানের সূচনা করেন বারাবনির বিডিও জুলফিকার হাসান। ব্লকের ৪টি মাধ্যমিক বিদ্যালয়ের পড়ুয়ারা এই কর্মসূচিতে যোগ নেন। পাঁচগাছিয়া বিবেকানন্দ বিদ্যালয়, বালিয়াপুর বিদ্যাপীঠ, দোমহানি কেলেজোরা বালিকা বিদ্যালয় ও পুচড়া ভগবান মহাবীর বিদ্যালয়ের পড়ুয়ারা দেশের ও রাজ্যের সাম্প্রতিক সমস্যাগুলি আলোচনা করেন। বারাবনির বিডিও জুলফিকার হাসান জানিয়েছেন, কেন্দ্রীয় সংসদের বিষয়ে পড়ুয়াদের সম্যক জ্ঞান আরোহণের জন্য এই উদ্যোগ। |
ধান কেনার দাবি
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
ধানের সহায়ক মূল্য ও ব্লক অফিস থেকে তা কেনার দাবিতে দশ মিনিট প্রতীকি রাস্তা অবরোধ করল সিপিআইয়ের কৃষক সংগঠন বঙ্গীয় প্রাদেশিক কৃষক সভা। বুধবার তারা অন্ডাল গ্রাম মোড়ে প্রতীকি অবরোধ শুরু করেন। দশ মিনিট চলার পরে এই অবরোধ উঠে যায়। |
টি-টোয়েন্টি ক্রিকেট
নিজস্ব সংবাদদাতা • বারাবনি |
সবনপুর সিসি আয়োজিত টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতায় বুধবার সালানপুর স্কুল মাঠের খেলায় বিজয়ী হয় জেএমডি ক্লাব। তারা এইচসিএল জেটিএস-কে ৪০ রানে হারায়। প্রথমে ব্যাট করে জেএমডি ৮ উইকেটে ১৩১ রান করে। জবাবে এইটসিএল জেটিএস ৯১ রানে শেষ হয়ে যায়। |
স্মৃতি ক্রিকেট
নিজস্ব সংবাদদাতা • বারাবনি |
জামগ্রাম বিদ্রোহী সঙ্ঘ আয়োজিত মানিক উপাধ্যায় স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতায় বুধবারের খেলায় বিজয়ী হল চরণপুর অগ্নিবীণা ক্লাব। জামগ্রাম শিবতলা মাঠের খেলায় তারা চিত্তরঞ্জন অগ্রতি সঙ্ঘকে ৫ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে অগ্রতি ৯ উইকেট হারিয়ে ১২১ রান তোলে। জবাবে চরণপুর ৫ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় |
স্কুলে অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • কাঁকসা |
কাঁকসার সিলামপুর হাইস্কুলে বুধবার স্বামী বিবেকানন্দের জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। পড়ুয়ারা বর্ণাঢ্য মিছিল বের করে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে তারা। |
|