এক দিনে ভোট ৫ কলেজে
অশান্তির আশঙ্কা প্রশাসনে
কদিনে পাঁচটি কলেজের ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে শিলিগুড়িতে। মঙ্গলবার শিলিগুড়ি গার্লস কলেজে পুলিশ পাহারায় ছাত্র সংসদের নির্বাচনের জন্য মনোনয়ন পত্র তোলার কাজ শুরু হয়। প্রশাসন সূত্রের খবর, আগামী ৪ ফেব্রুয়ারি শিলিগুড়ির শিলিগুড়ি গার্লস কলেজ, শিলিগুড়ি কলেজ, শিলিগুড়ি গভর্মেন্ট পলিটেকনিক কলেজ, বাগডোগরা কলেজ এবং সূর্য সেন কলেজে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। পাঁচটি কলেজের ছাত্র সংসদ বর্তমানে এসএফআইয়ের দখলে রয়েছে। গত বছর কয়েকটি কলেজে সব আসনে প্রার্থী দিতে পারেনি টিএমসিপি। রাজ্যে পরিবর্তনের পর এবারে ছাত্র সংসদ দখল করতে মরিয়া হয়ে উঠেছে তাঁরা। এসএফআইও ছাত্র সংসদ দখলে রাখতে চেষ্টায় কোনও খামতি রাখছে না। অবস্থা আঁচ করে প্রত্যেকটি কলেজের অধ্যক্ষদের নিয়ে সম্প্রতি বৈঠক করেছেন শিলিগুড়ির মহকুমাশাসক সৌরভ পাহাড়ি। অধ্যক্ষদের দাবি মেনে প্রত্যেকটি কলেজে নিরাপত্তার আশ্বাস দিয়েছেন তিনি। মহকুমাশাসক বলেন, “কবে কোন কলেজে নির্বাচন প্রক্রিয়ার কাজ হবে তার তালিকা অধ্যক্ষদের জমা দিতে বলা হয়েছে। ইতিমধ্যে শিলিগুড়ি কলেজ ও শিলিগুড়ি গার্লস কলেজ তা জমা দিয়েছে। সেই হিসেবে পুলিশের সঙ্গে কথা বলে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।” সম্প্রতি বিভিন্ন কলেজে গণ্ডগোলের ঘটনায় সতর্ক অধ্যক্ষরা। শিলিগুড়ি কলেজের অধ্যক্ষ মলয় করঞ্জাই বলেন, “ছাত্র সংসদ নির্বাচনের জন্য মহকুমাশাসকের কাছে নিরাপত্তা চাওয়া হয়েছে। পাশাপাশি কলেজে বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্যদের নিয়ে কর্মশালা করা হয়েছে। সরকারের নিয়ম মেনে ভোট হবে।” এদিন শিলিগুড়ি গার্লস কলেজে গিয়ে দেখা গিয়েছে, পুলিশ ও র্যাফ বাহিনী মোতায়েন করা হয়েছে কলেজের ভিতরে ও বাইরে। পরিচয় পত্র দেখে একমাত্র ছাত্রীদের কলেজে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। মনোনয়ন তোলার সময় টিএমসিপি সমর্থকদের কলেজের সামনে দেখা গেলেও এসএফআই সমর্থকদের দেখা যায়নি। কলেজ সূত্রে জানা গিয়েছে, আগামী ৪ ফেব্রুয়ারি কলেজের ২২টি আসনে ছাত্র সংসদ নির্বাচন হবে। আজ, বুধবার ফের মনোনয়ন পত্র তোলা হবে। ১৬ ও ১৭ জানুয়ারি মনোনয়ন পত্র জমা দেওয়ার দিন। গত বছর ওই কলেজে ৩টি আসনে প্রার্থী দিতে সমর্থ হয়েছিল টিএমসিপি। এবারে ছাত্র সংসদ দখল করতে মরিয়া হয়ে উঠেছে তারা। কলেজের অধ্যক্ষ রুমা ভৌমিক সেনগুপ্ত বলেন, “ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনওরকম গণ্ডগোল না হয় সে ব্যপারে মহকুমাশাসককে জানানো হয়েছে। এদিন কলেজে পুলিশ ছিল। শান্তিপূর্ণ ভাবেই মনোনয়ন তোলার কাজ হয়েছে।” শিলিগুড়ি কলেজে আগামী ১৬ জানুয়ারি ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১৭ ও ১৮ জানুয়ারি মনোনয়ন পত্র তোলার দিন ঘোষণা হয়েছে। ১৯ ও ২০ জানুয়ারি মনোনয়ন পত্র জমা দিতে হবে। ২৫ জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের দিন ঠিক হয়োেছে। টিএমসিপির দার্জিলিং জেলা সভাপতি নির্ণয় রায় বলেন, “এতদিন কলেগুলিতে ছাত্র সংসদ নির্বাচন নিরপেক্ষ ভাবে হয়নি। কলেজ কর্তৃপক্ষ ও এসএফআই মিলে পুলিশকে কাজে লাগিয়ে বিরোধীদের কোণঠাসা করে সংসদ দখল করেছে। এবারই প্রথম নিরপেক্ষ ভাবে ভোট হওয়ার সুযোগ এসেছে। যদিও কয়েকটি কলেজ কতৃপক্ষ এসএফআইয়ের সঙ্গে যোগাযোগ রাখছে। আমরা বিষয়টি প্রশাসনকে জানাব।” এসএফআই টিএমসিপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছে। এসএফআইয়ের দার্জিলিং জেলা সভাপতি সৌরভ সরকার বলেন, “সূর্য সেন কলেজে এসএফআই সমর্থকদের ভয় দেখাচ্ছে টিএমসিপি। অন্য কলেজগুলিতেও এরকম হতে পারে। সেদিকে প্রশাসনের নজর দেওয়া উচিত।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.