১০ই কাঞ্চনজঙ্ঘায় মমতা
মেলার জন্য বৈঠকে মন্ত্রী
ত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য-সহ বিরোধী কিছু নেতা যে বক্রোক্তি করছেন, সেগুলোকে অপ্রাসঙ্গিক বলে উড়িয়ে দিতে চান উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী গৌতম দেব। মঙ্গলবার তিনি মহাকরণে বলেন, “মুখ্যমন্ত্রী-সহ যাঁরা এ রকম কোনও মন্তব্য করছেন, তাঁদের কোনও কাজ নেই।” উত্তরবঙ্গ মেলাকে সার্থক করে তুলতে এ দিন গৌতমবাবু মহাকরণে রাজ্যের কিছু দফতরের সচিব এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলাশাসক ও তাঁদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ছিলেন পর্যটনমন্ত্রী রচপাল সিংহ এবং বনমন্ত্রী হিতেন বর্মন। এর পর সাংবাদিক সম্মেলনে তাঁকে বলা হয় প্রাক্তণ মুখ্যমন্ত্রী-সহ বাম নেতারা নানা সময়ে উত্তরবঙ্গের কোনও উন্নয়ন হচ্ছে না বলে অভিযোদ তুলছেন। জবাবে গৌতমবাবু বলেন, “কোনও কাজ নেই। খালি অপ্রাসঙ্গিক কথা! বাণপ্রস্থে যেতে বলব না, ওঁরা ধৈর্য্য ধরে কিছুদিন বিশ্রাম নিন। দেখতে থাকুন কী করি!” ৩৪ বছরকে ৩৬৫ দিয়ে গুণ করুন। এই মন্তব্য করে তিনি বলেন, “ওঁরা অতদিন ছিলেন। আর, আমাদের পৃথক দফতর তৈরির পর প্রথম বৈঠক করেছি ১২ সেপ্টেম্বর। এই ক’দিনে কী হয়েছে, কী কী হবে, তা সবাই দেখতে পারছে বা পারবেন।”১০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উত্তরবঙ্গ মেলা। শিলিগুড়ির কাঞ্চজঙ্ঘা স্টেডিয়ামে মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা উত্তরবঙ্গের বিভিন্ন সংস্কৃতি ছাড়া, ক্রীড়া, অর্থনীতি ও সামাজিক বিভিন্ন দিক এই মেলায় তুলে ধরা হবে। প্রতি বছর দু’টি জেলাকে ঘুরিয়ে ফিরিয়ে ‘থিম’ করা হবে। এবারের মেলায় এই স্বীকৃতি দেওয়া হচ্ছে জলপাইগুড়ি-শিলিগুড়িকে। বৈঠকের পর এ কথা জানিয়ে গৌতমবাবু মহাকরণে বলেন, “সাত দিনের এই মেলা উদ্বোধনের পর ১১ ফেব্রুয়ারি থেকে প্রায় একসঙ্গে ১৯টি জায়গায় হবে নানা উৎসব-অনুষ্ঠান।” শিলিগুড়ি ছাড়া মঞ্চ হবে মালদহ ও জলপাইগুড়িতে। শিল্পীরা আসবেন বাংলাদেশ এবং মণিপুর থেকেও। উদ্বোধনী দিনে শিলিগুড়িতে স্মরণীয় পদযাত্রা হবে। ৪২.৫ কিলোমিটার ম্যারাথন ছাড়াও থাকবে খোকো, কাবাডি, তিরন্দাজির মত নিজস্ব নানা খেলা, এক দিনের ক্রিকেট প্রতিযোগিতা। কলকাতার একাধিক বড় ফুটবল ক্লাব ও প্রতিষ্ঠিত কিছু বানিজ্যিক সংস্থা অংশ নিচ্ছে উত্তরবঙ্গ মেলায়। কলকাতা থেকে বেশ কিছু নামী সঙ্গীতশিল্পী, আবৃত্তিকার, নাট্যগোষ্ঠীও মেলায় অংশ নিতে যাচ্ছেন। উত্তরবঙ্গ থেকে নির্বাচিত প্রতিটি জনপ্রতিনিধি মেলাকে সফল করে তুলতে সব রকম চেষ্টা করছেন। মন্ত্রী শঙ্কর চক্রবর্তী তাঁর দাদার পারলৌকিক কাজের জন্য এবং অপর মন্ত্রী সাবিত্রী দেবী উত্তরবঙ্গ বইমেলার ব্যস্ততার জন্য এ দিন মহাকরণের বৈঠকে থাকতে পারেননি। গৌতমবাবু বলেন, সম্প্রতি উত্তরবঙ্গে চা পর্যটন উৎসব বিশেষভাবে সফল হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.