সরকার নির্ধারিত সহায়ক মূল্যে ধান কেনার দাবিতে পুরুলিয়া জেলাতে ক্রমশ ক্ষোভ ছড়াচ্ছে। মঙ্গলবার আড়শার হাটতলামোড়ে পথ অবরোধ করল সারা ভারত কৃশক খেত মজুর সংগঠন। এ দিন ভোর থেকে সংগঠনের কয়েকশো কর্মী-সমর্থক আড়শা-ঝালদা রাস্তা অবরোধ করেন।
সংগঠনের সম্পাদক সীতারাম মাহাতোর অভিযোগ, “সরকার ধান কেনার কথা ঘোষণা করেই দায় সেরেছে। প্রান্তিক চাষিরা ধান বিক্রি করতে পারছেন না। টাকার প্রয়োজনে তাঁরা বাধ্য হয়ে কম দামে আড়ৎদারদের কাছে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন।” অবরোধে যোগ দেওয়া আড়শার বলরামপুর গ্রামের সুফল মাহালির ক্ষোভ, “দিন কয়েক আগে ৭৭০ টাকা ক্যুইন্টাল দরে এক আড়ৎদারের কাছে ধান বিক্রি করতে বাধ্য হয়েছি।” |
আড়শায় প্রদীপ মাহাতোর তোলা ছবি। |
এই সংগঠন সম্প্রতি জেলার সব ক’টি ব্লকে ধান কেনার দাবিতে স্মারকলিপি দিয়েছে। পুলিশ অবরোধ তুলতে গেলে তাঁরা দাবি করেন, প্রশাসনের আধিকারিকদের সেখানে আসতে হবে। দুপুরে আড়শার বিডিও মাধব বিসাই সেখানে গিয়ে অবরোধকারীদের আশ্বাস দেওয়ার পরে অবরোধ ওঠে। বিডিও বলেন, “এ সমস্যা শুধু এই ব্লকেরই নয়। তবে দ্রুত আরও বেশি জায়গায় ধান কেনা শুরু করার ব্যবস্থা করা হচ্ছে। জেলা প্রশাসনের সঙ্গেও কথা বলব।” বেলা দেড়টা নাগাদ অবরোধ ওঠে। |