পুলিশের হাত থেকে পালিয়ে পুকুরে ঠাঁই, পরে গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
তন্নতন্ন করে খুঁজে বেড়াচ্ছিলেন বাসিন্দারা। খুঁজতে খুঁজতে এসে পৌঁছন পোস্ট অফিসের পিছনের পুকুর পাড়ে। পুকুর থেকে একটা টুপ করে শব্দ কানে আসে তাঁদের। মুহূর্তে জ্বলে ওঠে একাধিক টর্চ, মোবাইলের আলো। কৌতূহলী বাসিন্দাদের চোখে পড়ে কিছু একটা ডুবে যাচ্ছে। খানিক পরে আবার ভেসে উঠছে কচুরিপানার ফাঁক দিয়ে। পরক্ষণেই ফের ডুব। প্রথমে তাঁরা ভেবেছিলেন ব্যাঙ। পরে অবশ্য দেখা গেল ব্যাঙ নয়, জবুথবু ঠাণ্ডায় কচুরিপানা ভর্তি পুকুরে লুকিয়ে রয়েছে এক ‘মূর্তিমান’। হাতে পুলিশের হাতকড়া। শেষ পর্যন্ত পুকুর থেকে তুলে তাকে উদ্ধার করে পুলিশ। ঠাণ্ডা আর পুলিশের জোড়া থাবায় তখন কাহিল অবস্থা ‘মূর্তিমান’-এর। জানা গেল, ঘণ্টাখানেক আগে পুলিশের হাত ছাড়িয়েই পালিয়ে এসেছিল সে। হাতে হাতকড়া পড়া অবস্থাতেই। সোমবার রাতে এমনই ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার হাবরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম রাজু চৌধুরী। বাড়ি হাবড়ার কামারথুবা এলাকায়। গত নভেম্বর মাসে তার বিরুদ্ধে একটি মোটর পাম্প চুরির অভিযোগ ওঠে। ওই অভিযোগে গ্রামবাসীরা তাকে ধরতে গেলে তাঁদের আক্রমণ করেছিল সে। অভিযোগ, কয়েক জনকে ধারাল অস্ত্রের আঘাত করে সে পালিয়ে যায়। সেই থেকেই সে এলাকাছাড়া ছিল। ওই ঘটনায় নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁকে খুঁজছিল। সোমবার সকালে রাজু বাড়িতে ফেরে। খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। স্বাস্থ্য পরীক্ষা করাতে পুলিশ সন্ধ্যায় তাকে নিয়ে যাওয়া হাবড়া হাসপাতালে। সেখানেই পুলিশের হাত ছাড়িয়ে হাতকড়া পড়া অবস্থাতেই সে পালায়। পিছনে ধাওয়া করে পুলিশ। বেগতিক বুঝে হাবড়া ডাকঘরের পিছনে কচুরিপানায় ভর্তি পুকুরে ঝাঁপ দেয় রাজু। তবে শেষরক্ষা হয়নি। মঙ্গলবার ধৃতকে বারাসত জেলা আদালতে তোলা হলে ২ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। |
ইছামতী উৎসব
নিজস্ব সংবাদদাতা • স্বরূপনগর |
সাংস্কৃতিক সংস্থা ‘অঙ্গীকার’-এর পরিচালনায় স্বরূপনগরের শাঁড়াপুল প্রাথমিক স্কুলের মাঠে শনিবার থেকে শুরু হয়েছে ‘ইছামতী উৎসব’। নবম বছরের এই মেলা চলবে ১০ জানুয়ারি পর্যন্ত। উৎসবের দিনগুলিতে এলাকার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে ছবি আঁকা, ক্যুইজ, ছোট গল্প লেখা, আবৃত্তি, নাচ ইত্যাদি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। থাকছে নাটক, লোকসঙ্গীত, বাউল এবং কলকাতার বিশিষ্ট শিল্পীদের নিয়ে বাংলা গানের অনুষ্ঠান। |
সঙ্গীতমেলা
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
বসিরহাট শিল্পী সংসদ-এর পরিচালনায় সম্প্রতি রবীন্দ্রভবনে হয়ে গেল দ্বিতীয় বর্ষের বসিরহাট মহকুমা সঙ্গীত মেলা। চার দিনের এই গান মেলায় মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে গান মেলা আরও উজ্জ্বল হয়ে উঠেছিল। |
গাইঘাটায় গাঁজা-সহ ধৃত
নিজস্ব সংবদদাতা • গাইঘাটা |
প্লাস্টিকের কাগজের মোড়কে গাঁজা বিক্রি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল এক যুবক। মঙ্গলবার গাইঘাটা পাঁচপোতা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম বসন্ত মণ্ডল। সে গোবরডাঙা থেকে গাঁজা এনে এলাকায় বিক্রি করত। ধৃতের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। |