মেলার মাধ্যমে এলাকার চাষিদের উন্নত কৃষিপদ্ধতি এবং কৃষিতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার সম্পর্কে সচেতন ও সেইসঙ্গে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যে উত্তর ২৪ পরগনার গাইঘাটায় শুরু হয়েছে গাইঘাটা ব্লক পুষ্প-কৃষি ও শিল্পমেলা। গত শনিবার ঠাকুরনগর খেলার মাঠে এই মেলা উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। গরুর গাড়ি, টোকা মাথায় চাষি, লাঙল, কাস্তে নিয়ে ট্যাবলো-সহ শোভাযাত্রা বিভিন্ন এলাকা পরিক্রমা করে। মেলার উদ্বোধন করেন বনগাঁর সংসদ গোবিন্দচন্দ্র নস্কর। উপস্থিত ছিলেন বনগাঁ দক্ষিণ কেন্দ্রে বিধায়ক সুরজিৎ বিশ্বাস, মেলা কমিটির সভাপতি গোবিন্দচন্দ্র ঘটক। মেলা চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত
মেলায় বিভিন্ন দিনে চাষিদের আধুনিক ও উন্নত পদ্ধতিতে গোবিন্দভোগ চালের চাষ, ফলের রসের সহজ সংরক্ষণ ও বাজারজাত করার পদ্ধতি প্রভৃতি বিষয়ের উপরে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু কৃষি বিষয়েই নয়, কী বাবে লাভজনক উপায়ে ছাগল, মুরগি পালন করা যায় সে ব্যাপারেও প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। প্রশিক্ষণের দায়িত্বে রয়েছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা। |
মেলা কমিটির তরফে ধ্যানেশ গুহ বলেন, “মোট পাঁচটি বিষয়ের উপরে চাষিদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা হয়েছে। ইতিমধ্যেই এক একটি বিষয়ে ২৫০ জন চাষি প্রশিক্ষণ নিয়েছেন।” প্রশিক্ষণের পাশাপাশি কৃষকি এবং কুটির শিল্পের ননা দিক নিয়ে আলোচনাসভারও ব্যবস্থা করা হয়েছে।
মেলায় কৃষি নিয়ে এ হেন প্রশিক্ষণে চাষিরাও খুশি। এতে তাঁদের খুবই উপকার বলে মন্তব্য করেছেন তাঁরা। মঙ্গলবার মেলায় সব্জি চাষে জৈব সারের প্রয়োগ বিষয়ে প্রশিক্ষণ নেওয়া গাইঘাটার আরারুল মণ্ডল ও ডলি মণ্ডল জানান, প্রশিক্ষণ পেয়ে তাঁরা অনেক কিছু জানতে পেরেছেন। ভবিষ্যতে চাষের কাজে তা সাহায্য করবে। মেলা কমিটি সূত্রে জানা গিয়েছে, পুষ্প-কৃষি ও শিল্প বিষয়ক ৪০টি স্টল রয়েছে মেলায়। কৃষি সংক্রান্ত নানা বিষয় ছাড়াও মেলায় আগতদের জন্য বিভিন্ন বিনোদনের ব্যবস্থা করা হয়েছে। রয়েছে লোকগীতি, নৃত্য, গান, আবৃত্তি-সহ সাংস্কৃতিক অনুষ্ঠান। রয়েছে যাত্রাপালার আসর।
প্রসঙ্গত, ঠাকুরনগরে রয়েছে রাজ্যের অন্যতম বড় ফুলের বাজার। এখান থেকে রাজ্যের বিভিন্ন জেলায়, ভিন রাজ্য এমনকী বিদেশে পুল রফতানি হয়। সেদিকে লক্ষ্য রেখে ফুলচাষের পদ্ধতি ও বাজারজাতকরণ সম্পর্কে চাষিদের সচেতন করার ব্যবস্থা করা হয়েছে মেলায়। বিধায়ক সুরজিৎবাবু বলেন, “এই এলাকার চাষিরা এখনও সাবেক পদ্ধতিতেই ফুলের চাষ করেন। মেলায় উন্নত ও বৈজ্ঞানিক পদ্ধতিতে ফুল চাষের প্রশিক্ষণে ফুলচাষিরা নিঃসন্দেহে উপকৃত হবেন।” |