দাঁড়েরমাঠ উচ্চ বিদ্যালয়ে সোমবার ক্লাস বয়কট করেন স্কুলের বেশিরভাগ শিক্ষক। স্কুলের সামনে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষ। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, কয়েক দিন আগে প্রধান শিক্ষকের নির্দেশে স্কুলের এক অস্থায়ী কর্মী ও ছাত্র মিড-ডে মিলের চাল রাখার ঘর পরিষ্কার করছিলেন। কিছু শিক্ষক ও পরিচালন সমিতির কয়েক জন তা দেখে স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে চাল চুরি করানোর অভিযোগ তোলেন। স্কুলের পরিচালন সমিতির সম্পাদক প্রণব বিশ্বাস বলেন, ‘‘কিছু শিক্ষক ও পরিচালন সমিতির দু’জন সদস্য প্রধান শিক্ষককে ফাঁসাতে চেয়েছিলেন। এটা জানাজানি হতেই ক্ষুব্ধ বাসিন্দারা বিক্ষোভ দেখান। এক জন পার্শ্ব শিক্ষককে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়।’’ প্রধান শিক্ষক সমরেন্দ্রনাথ ঘোষ বলেন, ‘‘স্কুল পরিচালন সমিতির আলোচনায় ওঁরা ভুল স্বীকারও করেন। পরিচালন সমিতির সঙ্গে একটি আলোচনায় বসে স্কুলের এক পাশ্বশিক্ষককে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়।’’
|
ফকিরদের পীঠস্থান গোড়ভাঙা। বাংলার পর্যটন-মানচিত্রে সাম্প্রতিক সংযোজন। গোড়ভাঙার ফকিরদের কণ্ঠেই পুনরাবিষ্কৃত হয়েছে বাংলা কাওয়ালি গানের লুপ্তপ্রায় ধারাটি। বাংলা সুফি গানও সারা পৃথিবীতে ক্রমে জনপ্রিয় হচ্ছে এখানকার শিল্পীদের সুরে-কথায়। নদিয়ার করিমপুরে বাংলাদেশ সীমান্ত-লাগোয়া এই গ্রামে ১৩-১৫ জানুয়ারি সারাদিন, সারারাত বাউল-ফকির দরবেশি গানের আখরা বসছে। এই উৎসব তিন বছরে পড়ল। শুধু গান শোনা নয়, বাংলার জীবনদর্শনের সঙ্গে পরিচিত হওয়া ও একাত্ম হওয়া যায়। গান-পাগল বহু মানুষ সারা বছরই আসেন গোড়ভাঙায়। ভিড় সামলাতে অতিথিদের জন্য পৃথক ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
|
বোমা ফেটে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। সোমবার রাতে কান্দির গাঁতলা ঘাট সংলগ্ন বাঘহাটা গ্রামে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম কালা শেখ (৪২)। এই ঘটনায় তাজফার শেখ, টেম্পু শেখ ও জেলার শেখ নামে আরও তিন যুবক গুরুতর জখম হয়েছেন। তাদের সকলকে চিকিৎসার জন্য বহরমপুরে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, ওই রাতে বাঘহাটা গ্রামের মাঠে কয়েক জন যুবক বোমা বাঁধছিল। আচমকা একটি বোমা ফেটে যায়। ঘটনাস্থলেই কালা শেখের মৃত্যু হয়। পুলিশ তদন্ত শুরু করেছে।
|
অজ্ঞাতপরিচয় এক মহিলার মৃতদেহ উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার সকালে চাপড়ার ডোমপুকুরের একটি ভাটা সংলগ্ন মাঠে বছর চল্লিশের ওই মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। |