সংস্কৃতি যেখানে যেমন

মুড়কির হাঁড়ি
করিমপুর শরৎ স্মৃতি নাট্যসংস্থার পরিচালনায় ৬ জানুয়ারি শুরু হল ষোড়শ আন্তর্জাতিক নাট্যোৎসব। চলবে বুধবার পর্যন্ত। নাট্যমেলায় ৪টি নাট্যদলের পাঁচটি নাটক মঞ্চস্থ হওয়ার কথা। ইতিমধ্যে অসমের নাট্যগোষ্ঠী ‘পাথর’-এর নাটক ‘বিসর্জন’, আয়োজক সংস্থার দু’টি নাটক ‘শারদীয় শাজাহান’ ও ‘মুড়কির হাঁড়ি’, কলকাতার ‘লোককৃষ্টি’র নাটক ‘ল্যাবরেটরি’ মঞ্চস্থ হয়েছে। বুধবার হবে বাংলাদেশের নাট্যসংস্থা ‘থিয়েটার আর্ট ইউনিট’-এর নাটক ‘গোলাপজান’।

লোটাসের উদ্যোগ
বাৎসরিক সাংস্কৃতিক উৎসবের আয়োজন করেছিল তেহট্টের লোটাস ক্লাব। ২৮-৩১ ডিসেম্বর ক্লাবের নিজস্ব মাঠে প্রতিযোগিতামূলক বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। হাড় কাঁপানো শীত উপেক্ষা সীমান্ত এলাকার মানুষ সেখানে সমবেত হয়ে আনন্দ উপভোগ করেন।

বিটিয়া রানি
নৃত্যসংস্থা ‘কলামণ্ডলম’-এর চতুর্থতম বার্ষিক অনুষ্ঠান হল বহরমপুর রবীন্দ্রসদনে। গত ৬ জানুয়ারির ওই অনুষ্ঠানে আয়োজক সংস্থার শিল্পীরাই পরিবেশন করেন প্রাচ্য ও পাশ্চাতের সম্মিলিত ঘরানার নাচ, নারীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়কালের বঞ্চনা ও সংগ্রাম নিয়ে নৃত্যনাট্য ‘বিটিয়া রানি’। হিন্দি সিনেমার মধুবালার আমল থেকে বর্তমান বিদ্যা বালান পর্যন্ত সময়কালের নৃত্যের বিবর্তন দেখানো হয়েছে ‘ট্রিবিউট টু অল হিরোইনস’ নামের প্রয়োজনায়।

গীতিআলেখ্য

সুবর্ণ কাজি। নিজস্ব চিত্র।
নওদার শ্যামনগর উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উৎসব পালন করা হল গত ৪ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত। ওই উৎসবের বিশেষ আকর্ষণ ছিল বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের নাতি সুবর্ণ কাজি। তিনি আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন। স্কুলের সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষে উত্তর ২৪ পরগনার দু’টি ফুটবল দলের মধ্যে প্রীতি ম্যাচ ছাড়াও নাটক, গীতি আলেখ্য ও রবীন্দ্রনৃত্য পরিবেশন করা হয়।

সংহতি পরিষদ
মুর্শিদাবাদের দুই সন্তান সমীর ঘোষ ও নীহারুল ইসলামকে সম্মানিত করল ‘ভরত-বাংলাদেশ সংহতি পরিষদ’। ছোট গল্পের জন্য নীহারুলকে ও কবিতার জন্য সমীরকে গত ২৪ ডিসেম্বর শিলিগুড়ি মহকুমা পরিষদের প্রেক্ষাগৃহের এক অনুষ্ঠানে সম্মান জানানো হয়। তাঁদের হাতে মানপত্র তুলে দেন রাজ্যের মন্ত্রী উপেন্দ্রনাথ বিশ্বাস।

মর্জিনা ও মৌসুমী

মর্জিনা খাতুন। নিজস্ব চিত্র।
সংস্কৃতির ময়দানেও জায়গা করে নিল ডোমকল। রাজ্য যুব উৎসবে ডোমকলের মৌসুমী সাহা ও মর্জিনা খাতুন কৃতিত্ব ছিনিয়ে নিলেন। ২১ বছরের মৌসুমীদেবী আবৃত্তিতে রাজ্যে প্রথম হয়েছেন। কলেজের প্রথম বর্ষের ছাত্রী মর্জিনা বাঁশি বাজিয়ে রাজ্যে তৃতীয় হয়েছেন। দারিদ্রের কারণে হারমোনিয়াম কিনতে না পেরে বাবা তাঁর হাতে তুলে দিয়েছিলেন বাঁশি। মুর্শিদাবাদের প্রত্যন্ত ব্লক বড়ঞার পাঁচথুপির নাট্যগোষ্ঠী ‘উদয়ন’-এর নাটক ‘কালান্তক লালফিতা’ রাজ্য যুব উৎসবের তৃতীয় স্থান অধিকার করেছে।

সুফি সন্ধ্যা
বহরমপুর রবীন্দ্রসদনে গত রবিবার মার্গ সংগীতের সংস্থা ‘সঙ্গীতগ্রাম’-এর পক্ষ থেকে নাটক-সংগীত-সংস্কৃতি বিষয়ে মোট চার বিশিষ্ট ব্যক্তিকে ‘ওস্তাদ আবু দাউদ স্মৃতি সম্মান’ জানানো হয়। সম্মাননা জানানো হয়েছে অসমের শিলচর কলেজের শিক্ষক আলাউদ্দিন মণ্ডল, জলপাইগুড়ির নাট্য ও সংগীত ব্যক্তিত্ব তীর্থঙ্কর রায়, মধ্যমগ্রাম ও যাদবপুরের দুই নাট্যব্যক্তি সিদ্ধার্থ চক্রবর্তী ও অমিতাভ ভট্টাচার্য। ওই অনুষ্ঠানে গৌতম ভট্টাচার্যের পরিচালনায় আয়োজক সংস্থার শিল্পীরা সুফি সঙ্গীত পরিবেশন করেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.