|
|
|
|
গেইলকে নিয়ে আচমকা জট |
নিলামে তুলে বেশি দামে কিনতে চাইছে অন্যরা |
সুমিত ঘোষ • কলকাতা |
ব্রায়ান লারা যে দিন সৌরভের শহরে হাজির, সে দিনই তাঁর এক উত্তরসূরিকে নিয়ে আচমকা উত্তাল ঢেউ উঠল গোয়ার সমুদ্রসৈকতে!
তিনি ক্রিস গেইল। আইপিএলের নয়টি ফ্র্যাঞ্চাইজি কর্তারা গোয়ায় জড়ো হয়েছিলেন ওয়ার্কশপ করার জন্য। কোথায় ওয়ার্কশপ? হয়ে দাঁড়াল গেইলকে নিয়ে সওদার মঞ্চ।
এমনিতে ভেতরে ভেতরে ঠিক হয়ে গিয়েছিল, ক্রিস গেইল এবং সৌরভ গঙ্গোপাধ্যায় গত বার যে টিমের হয়ে খেলেছিলেন, এ বারও সেখানেই থাকবেন। সৌরভের জন্য সহারা পুণে ওয়ারিয়র্স এবং গেইলের জন্য বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্স এই মর্মে আইপিএল পরিচালন পরিষদের কাছে আগাম আর্জি জানিয়ে রেখেছিল। পরিচালন পরিষদ জবাবও দিয়েছিল, তাদের আপত্তি নেই। সৌরভ সেই মতো পুণে ওয়ারিয়র্সে থাকার অনুমতি পেয়ে গিয়েছেন। ঠিক ছিল গেইলও থাকবেন আরসিবি-তে। কিন্তু হঠাৎ-ই তীব্র জট তৈরি হয়েছে তাঁকে নিয়ে।
একাধিক ফ্র্যাঞ্চাইজি এখন গেইলকে কেনার ব্যাপারে হুড়োহুড়ি শুরু করেছে। দু’একটি ফ্র্যাঞ্চাইজি আরসিবি-র চেয়ে অনেক বেশি দাম দিয়ে তাঁকে কিনতে রাজি। তারা চায় গেইলকে নিলামে তোলা হোক। এদের বক্তব্য, আইপিএল ফাইভে সবথেকে বড় নাম ক্রিস গেইল। গোয়ায় ওয়ার্কশপের মধ্যে গেইল নিয়ে উদ্ভুত জটিলতার হদিশ পেয়ে সমস্যায় পড়েছে পরিচালন পরিষদও। গেইল নিজেও বুঝতে পারছেন, নিলামে গেলে তাঁর লাভ। আর আইপিএলের নিয়ম হচ্ছে, প্লেয়ার এবং ফ্র্যাঞ্চাইজি দু’পক্ষকেই নিলামের বাইরে সওদায় সম্মত হতে হবে।
আরসিবি কর্তারা এই শেষ মুহূর্তের নাটকে রীতিমতো উদ্বিগ্ন। গত মরসুমে গেইল এসে একা তাদের টেনেছেন। তাঁকে হারাতে হলে টিমের মনোবল দুমড়ে যেতে পারে। তাঁরা গেইলকে বোঝানোর আপ্রাণ চেষ্টা করছেন। সমস্যা হচ্ছে, গেইলকে কিনতে ইচ্ছুক কোনও কোনও ফ্র্যাঞ্চাইজি আপসে রাজি হচ্ছে না।
৪ ফেব্রুয়ারি আইপিএল ফাইভের নিলাম। খুব নির্ভেজাল নিলাম হবে বলে মনে করা হচ্ছিল। যা পরিস্থিতি, গেইল নির্ভেজাল থাকতে দিলে হয়! |
|
|
|
|
|