|
|
|
|
টুকরো খবর |
ধোনিদের একতা নিয়ে প্রশ্ন তুলল অস্ট্রেলিয়া |
সংবাদসংস্থা • পার্থ |
সিরিজের তৃতীয় টেস্টে নামার আগে মাঠ এবং মাঠের বাইরে কোণঠাসা হয়ে পড়ছে ভারত। বাইশ গজে যদি ধোনিদের ঘাম ছুটিয়ে দেন ক্লার্ক-প্যাটিনসনরা, তা হলে মাঠের বাইরে টিম ইন্ডিয়াকে চাপে ফেলে যাচ্ছে অস্ট্রেলীয় প্রচারমাধ্যম। দু’দলের ক্রিকেটারদের ঘিরে সিরিজ শুরুর আগে যে সৌজন্যের আবহ তৈরি হয়েছিল, সেটাও অদৃশ্য হতে বসেছে। পার্থ টেস্ট শুরুর আগে দু’দলের ক্রিকেটারদের মধ্যে শুরু হয়ে গিয়েছে বাগ্যুুদ্ধ।
অস্ট্রেলীয় এক সংবাদপত্রে অভিযোগ করা হয়েছে, সহবাগ নাকি ভারতীয় দলে বিভেদ সৃষ্টি করছেন। সংবাদপত্রটির খবর, ভারতীয় দলের কিছু প্লেয়ার চান সহবাগ অধিনায়ক হন। বাকিরা আবার ধোনির উপরই আস্থা রাখছেন। বিতর্কের আগুনে ঘি ঢালছেন অস্ট্রেলীয় ক্রিকেটাররাও। ব্র্যাড হাডিন ভারতীয়দের আক্রমণ করার পর আজ পেসার রায়ান হ্যারিসকে উদ্ধৃত করে লেখা হয়েছে, “ভারতীয়রা নিজেদের মধ্যেই গণ্ডগোলে জড়াচ্ছে। টিমের মধ্যে একতা নেই।” জাহির খান আবার এ দিন পাল্টা দিয়েছেন হাডিনকে। অস্ট্রেলীয় কিপার ধোনিদের ভঙ্গুর মানসিকতা নিয়ে কটাক্ষ করেছিলেন। জাহির পাল্টা বলেছেন, “হাডিনের উচিত নিজের কিপিং নিয়ে বেশি মাথা ঘামানো। ওর কিপিং দক্ষতা কমে গিয়েছে। ওকে আরও দ্রুত নড়াচড়া করতে হবে।” এতেই অবশ্য বাগ্যুুদ্ধ শেষ হচ্ছে না। জাহিরের কথায় পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন পিটার সিডল। বলেছেন, “হাডিনের কিপিং ঠিক হচ্ছে কি না, তা নিয়ে বলার জাহির কে?” পার্থের বাইশ গজও ভারতীয় ব্যাটসম্যানদের জন্য ভাল খবর আনছে না। আজ পার্থে প্রথম প্র্যাক্টিস করলেন ভারতীয়রা। সবুজ ঘাসে মোড়া বাইশ গজ দেখে রাহুল দ্রাবিড় ঠাট্টা করে পিচ কিউরেটরকে বলেছেন, “পিচ থেকে ঘাস ছেঁটে দেওয়ার জন্য কোনও মেল আপনি পাননি?”
|
তিন প্রধানকে ১ কোটি মমতার |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
কলকাতার তিন প্রধানকে ক্লাবের পরিকাঠামো উন্নয়নের জন্য এক কোটি টাকা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এক অনুষ্ঠানে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডানের প্রতিনিধিদের চেক দিয়ে মমতা জানান, রাজ্যের আরও ৭০টি ক্লাবকে দু’লক্ষ টাকা করে দেওয়া হবে ৩০ জানুয়ারি মহাত্মা গাঁধীর মৃত্যুদিবসে। |
|
|
|
|
|