কাল, বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দের জন্মদিনে শহরের বিভিন্ন এলাকায় বাজানো হবে সাইরেন। সকালে ৬টা ৩১ মিনিটে তাঁর জন্ম মুহূর্ত ঘোষণার জন্য এক মিনিট আগে থেকেই সাইরেন শোনা যাবে।
তার মহড়া হিসেবে আজ, বুধবার বিকেল চারটে নাগাদ শহরের ১৪টি জায়গা থেকে সাইরেন বাজানো হবে বলে জানান রাজ্যের অসামরিক প্রতিরক্ষা দফতরের মন্ত্রী জাভেদ আহমেদ খান। তার মধ্যে চারটি জায়গায় ওই সময়ে মহড়া হবে নতুন প্রযুক্তির সাইরেনের।
মন্ত্রী মঙ্গলবার মহাকরণে জানান, লালবাজার, কালীঘাট, ভবানীপুর ও আমহার্স্ট স্ট্রিট থানায় বসানো হয়েছে নতুন ধরনের সাইরেন। যেখানে সাইরেন বাজার আগে-পরে সংলগ্ন এক বর্গকিলোমিটার এলাকার মানুষের কাছে ওই যন্ত্রের সঙ্গে যুক্ত কর্ডলেস মাইক্রোফেনের মাধ্যমে পৌঁছে দেওয়া যাবে বিভিন্ন সরকারি বার্তা। |
উদাহরণ হিসেবে মন্ত্রী বলেন, “বুধবার মহড়ার সময়ে ওই মাইক্রোফোনে মানুষকে অনুরোধ করা হবে, তাঁরা যেন পরদিন স্বামীজির জন্ম মুহূর্তের প্রাক্কালে সাইরেন শোনা মাত্র শঙ্খ বাজাতে শুরু করেন। সাইরেনের সঙ্গে মাইক্রোফোনের সংযোগ এমন প্রযুক্তির মাধ্যমে করা হয়েছে যে, ফিয়ার্স লেনে অসামরিক প্রতিরক্ষা দফতরের সদর কার্যালয় থেকে যে আবেদন করা হবে, তা এক সঙ্গে শুনতে পাবেন ওই চারটি জায়গার মানুষ।
শহরের বাকি ১০টি জায়গায় এখন সাবেক আমলে বসানো সাইরেন রয়েছে। সেই জায়গাগুলি হল ভিক্টোরিয়া হাউজ, ভারতীয় জাদুঘর, আকাশবাণী ভবন, তালতলা ট্রাফিক পুলিশ ফাঁড়ি, লর্ড সিন্হা রোড, তারাতলার কাছে টাঁকশাল এবং পার্ক স্ট্রিট, কড়েয়া, আলিপুর, নিউ আলিপুর থানা।
মন্ত্রী বলেন, এর পরে মাইক্রোফোনযুক্ত সাইরেনগুলি বৃহত্তর কাজের ক্ষেত্রে ব্যবহার করবে সরকার। কেন্দ্রের আর্থিক সহায়তায় সারা রাজ্যে এ রকম ৪০০টি সাইরেন বসানোর পরিকল্পনা হয়েছে। খরচ হবে ১২ কোটি টাকা। প্রথম পর্যায়ে কলকাতায় ৬৮টি সাইরেন বসানোর জন্য কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।
নতুন সাইরেন সবক’টি জায়গায় বসে গেলে আগের মতো রোজ নির্দিষ্ট একটি সময়ে সাইরেন বাজানোর কথা ভেবেছে রাজ্য সরকার। মন্ত্রী জানান, সাইরেন প্রতিদিনই বাজবে কি না এবং কখন বাজানো হবে, ঠিক করা হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ নিয়ে। |