এ যেন নাকের বদলে নরুন!
শরিক ও বিরোধী দলের আপত্তিতে বহু ব্র্যান্ডের খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগের সিদ্ধান্ত স্থগিত রাখতে হয়েছে কেন্দ্রীয় সরকারকে। এখনও তা চালু করা নিয়ে কোনও আশার আলো দেখা যাচ্ছে না। আজ তাই শুধুমাত্র একক ব্র্যান্ডের খুচরো ব্যবসায় ১০০% বিদেশি বিনিয়োগের সিদ্ধান্ত নিয়ে সরকারি বিজ্ঞপ্তি জারি করে দিল মনমোহন সরকার। এর ফলে অ্যাডিডাস, গুচি, লুই ভুইটো, আইকিয়া-র মতো আন্তর্জাতিক সংস্থাগুলি সরাসরি ভারতে তাদের বিপণি খুলতে পারবে। এর মধ্যে যে সব বিদেশি সংস্থা ইতিমধ্যেই কোনও ভারতীয় সংস্থার সঙ্গে হাত মিলিয়ে এ দেশে ব্যবসা শুরু করেছে, তারা চাইলে ব্যবসার পুরো স্বত্বই কিনে নিতে পারবে।
১০০% বিদেশি পুঁজির প্রবেশাধিকারে অনুমতি দেওয়া হলেও, ৩০% পণ্য এ দেশের ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা বা হস্তশিল্পীদের কাছ থেকে কিনতে হবে বলে শর্ত রেখেছে বাণিজ্য মন্ত্রক। বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা বলেন, “এর ফলে এ দেশের ক্ষুদ্র শিল্পে আরও প্রযুক্তিগত উন্নতি হবে।” এতদিন এক ব্র্যান্ডের খুচরো ব্যবসায় ৫১% পর্যন্ত বিদেশি লগ্নির অনুমতি মিলত। নভেম্বরে তা বাড়িয়ে ১০০% করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা। একই সঙ্গে বহু ব্র্যান্ডের খুচরো ব্যবসাতেও ৫১% বিদেশি লগ্নির সিদ্ধান্ত নেওয়া হয়। বিরোধিতার মুখে যা নিয়ে পিছুও হটতে হয় কেন্দ্রকে। এক ব্র্যান্ডের খুচরো ব্যবসায় সমস্যা না-থাকলেও কেন্দ্রের তরফে এত দিন বিজ্ঞপ্তি জারি করা হয়নি। কিন্তু বিদেশি লগ্নির হাত ধরে রাজকোষ ঘাটতি কমাতে ও শেয়ার বাজার চাঙ্গা করতে, বহু ব্র্যান্ডে বিদেশি লগ্নি নিয়ে ঐকমত্য গড়ে তোলার অপেক্ষায় না-থেকে একক ব্র্যান্ডের ব্যবসায় বিদেশি লগ্নি নিয়েই বিজ্ঞপ্তি জারি করে দিল কেন্দ্র। |