মুডিজ মূল্যায়ন বাড়ানোয় চাঙ্গা শেয়ার বাজার |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
মঙ্গলবার ৩৫০ পয়েন্ট বাড়ল সেনসেক্স। এই নিয়ে নতুন বছরের প্রথম সাত দিনের লেনদেনে নিট হিসাবে সূচক উঠল ৭২৯.১০ পয়েন্ট। বিদেশি আর্থিক সংস্থাগুলিও বাজারে ফের লগ্নি শুরু করেছে। ফলে এ দিন ডলারে টাকার দাম ৮১ পয়সা বাড়ে। প্রতি ডলারের দাম দাঁড়ায় ৫১.৭০/৭১ টাকা। বিশ্ব বাজারে ডলারের পতন ও ভারতে রফতানিকারীদের প্রচুর ডলার বিক্রিও ছিল এর অন্যতম দুই কারণ। রেটিং সংস্থা মুডিজ লগ্নির ক্ষেত্র হিসেবে ভারতের মূল্যায়ন বাড়ানোয় এ দিন চাঙ্গা ছিল বাজার। ইন্ধন জোগায় সুদ কমার আশাও। তেজী ছিল বিশ্ব বাজারও। তবে বিশেষজ্ঞদের মতে, শিল্পের মূলধন সমস্যা না-মিটলে অনিশ্চয়তা থাকবেই। ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের প্রাক্তন ডিরেক্টর এস কে কৌশিকের আশঙ্কা, “তৃতীয় ত্রৈমাসিকেও আর্থিক ফল খারাপ হবে।” তবে কেন্দ্র ঠিক পদক্ষেপ করলে ৬-৯ মাসে বাজার ঘুরে দাঁড়াতে পারে, মত প্রবীণ বাজার বিশেষজ্ঞ অজিত দে-র।
|
এ মাসেই জমি উইপ্রোকে, দাবি পার্থের |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
চলতি মাসেই রাজারহাটে দ্বিতীয় ক্যাম্পাসের জমি হাতে পেতে পারে উইপ্রো। মঙ্গলবার ‘বেঙ্গল লিডস’-এর মঞ্চে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, সংস্থার সঙ্গে হিডকো কথা বলেছে। সাত দিনের মধ্যে জমির দাম পুরোটা মেটাবে উইপ্রো। তাঁর দাবি, জমি দেওয়ার ক্ষেত্রে আর বাধা নেই। প্রসঙ্গত, বিষয়টি ত্বরান্বিত করতে হস্তক্ষেপ করেন পার্থবাবু। উইপ্রো জানিয়েছে, জমি হস্তান্তর কবে হবে জানতে চেয়ে তারা ডিসেম্বরে চিঠি দেয় হিডকোকে। হিডকোর দাবি, এ মাসে চিঠির উত্তরও দেওয়া হয়েছে। চিঠি অবশ্য পায়নি বলে জানিয়েছে উইপ্রো। মঙ্গলবার উইপ্রোর স্থানীয় কর্তৃপক্ষের হাতে সেই চিঠি তুলে দেয় হিডকো। পার্থবাবু বলেন, “বেঙ্গালুরু থেকে সংস্থার অন্যতম কর্তা হরি হেগড়ে ফোন করেন। পরে স্থানীয় কর্তা বিজয় অগ্রবালের সঙ্গে যোগাযোগ করে রাজ্য তথ্যপ্রযুক্তি দফতর ও হিডকো। উইপ্রো জানিয়েছে ৭ দিনের মধ্যে বকেয়া টাকা মেটাবে।” ২০০৯-এ রাজারহাটে জমি পছন্দের পর কাজ শুরুর কথা ছিল দেড় বছরে। কিন্তু ৫০ একরের জন্য প্রথম কিস্তির ১৮ কোটি ৯০,৬২,৫০০ টাকা মেটালেও জমি মেলেনি। এ বার জমি পেতে বাকি ৬২,৫০,০০০ টাকা পরিষেবা কর ও অন্য খাতে দেওয়া হচ্ছে হিডকোকে।
|
নয়াদিল্লির অটো এক্সপো-এ গ্যালপ, হান্টার এবং শার্ক ব্র্যান্ডের বাইক দেখাল কলকাতার ভিবজিওর। তাদের দাবি, ভারতীয় রাস্তার জন্যই এগুলি তৈরি। |