দেড় বছর আগে এলাকায় নদীবাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছিল চাষযোগ্য জমি। তাই চাষিদের কথা ভেবে ১০০ দিন কাজের প্রকল্পে ১৫ বিঘা জমি থেকে বালি তোলার ব্যবস্থা করেছে নলহাটি ২ পঞ্চায়েত সমিতির শীতলগ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েত প্রধান নির্দলের তাইজুদ্দিন মণ্ডল বলেন, “মঙ্গলবার থেকে বালি তোলার কাজ শুরু হয়েছে। ব্লক থেকে ১৫ লক্ষ ৭ হাজার ৬৮৫ টাকা পাওয়া গিয়েছে। প্রায় ১১ হাজার ৩৫৬ জন শ্রমিক কাজ করছেন।” নদীবাঁধ ভেঙে যাওয়ায় প্রায় ১২০০ হেক্টর জমিতে বালি জমে গিয়েছিল। ফলে ওই পঞ্চায়েতের সাহেবনগর, কল্যাণপুর, বেড়াশিমূল, প্রসাদপুর, বারুণীঘাটা গ্রামের ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা ক্ষতিগ্রহ হন। নলহাটি ২ ব্লকের বিডিও গঙ্গাধর দাস বলেন, “১০০ দিন প্রকল্পে জেলা প্রশাসন থেকে ওই কাজের অনুমোদন পাওয়া গিয়েছে। প্রাথমিক ধাপে সাফল্য পাওয়া গেলে পরবর্তীতে অন্য জমি থেকে বালি তোলা হবে।” সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সিপিএমের মসিউর রহমান ববি বলেন, “প্রধানের উদ্যোগ ভাল। এতে এলাকার চাষিরা উপকৃত হবেন।”
|
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। পুলিশ জানায়, মৃতের নাম ফড়িং মাল (৩০)। বাড়ি রামপুরহাট থানার বালিয়া গ্রামে। সোমবার দুপুরে রামপুরহাটে মিছিল সেরে ট্রাকে করে বাড়ি ফিরছিলেন ফড়িংবাবু। রামপুরহাট-দুমকা রোডে, রামপুরহাট থানার কালীডাঙা গ্রামের কাছে ট্রাকটি উল্টে যায়। সাত জন জখম হন। তাঁদের মধ্যে দু’জনকে গুরতর জখম অবস্থায় রামপুরহাটে মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। ওই দিন রাতে ফড়িং মালের মৃত্যু হয়।
|
গ্রাহকদের উন্নততর পরিষেবা দেওয়ার লক্ষ্যে দুবরাজপুর শহরে এটিএম কাউন্টার চালু করল একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক। দুবরাজপুর পুরসভার সামনে মঙ্গলবার এর উদ্বোধন হয়। ব্যাঙ্কের শাখা ম্যানেজার বৃন্দাবন দাস বলেন, “গ্রহকদের সুবিধার্থে এই এটিএমটি খোলা হল।” |