দলসিংপাড়া চা বাগান খোলার ব্যাপারে ত্রিপাক্ষিক বৈঠক ডাকল মহকুমা শ্রম দফতর। বৃহস্পতিবার আলিপুরদুয়ারের সহকারী শ্রম আধিকারিক সুমন্ত শেখর রায় জানান, বুধবার কালচিনি ব্লকের দলসিং পাড়া চা বাগান কতৃপক্ষ শ্রমিক অসন্তোষের কারণ দেখিয়ে বাগান ছেড়ে চলে যান। চা বাগান খোলার জন্য শুক্রবার আলিপুরদুয়ারে শ্রম দফতরের শ্রমিক সংগঠনের নেতা ও মালিকপক্ষকে নিয়ে একটি ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হয়েছে। উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। তিনি বলেন, “বিষয়টি নিয়ে ইতিমধ্যেই জলপাইগুড়ির জেলাশাসক, আলিপুরদুয়ারের মহকুমাশাসক ও জেলা শ্রম আধিকারিকের সঙ্গে আলোচনা করা হয়েছে।”
|
পিকআপ ভ্যানের ধাক্কায় ২ বছরের শিশুর মৃত্যুর ঘটনা ঘটল মালবাজার থানার ডামডিম চা বাগানে। বৃহস্পতিবার সকালে ডামডিম চা বাগানের হাটখোলা লাইনে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, শিশুটির নাম কৃষ্ণ প্রসাদ (২)। সে বাগানের রাস্তায় খেলছিল। এমন সময় গোবর সার ভর্তি একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা মারে বলে অভিযোগ। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। পুলিশ পিক ভ্যান সমেত চালককে আটক করেছে।
|
ট্রাকের সঙ্গে ছোট গাড়ির ধাক্কায় জখম হলেন একটি নাট্যদলের ১২ জন সদস্য। বৃহস্পতিবার দুপুরে আড়াইটে নাগাদ ঘটনাটি ঘটে দমনপুর এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কে। আলিপুরদুয়ার মহকুমা অনগ্রসর শ্রেণি কল্যাণ বিভাগের আধিকারিক অরুণ মিত্র জানান, হ্যামিলটনগঞ্জ ডাকবাংলো এলাকায় ১৭ তম জোনাল আদিবাসী একাঙ্ক নাটক প্রতিযোগিতা চলছে। সেজন্য কুমারগ্রাম ব্লকের ঘাকসাপাড়া এলাকার বীর বিরসা মুণ্ডা অ্যাকাডেমির নাট্যদলটি আসছিল।
|
এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করেছে সীমান্ত রক্ষী বাহিনী। বুধবার সন্ধ্যায় ধৃতকে পুলিশের হাতে তুলে দেয় তাঁরা। ধৃত ফিরোজ আলির বাড়ি বাংলাদেশের বালিয়াডাঙি এলাকায়। কুমারগছ সীমান্ত হয়ে এদেশে ঢোকার সময়ে সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা তাকে ধরে। বৃহস্পতিবার তাকে ইসলামপুরের আদালতে তোলা হয়। |
রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পরে কলেজের ছাত্র সংসদ নির্বাচনে বহিরাগতদের হস্তক্ষেপের প্রবণতা বেড়েছে, এই অভিযোগে জেলাশাসককে স্মারকলিপি দিল বাম ছাত্র মোর্চা। বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলাশাসকের দফতরে বাম ছাত্র মোর্চার তরফে স্মারকলিপি দেওয়া হয়েছে। ছাত্র মোর্চার অভিযোগ, বিভিন্ন কলেজে নির্বাচিত ছাত্র সংসদকে নানা ভাবে হেনস্থা করা সহ সাধারণ ছাত্রছাত্রীকে ভয় দেখাতে শুরু করেছে বহিরাগতদের একাংশ।
|
একটি বহুতলের পেছনে জমা করা আবর্জনায় আগুন লাগায় আতঙ্ক ছড়াল। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে শিলিগুড়ি থানার হিলকার্ট রোড এলাকায়। দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন আয়ত্বে আনে।
|
বৃহস্পতিবার খড়িবাড়ি ব্লকের বিন্যাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার রবীন্দ্রপুর গ্রামের ফরওয়ার্ড ব্লক নেতা নারায়ণ শীলের নেতৃত্বে ১৪ জন কংগ্রেসে যোগ দেন। |