ধাদিকা বিট অফিসের সামনে বনমন্ত্রী |
দলমার দামালদের ক্রমবর্ধমান তাণ্ডব-মোকাবিলায় হাতি ধরার জন্য কেন্দ্রের কাছে আবেদন জানাল রাজ্য! যদিও এখনও সেই অনুমতি মেলেনি। হাতিকে ঝাড়খণ্ডে তাড়িয়ে দিতে আর কী করা যায়, সে জন্য বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে বলে জানান বনমন্ত্রী হিতেন বর্মন। পরামর্শ যত দিন না মেলে, তত দিন হুলাপার্টির সাহায্যেই হাতি তাড়ানো চলবে বলে জানিয়েছেন বনমন্ত্রী। অর্থাৎ, যা ছিল তাই। মাঝে শুধু হাতি ধরার অভিনব এবং আপাত-অসম্ভব প্রস্তাব উত্থাপন। এক নজরে এই হল বৃহস্পতিবার গড়বেতার ধাদিকায় বনমন্ত্রীর সফরের সারকথা। সোমবার ধাদিকা বিট অফিসে হামলা চালান হাতির হানায় ক্ষুব্ধ গ্রামবাসীরা। বৃহস্পতিবার পরিস্থিতি খতিয়ে দেখতেই ধাদিকা এসেছিলেন মন্ত্রী। বন দফতরের আধিকারিকদের পাশাপাশি বন সুরক্ষা কমিটির সদস্য ও সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন তিনি। মন্ত্রীর আবেদন, “সকলকেই সমস্যার কথা বুঝতে হবে। শান্ত ভাবেই পরিস্থিতির মুখোমুখি হতে হবে।”
|
গভীর রাতে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার শাল কাঠ আটক করল কার্শিয়াং বন দফতর। বুধবার গভীর রাতে ওই বন বিভাগের বাগডোগরা রেঞ্জের কর্মীরা কেষ্টপুর এলাকার হালালবস্তিতে অভিযান চালান। বাগডোগরার বিট অফিসার তপন দাস অভিযানে নেতৃত্ব দেন। বাগডোগরার রেঞ্জ অফিসার বিজন তালুকদার জানান, কারা কাঠ পাচার করছিল তা জানার চেষ্টা হচ্ছে। |