টুকরো খবর
ফের শুরু হচ্ছে রামমোহন মেলা
দু’বছর বন্ধ থাকার পরে আজ, শুক্রবার থেকে ফের শুরু হচ্ছে খানাকুলের রামমোহন মেলা। রাজনৈতিক গোলমালের জেরে ১৯৯৮-৯৯ এবং ২০০৯-১০ সালে দু’দফায় বন্ধ ছিল এই মেলা। এ বার মেলা করার জন্য দু’দফায় সর্বদল বৈঠক ডাকে প্রশাসন। সেখানেই সব পক্ষ মেলার ব্যাপারে সম্মতি প্রকাশ করে।১৯৮৭ সাল থেকে প্রাচীন এই মেলার দায়িত্ব নেয় হুগলি জেলা পরিষদ। এ বার অবশ্য তৃণমূল নেতৃত্বের হাতেই মেলার ‘রাশ’। মেলা কমিটির সম্পাদক তথা পুড়শুড়ার তৃণমূল বিধায়ক পারভেজ রহমান বলেন, “সদিচ্ছা থাকলেই যে মেলা চালু করা যায়, এটা তারই প্রমাণ। সন্ত্রাসের গল্প ফেঁদে দু’দু’বার মেলা বন্ধ করে দেওয়া হয়েছিল। আমি বিধায়ক হওয়ার পর থেকেই রামমোহন রায়ের নামাঙ্কিত এই জনপ্রিয় মেলা চালুর ব্যাপারে উদ্যোগী হয়েছি।” মেলা কমিটির প্রাক্তন সম্পাদক তথা প্রাক্তন সিপিএম বিধায়ক বংশীবদন মৈত্রের অভিযোগ, মেলার নামে অবৈধ ভাবে টাকা তোলা হচ্ছে।পারভেজ অবশ্য জানিয়েছেন, এলাকার ব্যবসায়ী ও স্থানীয় মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে চাঁদা দিয়েছেন। আরামবাগের মহকুমাশাসক অরিন্দম নিয়োগী জানান, জেলা পরিষদের কাছ থেকেও এ ব্যাপারে আর্থিক সাহায্য নেওয়া হয়েছে। যদিও জেলা সভাধিপতি সিপিএমের প্রদীপ সাহা বলেন, “আমাকে নিমন্ত্রণ করা হয়েছে ঠিকই। কিন্তু আর্থিক সাহায্য কিছু চাওয়া হয়েছে বলে শুনিনি।”

কংগ্রেস কর্মী প্রহৃত, নালিশ তৃণমূলের বিরুদ্ধে
কংগ্রেস কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে আরামবাগ শহরে। পূর্ব কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা আরশেদ খান স্ত্রীকে নিয়ে এসেছিলেন মহকুমা হাসপাতালে ডাক্তার দেখাতে। সেখান থেকে বেরিয়ে ওষুধ কিনছিলেন তিনি। অভিযোগ, আচমকাই তাঁর উপরে চড়াও হয় কয়েক জন তৃণমূল কর্মী-সমর্থক। শুরু হয় মারধর। স্ত্রীকেও ধাক্কাধাক্কি করা হয়। স্থানীয় ব্যবসায়ীরা এগিয়ে এলে হামলাকারীরা পিঠটান দেয়। আরশেদ বলেন, “হরিণখোলা ১ পঞ্চায়েতের শ’খানেক সিপিআই কর্মী-সমর্থক মাস খানেক আগে কংগ্রেসে যোগ দিয়েছেন। আমিও আছি তাঁদের মধ্যে। তৃণমূলের লোকজন তাদের দলে যোগ দিতে বলেছিল। আমরা না মানায় সেই ক্ষোভ থেকেই বিধানসভা ভোটের পর আমার উপরে প্রায়ই অত্যাচার করে ওরা।” পুলিশের কাছে ৮ জন তৃণমূল কর্মী-সমর্থকের নামে অভিযোগ দায়ের করেছেন তিনি। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আরামাগের কংগ্রেস নেতা প্রভাত ভট্টাচার্য বলেন, “আমাদের দলের কর্মী-সমর্থকদের উপরে তৃণমূলের অত্যাচারের কথা জেলা স্তরে জানানো হয়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গেও বসব।” এ বিষয়ে হরিণখোলা অঞ্চলের তৃণমূল নেতা শেখ মফিজুদ্দিন বলেন, “এ দিনের ঘটনার কথা আমার জানা নেই। তবে ওদের মধ্যে পুরনো আক্রোশ ছিল। তাতেই রাজনীতির রঙ চড়াচ্ছে কংগ্রেস।”

ফলতার গ্রামে প্রহারে মৃত্যু ডাকাতের
লুঠপাট চালিয়ে পালানোর সময় জনতার হাতে ধরা পড়ে গণপ্রহারে মৃত্যু হল এক ডাকাতের। আরও দুই ডাকাতকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে জনতা। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ফলতায় তালান্ডা গ্রামে। ফলতার ডিএসপি পাপিয়া সুলতানা বলেন, “লুঠপাট চালিয়ে পালানোর সময় জনতার প্রহারে মারা যায় এক ডাকাত। মৃত রিয়াজ আলি দপ্তরি (৫৫) ডায়মন্ড হারবারের নারায়ণতলা গ্রামের বাসিন্দা। ধৃত দু’জনের নাম মইউদ্দিন মণ্ডল জাকির খানসামা। দু’জনেরই বাড়ি উস্থির শেরপুর গ্রামে। এই ঘটনায় একটি ডাকাতির মামলা রুজু হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।” বৃহস্পতিবার ধৃত দু’জনকে ডায়মন্ড হারবার আদালতে তোলা হলে তাদের ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেন বিচারক।

শ্রীরামপুর বইমেলা
কাল, শনিবার থেকে শুরু হবে শ্রীরামপুর বইমেলা। চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। শ্রীরামপুর স্টেশন-লাগোয়া আরএমএস ময়দানে ওই বইমেলা অনুষ্ঠিত হবে। শ্রীরামপর পুরসভা পরিচালিত বইমেলাটি এ বার দ্বিতীয় বছরে পা দিল।

কবিতার আসর
জগৎবল্লভপুর বইমেলার শেষ দিন, পয়লা জানুয়ারি মেলা প্রাঙ্গণে কবি সম্মেলনের আয়োজন করা হয়েছিল। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও কলকাতা থেকে পঞ্চাশ জন কবি এসেছিলেন বলে জানিয়েছেন মেলার উদ্যোক্তারা। সকলেই স্বরচিত কবিতা পাঠ করেন।

বিজেপির দাবি
ফসলের ন্যায্য দাম, সারের কালোবাজারি বন্ধ-সহ কয়েক দফা দাবিতে বৃহস্পতিবার শ্রীরামপুর, চন্দননগর, চুঁচুড়া ও আরামবাগের মহকুমাসাশকের কাছে স্মারকলিপি দিল বিজেপি। মিছিলও করে তারা।

দুই দুষ্কৃতী গ্রেফতার
গাঁজা বিক্রি ও টাকা ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার হল দুই দুষ্কৃতী। বৃহস্পতিবার, ডুমুরজলা স্টেডিয়ামের মাঠ থেকে। ধৃত মন্টু ঘোষ ওরফে পেলে ও পঙ্কজ শর্মার কাছে ৮ কেজি গাঁজা ও আগ্নেয়াস্ত্র মিলেছে। পুলিশ জেনেছে, ৩০ নভেম্বর কাসুন্দিয়ার এক প্রোমোটার হরেন্দ্রপ্রসাদ ভগতকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ৫৯ হাজার টাকা ছিনতাই করে মন্টু ও পঙ্কজ-সহ কয়েক জন। এর পরেই পুলিশ ছিনতাইয়ে জড়িত অভিযোগে সৌমিত্র খান নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে। তার কাছ থেকেই মন্টু ও পঙ্কজের নাম জানা যায়।

চোরাই মাল উদ্ধার
কয়েক লক্ষ টাকার চোরাই পিতল, লোহার যন্ত্রাংশ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার, মালিপাঁচঘরার চরা ঘাট থেকে। এই ঘটনায় জড়িত অভিযোগে অনিল সাউ নামে এক ব্যক্তি গ্রেফতার হয়েছে। পুলিশ জানায়, এ দিন গোপন সূত্রে খবর পেয়ে জে এন মুখার্জি রোডের চরা ঘাটে হানা দেয় পুলিশ। সেই সময়ে নৌকো বোঝাই করে নিয়ে আসা পিতল ও লোহার যন্ত্রাংশ ঘাটে নামাচ্ছিল চার ব্যক্তি। পুলিশকে দেখে তিন জন জলে ঝাঁপ দিলেও অনিল ধরা পড়ে যায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.