টুকরো খবর
প্রতিরক্ষায় দিল্লিকে গুরুত্ব ওবামার
ভারতের সঙ্গে দীর্ঘমেয়াদি প্রতিরক্ষা সমঝোতার ঘোষণা এবং চিনকে বিপজ্জনক বলে চিহ্নিত করে একটি দলিল প্রকাশ করল পেন্টাগন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নিজে পেন্টাগনে হাজির হয়ে ওই দলিল প্রকাশ করলেন আজ। ওবামা এমনিতে পেন্টাগনে খুব বেশি যান না। ফলে ‘আন্তর্জাতিক নেতৃত্বে আমেরিকা, একুশ শতকের অগ্রাধিকার’ নামক আট পাতার দলিলটি প্রকাশ করতে তাঁর উপস্থিতিকে আলাদা গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে। চিনকে বিপজ্জনক বলে চিহ্নিত করার পাশাপাশি ভারত মহাসাগরীয় এলাকায় নিরাপত্তার স্বার্থে ভারতের সঙ্গে কৌশলগত সমঝোতা এগিয়ে নিয়ে যাওয়ার উপরে জোর দেওয়া হয়েছে দলিলে। সম্প্রতি নিজের ‘আপত্তি সহকারে’ই বিতর্কিত প্রতিরক্ষা বিলে সই করেছেন ওবামা। এ দিন কিন্তু সন্ত্রাস দমনের লড়াই অক্ষুণ্ণ রেখেও সামরিক ব্যয়ে কিছুটা কাটছাঁট করার ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট। “যুদ্ধের ঢেউ থিতিয়ে আসছে” বলে মন্তব্য করে সেনবাহিনীর ব্যয় ও সঙ্কুচিত করার কথা বলেছেন তিনি।

মাদাম তুসোয় এ বার মাধুরী
মাদাম তুসোর সংগ্রহশালায় বলিউড অভিনেতা-অভিনেত্রীদের মূর্তি-দলে এ বার দেখা যাবে মাধুরী দীক্ষিতকেও। এখানে অমিতাভ বচ্চন, ঐশ্বর্যা রাই বচ্চন, শাহরুখ খান, সলমন খানের মোমের মূর্তি তো ছিলই। সম্প্রতি হৃত্বিক রোশন, এবং করিনা কপূরের মূর্তিও তৈরি হয়েছে। এ বার কর্তৃপক্ষ মাধুরী দীক্ষিতের মূর্তি তৈরি করবেন। তাঁরা জানিয়েছেন, মাধুরীর মতো নায়িকাকে সম্মান জানাতে পেরে তাঁরা ধন্য। খবর পেয়ে উচ্ছ্বসিত মাধুরী এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, দারুণ লাগছে। এটা অসাধারণ স্বীকৃতি। আরও ভাল লাগছে এটা ভেবে যে আমার অনেক ‘হিরো’র সঙ্গে এ বার আমাকেও দেখা যাবে! মার্চ মাসে লন্ডনে নিজের মূর্তি উন্মোচন করতে আসবেন মাধুরী।”

৫ বিস্ফোরণে বাগদাদে হত ৭২
পরপর পাঁচটি বিস্ফোরণে আজ বাগদাদে নিহত হলেন অন্তত ৭২ জন। আহত হয়েছেন প্রায় ৭০ জন। এর মধ্যে অন্তত দু’টি ক্ষেত্রে গাড়ি এবং রাস্তার ধারে বোমা রেখে বিস্ফোরণ ঘটানো হয়। সবক’টি বিস্ফোরণস্থল শিয়া অধ্যুষিত। ফলে, আজকের বিস্ফোরণের জেরে শিয়া ও সুন্নিদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা করছেন ইরাকের রাজনীতিকদের একাংশ। ওই রাজনীতিকদের দাবি, আমেরিকা সেনা প্রত্যাহার করে নেওয়ার পরেই ইরাকে হিংসা বেড়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.