উদ্বোধনের পরে দশ দিন কাটলেও বালুরঘাটের জেলা হাসপাতালে চালু হল না সিক নিউবর্ন কেয়ার ইউনিট। ১৪ শয্যার অত্যাধুনিক সদ্যোজাত শিশু পরিচর্যার নবনির্মিত ওয়ার্ডটি ২৫ ডিসেম্বর উদ্বোধন করেন কারামন্ত্রী শঙ্কর চক্রবর্তী। দু কোটি টাকার অত্যাধুনিক যন্ত্রপাতি-সহ বেবি ওয়ার্মার, ওয়াল মাউন্ট বেবি ওয়ার্মার, ফটোথেরাপি মেশিন ওয়ার্ডটিতে বসানো হয়। উদ্বোধনের পরে ওয়ার্ডটি ৩ দিন ধরে জীবাণুমুক্ত করে ২৯ ডিসেম্বর চালু করা হবে বলে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসিত মণ্ডল ঘোষণা করেছিলেন। ৩ বিশেষজ্ঞ চিকিৎসক ও ৮জন নার্সকে এসএনসিউতে নিয়োগ করা হয়েছে বলেও জানিয়েছিলেন তিনি। এখন স্বাস্থ্য দফতরের যুক্তি, কর্মীর অভাবে বিভাগটি চালু করা যাচ্ছে না। জেলা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত দশ দিনে হাসপাতাল ৭টি সদ্যোজাত শিশুর মৃত্যু হয়েছে। সুপার বুদ্ধদেব মন্ডল বলেন, “৮ জন নার্সের মধ্যে চার জন কাজে যোগ দিয়েছিলেন। ২ জন ছুটিতে চলে যান। আজ অবধি তাঁরা কাজে যোগ দেননি। কর্মীর অভাবে বিভাগটি চালু করা যাচ্ছে না।” কম ওজন, শ্বাসকষ্ট-সহ নানা উপসর্গের কারণে ওই ৭টি শিশু মারা গিয়েছে বলে সুপার জানান। ঘটনার কথা শুনে কলকাতা থেকে কারামন্ত্রী শঙ্কর চক্রবর্তী বলেন, “খোঁজ নিয়ে দ্রুত ওই বিভাগটি চালুর জন্য প্রশাসনের সঙ্গে কথা বলব। কম ওজনের অসুস্থ শিশুদের চিকিৎসার জন্যই ওই ওয়ার্ড তৈরি হয়েছে।” বিষয়টি তিনি খোঁজ নেবেন বলে কারামন্ত্রী জানান। মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন, “অন্য স্বাস্থ্যকেন্দ্র থেকেন নার্সদের ওই বিভাগের প্রশিক্ষণ দিয়ে আনা হয়েছিল। শীঘ্রই তাদের কাজে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।”
|
নিজস্ব সংবাদদাতা • বাউড়িয়া |
একটি মানবাধিকার সংগঠনের উদ্যোগে প্রতিবন্ধীদের হুইল চেয়ার দেওয়া হল। সোমবার বাউড়িয়ায় ওই অনুষ্ঠানে সংগঠনের তরফে জানানো হয়, সরকারি সাহায্য থেকে বঞ্চিত এমন কেউ তাঁদের কাছে আবেদন জানালে, সাহায্য করা হবে। |