|
|
|
|
টুকরো খবর |
রাতে ফের ট্রেন চালুর উদ্যোগ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
খড়্গপুরে রেলের বৈঠক |
জ্ঞানেশ্বরী-কাণ্ডের পরে দেড় বছর ধরে রাতের ট্রেন চলাচল বন্ধ ছিল জঙ্গলমহলে। সম্প্রতি আদ্রা লাইনে ফের রাতের ট্রেন চালু হয়েছে। এ বার টাটালাইনেও রাতের ট্রেন চালানোর উদ্যোগ শুরু হল। সংশ্লিষ্ট এলাকার নিরাপত্তা খতিয়ে দেখতে মঙ্গলবার দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর ডিভিসনের রেলওয়ে ম্যানেজারের অফিসে এক বৈঠক হল। উপস্থিত ছিলেন ডিআরএম রাজীবকুমার কুলশ্রেষ্ঠ, পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠি, ঝাড়গ্রাম পুলিশ জেলার সুপার গৌরব শর্মা, খড়্গপুরের রেলওয়ে পুলিশ সুপার শঙ্কর চক্রবর্তী প্রমুখ। দুপুরে প্রায় দু’ঘন্টা ধরে বৈঠক চলে। বৈঠকে সংশ্লিষ্ট এলাকার পরিস্থিতির পর্যালোচনা করা হয়। নিরাপত্তা ব্যবস্থা কী রকম, কোনও সমস্যা রয়েছে কি না, সে সব নিয়েই আলোচনা হয়। রেল সূত্রে খবর, বৈঠকে উপস্থিত সকলেই একমত হন যে এ বার টাটালাইনে রাতে ফের ট্রেন চলাচল শুরু করা যেতে পারে। তেমন কোনও সমস্যা নেই। জানা গিয়েছে, বিষয়টি এ বার রাজ্য সরকারকে জানানো হবে। সরকার সবুজ সংকেত দিলেই ওই রুটে ফের রাতের ট্রেন চলবে।
|
ত্রিবার্ষিক সম্মেলন
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
প্রগতি লেখক সঙ্ঘের তালবাগিচা শাখার প্রথম ত্রিবার্ষিক সম্মেলন হল সোমবার। খড়্গপুর শহরের তালবাগিচায় ‘সব পেয়েছির আসর’ প্রাঙ্গণে ভূপেন হাজারিকা মঞ্চে সম্মেলনে কবিতা, গল্প, প্রবন্ধ পাঠের পাশাপাশি প্রকাশিত হয় সাহিত্য পত্রিকা। সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন শাখা সম্পাদক বিনিময় কুণ্ডু। সাহিত্য পাঠ করেন সুনীল মাজি, দোদুল চৌধুরী, মধুসূদন দাস প্রমুখ। অনুষ্ঠানে যোগ দেন দুর্গাচরণ ভট্টাচার্য, সোনা বিশ্বাস, শীলু শীল। বক্তব্য রাখেন প্রগতি লেখক সঙ্ঘের রাজ্যকমিটির সদস্য অচল হালদার। সম্মেলনে সভাপতিত্ব করেন মনোজ চক্রবর্তী। শেষে ১৩ জনের তালবাগিচা শাখা কমিটি গঠিত হয়। সভাপতি, সম্পাদক ও কোষাধ্যক্ষ মনোনীত হন মনোজ চক্রবর্তী, চঞ্চল ভট্টাচার্য ও সলিল বন্দ্যোপাধ্যায়।
|
স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মেদিনীপুর টাউন স্কুলের (বালক) ১২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হল মঙ্গলবার। এই উপলক্ষে বিদ্যালয়ের ‘দরিদ্র ভাণ্ডার’ থেকে শীতবস্ত্র বিতরণ ও রোগীদের ফল বিতরণ করা হয়। সেই সঙ্গে গভীর নলকূপের মাধ্যমে পানীয় জল-প্রকল্পেরও উদ্বোধন হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) সুব্রত মাইতি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিবেকানন্দ চক্রবর্তী, পরিচালন সমিতির সভাপতি হরিপদ সিংহ প্রমুখ। সম্প্রতিই নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান হল খড়্গপুর শহরের তালবাগিচা প্রাথমিক বিদ্যালয়ে। এই উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল। যোগ দেয় স্কুলের ছাত্র-ছাত্রীরাই। |
|
|
|
|
|