কালীঘাট মন্দির নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ভর্ৎসনার পরেই নড়ে বসল রাজ্য। সোমবার দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান-সহ পুরসভা ও অন্য দফতরের আধিকারিকেরা আদি গঙ্গা ও ওই মন্দির ঘুরে দেখেন। পরীক্ষা করা হয় মন্দিরের পাশের পুকুর ও আদি গঙ্গার জল। এক মাসের মধ্যেই আদি গঙ্গার সংস্কার-সহ মন্দিরের সব দূষণ রোধ করা সম্ভব বলে মঙ্গলবার প্রধান বিচারপতি জয়নারায়ণ পটেলকে জানান পর্ষদের আইনজীবী নয়নচাঁদ বিয়ানি। প্রধান বিচারপতি জানান, আদি গঙ্গার জল একেবারেই ব্যবহারযোগ্য নয়। পর্ষদের আইনজীবী হাইকোর্টকে জানান, তাঁদের কিছু সময় লাগবে। শুক্রবার পর্ষদ হাইকোর্টে একটি রিপোর্ট জমা দেবে। রাজ্য সরকারের কোন দফতর কোন কাজ করবে, তাতে তা জানানো হবে। রিপোর্ট দেখে হাইকোর্ট যা নির্দেশ দেবে, রাজ্য তা অবিলম্বে পালন করবে বলে জানান পর্ষদের আইনজীবী।
|
|
|
ব্যাঘ্রগর্জন: শীতের দুপুরে রয়্যাল বেঙ্গল।
মঙ্গলবার, চিড়িয়াখানায়। ছবি: দেশকল্যাণ চৌধুরী |
মুকুটমণিপুরে বনপুকুরিয়া ডিয়ার পার্কে
অভিজিৎ সিংহের তোলা ছবি। |
|