ঘুষ নেওয়ার অভিযোগে কেন্দ্রীয় আবগারি দফতরের সুপারিনটেন্ডেন্ট পদের এক অফিসারকে গ্রেফতার করেছে সিবিআই। দিল্লি থেকে লালন ওঝা নামে ওই অফিসারকে গ্রেফতার করে মঙ্গলবার পাটিয়ালা আদালতে তোলা হয়। গ্রেফতার হয়েছে হেমন্ত গাঁধী নামে এক দালালকে। ঘুষ-কাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে আবগারি দফতরের কমিশনার অনুপ শ্রীবাস্তবের বিরুদ্ধেও। সিবিআই সূত্রে খবর, গত বছরের শেষে মোবাইল ফোনের এক ব্যবসায়ীর দফতরে দলবল নিয়ে হানা দিয়েছিলেন লালন। অভিযোগ, তল্লাশি অভিযানের বিষয়টি কোথাও নথিভুক্ত করা হয়নি। হেমন্তের মাধ্যমে তাঁকে ভয় দেখিয়ে তাঁর কাছে দু’কোটি টাকা চাওয়া হয়। আলোচনায় রফা হয় ৬০ লক্ষ টাকায়। সিবিআইয়ের মুখপাত্র জানান, হেমন্তকে ৪০ লক্ষ টাকা দেন ওই ব্যবসায়ী। সোমবার তার থেকেই তিন লক্ষ টাকা লালনের কাছে পৌঁছে দেন হেমন্ত। তখনই দু’জনে সিবিআইয়ের হাতে ধরা পড়ে যান।
|
এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ধরল পুলিশ। মঙ্গলবার সকালে ধুবুরির দক্ষিণ শালমারায় বাংলাদেশ সীমান্তের বড়াইকান্দি এলাকা থেকে বিএসএফের হাতে ধরা পড়ে ওই বাংলাদেশি নাগরিক। এরপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হলে পুলিশ তাকে গ্রেফতার করে। ৪০ দিন আগে বাংলাদেশের কুড়িগ্রামের রৌমারি থানার কাউনেচর গ্রামের বাসিন্দা মজনু মিয়াঁ নামে ওই ব্যক্তি ভারতে ঢুকে বড়াইকান্দি এলাকায় এক বাড়িতে যান। তার কাছ থেকে কিছু বাংলাদেশি টাকা উদ্ধার হয়েছে।
|
ম্যাঙ্গালোরে ৭৫ লক্ষ ক্ষতিপূরণ-নোটিস |
ম্যাঙ্গালোরের বিমান-দুর্ঘটনায় মৃতদের পরিবারকে অন্তত ৭৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার আবেদন বিবেচনার জন্য কেন্দ্র ও এয়ার ইন্ডিয়াকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। ২০১০ সালের মে মাসে ম্যাঙ্গালোরের বিমান দুর্ঘটনায় ১৫৮ জনের মৃত্যু হয়। মৃতদের পরিবারকে ক্ষতিপূরণের ব্যাপারে এপ্রিলে চূড়ান্ত শুনানি হবে বলে জানিয়েছে বিচারপতি দলবীর ভাণ্ডারীর নেতৃত্বাধীন বিশেষ বেঞ্চ।
|
গো-হত্যা রুখতে আইন আরও কঠোর করল বিজেপি-শাসিত মধ্যপ্রদেশ সরকার। নয়া আইনে, কারাবাসের সময়সীমা তিন থেকে বাড়িয়ে সাত বছর করা হয়েছে। জরিমানা দিতে হবে ন্যূনতম পাঁচ হাজার টাকা। সরকারি সূত্রে খবর, ২০১০ সালে গো-হত্যা প্রতিরোধ আইনের (২০০৪) সংশোধনী বিধানসভায় পাশ করে রাজ্য। গত ডিসেম্বরে রাষ্ট্রপতি সংশোধনীগুলিতে সায় দেন।
|