নতুন বছরের শুরুটা ভালই হচ্ছে শেয়ার বাজারের। সোমবার, ২০১২-র প্রথম লেনদেনের দিন সেনসেক্স উঠেছিল ৬৩ পয়েন্ট। আর দ্বিতীয় দিন, মঙ্গলবার তার ঝুলিতে যোগ হল আরও প্রায় ৪২১। দিনের শেষে সূচক থেমেছে ১৫,৯৩৯.৩৬ অঙ্কে। বাজার বিশেষজ্ঞরা জানান, আর্থিক বৃদ্ধিতে গতি আনতে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর আগামী দিনে সুদ কমানোর ইঙ্গিত দেওয়াতেই এ দিন উৎসাহী হয় বাজার। ইন্ধন জুগিয়েছে বিদেশি নাগরিকদের সরাসরি ভারতের শেয়ার বাজারে লগ্নি করতে দেওয়ার কেন্দ্রীয় সিদ্ধান্তও। এ দিন বিশ্বের অন্যান্য শেয়ার বাজারও ছিল চাঙ্গা। সেই কারণেও এ দেশের লগ্নিকারীদের অনেকটাই নিশ্চিন্ত থাকতে দেখা গিয়েছে, জানিয়েছে বাজার সূত্র। সূচক নিফটিও ১২৮.৫৫ পয়েন্ট বাড়ে। এ দিকে, গত তিন দিনের টানা পতনের পর এ দিন এক ডলারের দামও ৯ পয়সা বেড়ে দাঁড়ায় ৫৩.২১/২২ টাকায়। শেয়ার বাজারের উত্থান ও রফতানিকারীদের ডলার বিক্রির জেরই এর কারণ বলে জানিয়েছে বিদেশি মুদ্রা লেনদেনের বাজার সূত্র। অন্য দিকে, আমেরিকা-ইরানের কাজিয়া তেলের জোগানে ব্যাঘাত ঘটাতে পারে, এই আশঙ্কায় এ দিন বিশ্ব বাজারে তেলের দাম ব্যারেলে ১০১ ডলার ছাড়িয়ে গিয়েছে।
|
এক অ্যাকাউন্ট নম্বরে ব্যাঙ্ক বদল চালুর ভাবনা |
মোবাইল নম্বর ও স্বাস্থ্য বিমার পর, এ বার সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টেও ‘পোর্টেবিলিটি’ (অ্যাকাউন্ট নম্বর এক রেখে ব্যাঙ্ক বদল) চালুর কথা ভাবছে কেন্দ্র। কেন্দ্রীয় আর্থিক পরিষেবা বিভাগের সেক্রেটারি ডি কে মিত্তল মঙ্গলবার এ কথা জানান। তিনি বলেন, “বিষয়টি নিয়ে আলোচনা চালাচ্ছে অর্থমন্ত্রক। বর্তমানে কিছু প্রযুক্তিগত সমস্যার রয়েছে। সেগুলি মিটলেই এই ব্যবস্থা চালু করা যাবে।” মিত্তল জানান, ‘পোর্টেবিলিটি’ চালু করতে গেলে প্রতিটি ব্যাঙ্কের আইডেন্টিফিকেশন কোড (বিশেষ চিহ্নিতকরণ নম্বর), গ্রাহকদের তথ্য (নো ইওর কাস্টমার) এবং কোর ব্যাঙ্কিং পরিষেবায় কিছু পরিবর্তন আনতে হবে। যাতে অ্যাকাউন্ট নম্বর এক রেখে ব্যাঙ্ক বদল করতে গেলে গ্রাহককে ফের নতুন করে নিজের তথ্য জমা দিতে না হয়। কেন্দ্র যত দ্রুত সম্ভব সমস্যাগুলি মিটিয়ে এই ব্যবস্থা চালু করতে চায় বলে দাবি মিত্তলের। গত অক্টোবরেই সেভিংস অ্যাকাউন্টের সুদের উপর থেকে নিয়ন্ত্রণ তুলে নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। তার পরই বেশ কিছু ব্যাঙ্ক এই জমায় সুদ বাড়িয়ে ৭% পর্যন্ত করেছে। এ বার ‘পোর্টেবিলিটি’ চালু হলে, গ্রাহকরা নিজের পছন্দমতো ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট সরিয়ে নিতে পারবেন। ফলে তাঁরা বেশি সুদ পাওয়ার পাশাপাশি, ব্যাঙ্কগুলির সামনেও আমানত বাড়ানোর সুযোগ খুলে যাবে।
|
অবশেষে ‘ডি১’, ‘ডি৩’ ব্লক বাদে কৃষ্ণা গোদাবরী (কেজি ডি৬) বেসিনের অন্যান্য অংশ থেকে গ্যাস উত্তোলনের জন্য রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ-এর অতিরিক্ত ১৫২.৯ কোটি ডলারের লগ্নি প্রস্তাবে সায় দিল কেন্দ্র। মঙ্গলবার তেল মন্ত্রক ও নিয়ন্ত্রক ডি জি এইচ-এর বৈঠকে সিদ্ধান্ত হয়। |