‘মৈত্রী’র ইঞ্জিনের ধাক্কা বাসে, মৃত ৩ |
মৈত্রী এক্সপ্রেসের ইঞ্জিনের ধাক্কায় একটি বাসের তিন যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৪০ জন। চুয়াডাঙ্গার স্টেশন মাস্টার আব্দুল খালেক জানান, ঢাকাগামি মৈত্রী এক্সপ্রেস নিয়ে আসতে একটি ইঞ্জিন চুয়াডাঙ্গা থেকে দর্শনার দিকে যাচ্ছিল। হঠাৎপাড়া রেলগেটে ইঞ্জিনটির সঙ্গে একটি বাসের সংঘর্ষ হয়। বাসটির পাশাপাশি ট্রেনের ইঞ্জিনও ক্ষতিগ্রস্ত হয়েছে। মৃতদের মধ্যে আব্দুল মালেক চুয়াডাঙ্গা ও ওয়াসিম আলি কুষ্টিয়ার বাসিন্দা। তৃতীয় ব্যক্তির পরিচয় জানা যায়নি। স্থানীয় বাসিন্দাদের দাবি, হঠাৎপাড়া রেলগেটে স্থায়ী গেটম্যান না থাকায় এই দুর্ঘটনা হয়েছে। আগে দুর্ঘটনা হওয়া সত্ত্বেও এই বিষয়ে রেল কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেননি।
|
ভুল মানচিত্রই মার্কিন সাইটে |
মার্কিন বিদেশ দফতরের ওয়েবসাইটে ভারতের মানচিত্র নিয়ে বিতর্ক রয়েই গেল। এর আগে জম্মু-কাশ্মীরের একটা অংশকে পাকিস্তানের বলে দেখানোয় তীব্র প্রতিবাদ জানিয়েছিল ভারত। ওবামা প্রশাসন একে তখন ‘অনিচ্ছাকৃত ভুল’ আখ্যা দেয়। সেটির বদলে ওই সাইটে নতুন যে মানচিত্র আজ দেওয়া হয়েছে, তাতে নিয়ন্ত্রণ রেখাকে বিন্দু-রেখা দিয়ে দেখানো হয়েছে, যার অর্থ দাঁড়ায় জম্মু-কাশ্মীরের ওই অংশ ভারতের নয়, একটি বিতর্কিত অঞ্চল। ভারত এখনও এ নিয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি।
|
ধর্মস্থান লক্ষ্য করে বোমা নিউ ইয়র্কে |
অজ্ঞাতপরিচয় কিছু দুষ্কৃতীর তাণ্ডবে আতঙ্ক ছড়িয়েছে নিউ ইয়র্কের কুইন্স এলাকায়। রবিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কুইন্সের চারটি জায়গায় বোতল বোমা ছুড়ে আগুন লাগিয়ে দেয় কিছু যুবক। একটি বাড়ি ও সব্জির দোকান ছাড়াও আক্রমণের লক্ষ্য ছিল দুটি ধর্মস্থান। হতাহতের খবর নেই। দুই ধর্মস্থানেও বড় কোনও ক্ষতি হয়নি। গোপন ভিডিও ক্যামেরার ফুটেজ দেখে এক দুষ্কৃতীর স্কেচ আঁকিয়ে প্রকাশ করেছে পুলিশ।
|
তালিবান দফতর খুলতে চায় কাতারে |
কাতারে একটি রাজনৈতিক দফতর খোলার বিষয়ে তারা প্রাথমিক ভাবে কিছুটা এগিয়েছে বলে আফগানিস্তানের তালিবান জঙ্গিরা জানিয়েছে। তালিবানের মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ একটি ই মেলে জানান, আন্তর্জাতিক মহলের সঙ্গে যোগাযোগ বাড়াতেই ওই দফতর খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছেন কূটনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। |