|
|
|
|
আপনার আজকের দিনটি |
|
|
মেষ: প্রশিক্ষণে কৃতিত্বের সূত্রে একাধিক কর্মসংস্থানের সম্ভাবনা। দুঃস্থকে অর্থসাহায্য করতে গিয়ে বিপত্তির আশঙ্কা। অতিরিক্ত উচ্চভিলাষের জেরে সমস্যায় পড়তে হতে পারে। |
|
|
|
বৃষ: ব্যবসায় জটিলতা অস্থিরতার কারণ হতে পারে। হারানো দ্রব্যার্থ ফিরে পাওয়ার সম্ভাবনা। পিত্তপ্রকোপ ও বক্ষঃপীড়ায় দুর্ভোগ। |
|
|
|
মিথুন: কর্মে সুনাম ও প্রতিপত্তি বৃদ্ধি। বৃত্তিগত প্রশিক্ষণে কৃতিত্ব ও বিকল্প কর্মসংস্থানের সম্ভাবনা। আন্তরিক ব্যবহারে অন্যদের প্রভাবিত করে কার্যোদ্ধার। |
|
|
|
কর্কট: সৃষ্টিকর্মে মৌলিক চিন্তার স্বীকৃতি। পুরোনো কোনও ভুলের মাসুল দিতে হতে পারে। অনিদ্রাজনিত রোগে সমস্যা। |
|
|
|
সিংহ: কর্মক্ষেত্রে শ্রম ও অধ্যবসায়ের মূল্য থেকে বঞ্চিত হওয়ায় হতাশা। কোনও দুঃসংবাদে পারিবারিক অনুষ্ঠানে ছন্দপতনের আশঙ্কা। গ্ল্যান্ডের সমস্যায় দুর্ভোগ। |
|
|
|
কন্যা: কর্মক্ষেত্রে বহু শ্রমের বিলম্বিত পুরস্কার প্রাপ্তির সম্ভাবনা। পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদে সংসারে গোলযোগ। সন্তানের হীনস্বাস্থ্যের জন্য চিকিৎসায় বহু ব্যয়। |
|
|
|
তুলা: প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সূত্রে একাধিক কর্মসংস্থানের সম্ভাবনা। দুর্জনের অপচেষ্টা দমন করে অগ্রগতি। সপরিবার দূরভ্রমণের পরিকল্পনা। |
|
|
|
বৃশ্চিক: সৃষ্টিশীল কাজে সাফল্য ও সম্মান লাভের যোগ। ভাইবোনের সঙ্গে সম্পর্কের উন্নতি। শেয়ারে আপাতত বিনিয়োগ না-করাই ভাল। |
|
|
|
ধনু: ভাগ্যোদয়ের আশায় কর্মস্থল বদলের প্রচেষ্টা সফল হতে পারে। নতুন সম্পত্তি কেনার সিদ্ধান্ত স্থগিত রাখাই সমীচীন। উপস্থিতবুদ্ধিতে শত্রুর মোকাবিলা। |
|
|
|
মকর: সৃষ্টিশীল কাজের স্বীকৃতি জুটতে পারে। পুরনো কোনও সমস্যার সমাধানের সম্ভাবনা। সাহসের জোরে শত্রুর ফাঁদ কেটে কার্যোদ্ধার। |
|
|
|
কুম্ভ: কর্মক্ষেত্রে কর্মকুশলতার স্বীকৃতির ইঙ্গিত। বন্ধুবেশী দুর্জনের ছলচাতুরীতে ভুলে প্রতারিত হওয়ার আশঙ্কা। অর্শজাতীয় রোগে ভোগান্তি। |
|
|
|
মীন: স্বনির্ভর প্রকল্পে সাফল্য ও উন্নতি। ভাইয়ের সঙ্গে মনোমালিন্যের জন্য সম্পর্কহানি। গুরুজনের দেহারোগ্যের জন্য স্বাস্থ্যকর স্থানে ভ্রমণের পরিকল্পনা। |
|
|
|
|
|
|
|
|
|
|
|
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website
may be copied or reproduced without permission. |
|