বালির একটি ঝিল থেকে শনিবার দুপুরে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, এ দিন দুপুরে ৬ নম্বর জাতীয় সড়কের পাশে ঝোপ-জঙ্গলের ভিতরে সিসিআর ঝিলে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয় মানুষ। তাঁরাই বালি থানায় খবর দেন। পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানায়, আনুমানিক ৪০ বছর বয়সের ওই ব্যক্তির কয়েক দিন আগেই মৃত্যু হয়েছে। তবে তাঁর দেহে কোনও আঘাতের চিহ্ন নেই। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।
|
খড়দহে বোমাবাজি ও খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম সন্তোষ নায়েক ও বোঁচা। শনিবার বিকেলে তাদের গ্রেফতার করেছে খড়দহ থানার পুলিশ। গত রবিবার বোমাবাজির ঘটনায় ভোমর দাস ওরফে ভোমরা নামে এক ব্যক্তির মৃত্যু হয়। পুলিশের দাবি, ধৃতেরা জেরায় তাদের অপরাধের কথা স্বীকার করেছে। |