প্যারাগুয়ের ফের্নান্দো লুগা, ব্রাজিলের দিলমা রুমেফ, ভেনেজুয়েলার উগো চাভেস এবং আর্জেন্তিনার ক্রিস্টিনা ফার্নান্ডেজ দে কার্চনার। লাতিন আমেরিকার চার বামপন্থী রাষ্ট্রপ্রধান কর্কট রোগে আক্রান্ত। সমাপতন দিয়া এই ঘটনার ব্যাখ্যা করিবেন, উগো চাভেস তত কাঁচা ছেলে নহেন। তিনি মার্কিন ষড়যন্ত্রটি ধরিয়া ফেলিয়াছেন। বলিয়াছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ক্যানসার ছড়াইবার প্রযুক্তি আবিষ্কার করিয়াছে। সাচ্চা বামপন্থীর ন্যায় কথা। শাবাশ। ষড়যন্ত্র করিয়া যে কত কিছুই ভেস্তাইয়া দেওয়া যায়, আর কেহ না জানুক, বাঙালি জানে। সৌরভের আগে-পরে কোনও বাঙালি সে ভাবে টেস্ট খেলিতে পারিল না কেন? অবাঙালিদের ষড়যন্ত্রে। পশ্চিমবঙ্গের উন্নয়ন স্তব্ধ হইয়া গেল কেন? কেন্দ্রের ষড়যন্ত্রে। শুধুমাত্র ষড়যন্ত্রের কারণে বাঙালির ব্যবসা হইল না, প্রধানমন্ত্রী হওয়া হইল না, জনগণতান্ত্রিক বিপ্লব হইল না, রাজ্যে শিল্পায়ন হইল না। ষড়যন্ত্রের ফলেই কত লিটল ম্যাগাজিন মহীরুহ হইতে পারিল না, কত পৃথুলা স্লিম হইতে পারিলেন না, বামফ্রন্ট ক্ষমতা ধরিয়া রাখিতে পারিল না। বাঙালির সহিত চাভেসের একটিই পার্থক্য তিনি শুধু মার্কিন ষড়যন্ত্রের শিকার। বাঙালির বিরুদ্ধে গোটা দুনিয়াই ষড় করিয়াছে। |