মেমোগেট নিয়ে বিপাকে পাক সরকার
সংবাদসংস্থা • ইসলামাবাদ |
মেমোগেট কেলেঙ্কারির তদন্তের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানাবে পাকিস্তান সরকার। মেমোগেট কেলেঙ্কারির জন্য শুক্রবার তিন সদস্যের বিচারবিভাগীয় কমিশন গঠনের নির্দেশ দিয়েছে পাক সুপ্রিম কোর্ট। সম্প্রতি একটি স্মারকলিপি প্রকাশিত হওয়ায় বিপাকে পড়ে পাক সরকার। ওই স্মারকলিপিতে পাক সেনার অভ্যুত্থান রুখতে পাক সরকার মার্কিন সাহায্য চেয়েছিল বলে অভিযোগ। পাক বংশোদ্ভূত মার্কিন ব্যবসায়ী মনসুর ইজাজ দাবি করেন, ওয়াশিংটনে পাক রাষ্ট্রদূত হুসেন হক্কানির অনুরোধেই ওই স্মারকলিপি মার্কিন সরকারের হাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছিলেন তিনি। মেমোগেট নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন পিএমএল(এন) দলের নেতা নওয়াজ শরিফ সহ বেশ কয়েক জন আবেদনকারী। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তে অস্বস্তিতে পড়েছে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতৃত্বাধীন সরকার। প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি তদন্ত থেকে ছাড় পাবেন না বলে আগেই জানিয়েছে শীর্ষ আদালত। প্রাক্তন আইনমন্ত্রী ও পিপিপি নেতা বব্বর আওয়ান বলেছেন,“ সংবিধান মেনে চললে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করা উচিত।” জারদারির মুখপাত্র এই বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি। |
কানাডায় গুলিতে হত ভারতীয় ছাত্র
সংবাদসংস্থা • টরেন্টো |
আততায়ীর গুলিতে নিহত হলেন ভারতীয় ছাত্র। পশ্চিম কানাডার সারে শহরে এই ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, অলোক গুপ্ত (২৭) নামে ওই ছাত্র একটি দোকানে আংশিক সময়ের জন্য কাজ করছিলেন। বড়দিনে অলোক একাই ছিলেন দোকানে। সে সময় অজ্ঞাতপরিচয় বন্দুকবাজ দোকানে ঢুকে গুলি চালায়। পাশের এক বাড়ির বাসিন্দাদের সাহায্যে অলোককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। দোকানে লুঠপাট চালানোর উদ্দেশ্যেই এই গুলিচালনা কিনা তা এখনও স্পষ্ট নয়। |