|
|
|
|
|
|
|
পুস্তক পরিচয় ৪... |
|
বৎসরের সেরা প্রাপ্তি |
বইপোকা |
পুরাতন বৎসরকে বিদায় দিবার কাল যখন সমাগত তখন ভাবিতেছিলাম, গ্রন্থজগতে বৎসরের সেরা প্রাপ্তিটি কী? তালিকা করিতে গিয়া স্মৃতিতে যখন বিষম ঝড়, তখনই যেন আলো আসিয়া পড়িল। প্রকাশিত হইল সেই বহু প্রতীক্ষিত ডিপ ফোকাস: রিফ্লেকশনস অন সিনেমা (হার্পার কলিন্স পাবলিশার্স ইন্ডিয়া ও সোসাইটি ফর দ্য প্রিজার্ভেশন অব সত্যজিৎ রে ফিল্মস), চলচ্চিত্র বিষয়ে সত্যজিৎ রায়ের ইংরাজি রচনার দ্বিতীয় সংকলন। সাড়ে তিন দশক পূর্বে প্রকাশিত হইয়াছিল প্রথমটি, আওয়ার ফিল্মস দেয়ার ফিল্মস। তাহাতে অন্তর্ভুক্ত হয় নাই এমন বেশ কিছু এবং তাহার পরে প্রকাশিত কিছু রচনা, সাক্ষাৎকার সংকলিত হইয়াছে ডিপ ফোকাস-এ। সম্পাদনা করিয়াছেন সন্দীপ রায়, সহযোগী ধৃতিমান চট্টোপাধ্যায়, অরূপকুমার দে, দীপক মুখোপাধ্যায়, দেবাশিস মুখোপাধ্যায়। কথামুখ লিখিয়াছেন শ্যাম বেনেগাল। কিন্তু গ্রন্থটিকে কেন সেরা প্রাপ্তি বলিয়া মনে করিতেছি? প্রথমত, চলচ্চিত্রশিল্প লইয়া বিস্তর তাত্ত্বিক সন্দর্ভের মাঝে এক জন চিরজীবী চলচ্চিত্রস্রষ্টার কলমে গভীর অথচ সহজ চলচ্চিত্রকথা শুনিবার সুযোগ ঘটাইয়াছে এই গ্রন্থ। জটিল কথা সহজ করিয়া লেখা দূর অস্ত্ সহজ কথাও সহজ করিয়া লিখিবার কলম এক্ষণে দুর্লভ। দ্বিতীয়ত, যে দেশে পরিচালকের ছবির প্রিন্টই লুপ্ত হইয়া যায় সংরক্ষণের অভাবে সে দেশে তাঁহার রচনা যে সংরক্ষিত হইতেছে সেই আশ্বাসটি জানাইয়াছে এই গ্রন্থ। তবে এই প্রসঙ্গে অন্য বঙ্গীয় চলচ্চিত্রস্রষ্টাদের কথাও স্মরণে রাখা প্রয়োজন। ক্রমে নিশ্চয় তাহাদের প্রতি নজর পড়িবে। |
|
|
|
|
|