টুকরো খবর
হাতির দলের হানা, ফের নষ্ট ফসল
খাবারের সন্ধানে হাতির দল এলাকা বাড়াতে শুরু করেছে। যে সব এলাকায় কখনও যায়নি এ বার সেখানেও পৌঁছে গিয়েছে দলমার দামালেরা। পশ্চিম মেদিনীপুরের বনবিভাগের আশঙ্কা, যে কোনও সময়ে হাতির পাল ঢুকে পড়তে পারে হুগলিতেও। মেদিনীপুর ও রূপনারায়ণ বনবিভাগের ডিএফও আশিস সামন্ত ও রবীন্দ্রনাথ সাহার বক্তব্য, “অভিযান চালানো হচ্ছে। কিন্তু হাতির দলকে কিছুতেই দলমার দিকে ফেরানো যাচ্ছে না। তবু অবার চেষ্টা চালানো হচ্ছে যাতে লালগড় হয়ে দলমায় পাঠিয়ে দেওয়া যায়।” বন দফতর জানিয়েছে, এত দিন হাতির দল গড়বেতা, শালবনি, লালগড়, মেদিনীপুর সদর ব্লকের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছিল। বৃহস্পতিবার রাতে গড়বেতা ছাড়িয়ে ঘাটাল মহকুমার বিভিন্ন এলাকায় চলে যায়। চন্দ্রকোনার মৌলা, পরমানন্দপুর গ্রামেও ব্যাপক ক্ষতি করেছে হাতির দল। এই সময়ে ওই এলাকার মাঠে রয়েছে সব্জি ও আলু। সে-সব খেয়ে-মাড়িয়ে কয়েকশো বিঘা জমির ফসল নষ্ট করেছে হাতির পাল। বন দফতর সূত্রে জানা গিয়েছে, মূলত খাবারের টানেই হাতির দল দ্রুত এক দিক থেকে অন্য দিকে চলে যাচ্ছে। এখন মাঠে ধান নেই। চাষিরা ধান তুলে নিয়ে গিয়েছেন খামারে। তাই খাবারের সন্ধানে গ্রামেও হানা দিচ্ছে তারা। যে ভাবে তারা চন্দ্রকোনার মৌলা-পরমানন্দপুরের মতো এলাকায় পৌঁছেছে তাতে দলমার দলের হুগলিতে পৌঁছে যাওয়ার আশঙ্কা বেড়েছে।

বালুরঘাটে মৃত শকুন
বালুরঘাটে উদ্ধার হওয়া শকুনের দেহ নিজস্ব চিত্র
বিদ্যুতের ‘হাইটেনশন’ তারে তড়িদাহত হয়ে মৃত্যু হল একটি শকুনের। শুক্রবার সকালে দক্ষিণদিনাজপুরের বালুরঘাটের খানপুর এলাকার স্কুল মাঠে ওই শকুনের দেহটি পড়েছিল। খবর পেয়ে বনদফতরের কর্মীরা এসে মৃত শকুনটিকে উদ্ধার করে জেলা পশু হাসপাতালে নিয়ে যান। পাখিটির ময়নাতদন্ত করা হয়। পশু চিকিৎসক চঞ্চল দত্ত বলেন, “বিদ্যুতস্পৃষ্ট হয়ে শকুনটির মৃত্যু হয়েছে। ফ্লু-জাতীয় কোনও রোগের লক্ষণ নেই।” বন দফতরের বালুরঘাটের রেঞ্জ অফিসার আব্দুর রেজ্জাক বলেন, “মৃত শকুনটি লুপ্তপ্রায় ‘হোয়াইট ব্যাক’ প্রজাতির।” জেলার পরিবেশপ্রেমী বিশ্বজিৎ বসাক বলেন, “লুপ্তপ্রায় দুই প্রজাতির শকুনের প্রজনন কেন্দ্র গড়া হয়েছে আলিপুরদুয়ারের রাজাভাতখাওয়ায়। এদিন সকালে এলাকার আকাশে ৬টি শকুন দেখা যায়। সম্ভবত আলিপুরদুয়ারের দিক থেকেই শকুনগুলি এসেছিল। মৃতটি ওই দলেরই মনে হচ্ছে।” বনদফতর সূত্রের খবর, ২০০৫ সালে শেষবার জেলায় শকুন গণনার কাজ হয়েছিল। সেই সময় মাত্র ৫টি শকুনের অস্তিত্ব মেলে। দেশে ৯ প্রজাতির শকুনের দেখা পাওয়া যায়। এরমধ্যে লুপ্তপ্রায় হিমালয়ান গ্রিফেন ভালচার এবং হোওয়াইট ব্যাক প্রজাতিটি।

রেলইঞ্জিন বিকল
গরুকে ধাক্কা মারায় ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ল। এর ফলে শুক্রবার সকালে গড়জয়পুর স্টেশনে এক ঘণ্টার বেশি আটকে থাকল পুরী থেকে নয়াদিল্লিগামী পুরুষোত্তম এক্সপ্রেস। আদ্রা ডিভিসনের গড়জয়পুর স্টেশনে ট্রেনটি ঢোকার সময় ট্রেনটির ধাক্কায় একটি গরু কাটা পড়ে। সেই কারণে ইঞ্জিনের ‘ব্রেক পাইপে’ গোলযোগ দেখা দেয়। আদ্রার ডিআরএম অমিতকুমার হালদার বলেন, “অন্য ইঞ্জিন পাঠিয়ে ট্রেনটি বোকারোর দিকে পাঠানো হয়।”

হাতির হানা
খাবারের সন্ধানে বৃহস্পতিবার রাতে গড়বেতা ছাড়িয়ে ঘাটাল মহকুমার বিভিন্ন এলাকায় চলে যায়। চন্দ্রকোনার মৌলা, পরমানন্দপুর গ্রামেও ব্যাপক ক্ষতি করেছে হাতির দল। পশ্চিম মেদিনীপুরের বনবিভাগের আশঙ্কা, হাতির পাল ঢুকতে পারে হুগলিতেও। মেদিনীপুর ও রূপনারায়ণ বনবিভাগের ডিএফও আশিস সামন্ত ও রবীন্দ্রনাথ সাহার বক্তব্য, “অভিযান চালানো হচ্ছে। কিন্তু হাতির দলকে কিছুতেই দলমার দিকে ফেরানো যাচ্ছে না। তবু অবার চেষ্টা চালানো হচ্ছে যাতে লালগড় হয়ে দলমায় পাঠিয়ে দেওয়া যায়।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.