চালু নতুন ওয়েবসাইট
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
এলাকার উন্নয়নে তাঁদের কী ভুমিকা তা মানুষের কাছে তুলে ধরতে ওয়েব সাইট চালু করছে জয়গাঁ উন্নয়ন পর্ষদ। কাল রবিবার ই ওয়েবসাইটের উদ্বোধন করবেন জয়গাঁ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান মিহির গোস্বামী। শুক্রবার একথা জানান মহকুমাশাসক তথা জয়গাঁ উন্নয়ন পর্ষদের সদস্য সচিব অমলকান্তি রায়। তিনি বলেন, “জয়গাঁ উন্নয়ন পর্ষদ সম্পর্কে সাধারণ মানুষের ধারণা নেই। এই ওয়েবসাইটে পযর্টকদের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য থাকবে। উন্নয়ন পর্ষদের সদস্যদের নাম, এলাকায় কী ধরনের উন্নয়নের কাজ চলছে, কী কী প্রকল্পের কাজ হাতে নেওয়া হবে তার উল্লেখ থাকবে। জয়গাঁ শহরের জমি সমস্যা, শিশু উদ্যান, কমিউনিটি হল, পানীয় জল, হাসপাতাল তৈরী নিয়ে উন্নয়ন পর্ষদের পরিকল্পনা তুলে ধরা হবে।” www.jaigaonda.in-এ ক্লিক করলেই এই ওয়েবসাইটটি খোলা যাবে বলে তিনি জানান। মহকুমা শাসক জানান, জয়গাঁ উন্নয়ন পর্ষদে কালচিনি, আলিপুরদুয়ার ও কোচবিহারের কিছু অংশ নিয়ে মোট ১৭০টি মৌজা যুক্ত করার আবেদন নগরোন্নয়ন দফতরে পাঠানো হয়। ভারত ভুটান সীমান্ত বাণিজ্যের উন্নতির জন্য এশিয়ান ডেভলপমেন্ট ব্যাঙ্কের প্রতিনিধিরা কিছুদিন আগে ভুটান ও জয়গাঁ ঘুরে দেখেছেন। ওই প্রতিনিধি দল এই বাণিজ্য বন্দরকে আরও উন্নত করতে জয়গাঁর ভুলন চৌপথি থেকে ভুটানের পাশাখা পর্যন্ত রাস্তা তৈরির চিন্তাভাবনা করছে। দুটি দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি এলাকায় ট্রাক টার্মিনাস তৈরি-সহ অনেক উন্নয়ন মুলক কাজ হবে। তোর্সা নদী থেকে পাম্প দিয়ে জল তুলে তা শহরে সরবরাহের পরিকল্পনা হয়েছে। বর্ষায় জমা জলে শহরবাসী যাতে নাকাল না হন সেজন্য নিকাশি ব্যবস্থা উন্নয়নে প্রকল্প হাতে নেবে উন্নয়ন পর্ষদ। |
কর্মী নিয়োগে রাজ্য অষ্টম স্থানে, ইঙ্গিত সমীক্ষায়
নিজস্ব প্রতিবেদন |
সারা দেশে কর্মী নিয়োগে পশ্চিমবঙ্গের স্থান অষ্টমে। আর, এই ক্ষেত্রে তার অবদান মাত্র ৪.৯%। কেন্দ্রীয় পরিসংখ্যান দফতর ও ন্যাশনাল স্যাম্পল সার্ভে-র সমীক্ষায় এই তথ্যই ধরা পড়েছে। ২০০৯-’১০ অর্থবর্ষের জন্য করা এই সমীক্ষা প্রকাশিত হয় শুক্রবার। রাজ্য ভিত্তিক অভ্যন্তরীণ উৎপাদনের হিসেবে পশ্চিমবঙ্গের স্থান নবমে। এবং দেশের অভ্যন্তরীণ উৎপাদনে তার অবদান ৩.৩%। কর্মী নিয়োগে প্রথম স্থানে তামিলনাড়ু (অবদান ১৬%)। উৎপাদনের বিচারে শীর্ষ স্থান মহারাষ্ট্রের (অবদান ১৯.৬%)। সর্বভারতীয় স্তরে আলোচ্য অর্থবর্ষে কর্মী নিয়োগ বেড়েছে ৪.১%। তাঁদের বেতন-মজুরি বেড়েছে ১৩.৬%। ১৯৪৮ সালের কারখানা আইনে নথিভুক্ত কল- কারখানা, বিড়ি ও সংশ্লিষ্ট শ্রমিকদের উপরে এই সমীক্ষা চালানো হয়। |
বাজারে নয়া বন্ড
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বাজারে নয়া বন্ড ছাড়ল ন্যাশনাল হাইওয়ে অথিরিটি অফ ইন্ডিয়া। এটি করসাশ্রয়ী ‘সিকিওর্ড রিডিমেবল নন-কনভার্টিবল বন্ড’। দাম বন্ড পিছু ১,০০০ টাকা। কমপক্ষে ৫০টি বন্ডের জন্য আবেদন করতে হবে। ১০ বছরের বন্ডে বার্ষিক সুদ ৮.২০% ও ১৫ বছরে ৮.৩০%। ডি ম্যাট বা সার্টিফিকেট, দু’ভাবেই এটি কেনা যাবে। ইস্যু বন্ধ হবে ২০১২ সালের ১১ জানুয়ারি। |
স্ট্যান্ডার্ড পাবলিসিটি এবং ওরিয়েন্ট পাবলিসিটি-র কর্মী বলরাম দত্ত প্রয়াত হলেন গত বৃহস্পতিবার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। |