সরকারি ঘোষণা মতো ১০৮০ টাকা কুইন্টাল দামে ধান কেনার দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান চাষিরা। বৃহস্পতিবার মালদহে রতুয়ার সামসি রতনপুরহাটে ঘটনাটি ঘটে। সিপিএমের কৃষক সংগঠন কৃষকসভার নেতৃত্বে বিক্ষোভ-অবরোধ চলে। অবরোধ চলাকালীন কয়েক কেজি পাট পুড়িয়ে দেন এক চাষি। আন্দোলনকারীদের অভিযোগ, রতুয়ায় সরকারি দামে ধান কেনা শুরু না হওয়ায় এলাকার চাষিরা বিপাকে পড়েছেন। সারের দাম হু হু করে বেড়ে চলায় বিপাকে চাষিরাও। কবে ধান কেনা হবে তা নিয়েও প্রশাসনের কাছে সদুত্তর মিলছে না। রতুয়া-১ বিডিও পার্থ দে বলেছেন, “রতুয়ায় কোনও চালকল নেই। সেই জন্য জেলা খাদ্য নিয়ামক দফতরকে বলা হয়েছে, কোনও চালকলে এই এলাকার চাষিদের ধান কেনার ব্যবস্থা করলে ব্লক প্রশাসন সব রকম সাহায্য করবে। জেলা প্রশাসনকে সমস্তই জানানো হয়েছে।”
|
আগুন পোহানোর সময়ে অগ্নিদগ্ধ হয়ে পৃথক দুই বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার রাতে রায়গঞ্জ জেলা হাসপাতাল ও কালিয়াগঞ্জ হাসপাতালে তাঁদের মৃত্যু হয়। মৃতদের নাম রঞ্জা পোদ্দার (৬৫) ও বেলারানি ধর (৮৫)। রঞ্জা দেবীর বাড়ি রায়গঞ্জ থানার বন্দর সাহাপাড়ায়। বেলারানি দেবীর বাড়ি কালিয়াগঞ্জ থানার দক্ষিণ আখানগরে। পুলিশ জানায়, গত শনিবার বাড়ির রান্নাঘরে উনুনে আগুন পোহানোর সময়ে রঞ্জা দেবীর শাড়িতে আগু ন লেগে যায়। অন্য দিকে, গত শুক্রবার বাড়িতে কাঠের টুকরো জ্বালিয়ে আগুন পোহানোর সময়ে বেলারানি দেবীর গায়ে জড়িয়ে থাকা চাদরে আগুন লেগে যায়।
|
বালুরঘাটের আইটিডিপি মৌজা মাধবপাড়ার হতদরিদ্র বাসিন্দাদের পাশে দাঁড়ালো প্রশাসন। বৃহস্পতিবার বিডিওর দফতর থেকে পরিবারগুলির মধ্যে চাল ও কম্বল বিলি করা হয়। মহকুমাশাসক তথা জেলা অনগ্রসর শ্রেণি কল্যাণ বিভাগের আধিকারিক দেবপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, “গ্রামোন্নয়ন দফতরের মাধ্যমে বাসিন্দাদের হস্তশিল্পে সহায়তা করা যায় কি না দেখা হচ্ছে।” পাশাপাশি সুসংহত আদিবাসী উন্নয়ন প্রকল্পে ওই এলাকার উন্নয়নে জোর দেওয়া হচ্ছে বলে মহকুমাশাসক আশ্বাস দিয়েছেন। শহর থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে ডাঙা গ্রাম পঞ্চায়েতের অধীন মাধবপাড়ায় ২০ ঘর হতদরিদ্র আদিবাসী বাঁশের ডালি কুলো তৈরি করে হাটে বেচে সামান্য আয় করেন। দুবেলা ভাতের সংস্থান করে উঠতে পারেন না তাঁরা। চরম অনটনে গ্রামের দশম শ্রেণির ছাত্রী সঞ্চালি মার্ডির লেখাপড়া প্রায় বন্ধের মুখে। ভাঙা কুঁড়ে ঘরে কার্যত পলিথিনের আশ্রয়ে খড়ের বিছানায় আধপেটা খেয়েই তাঁদের দিন কাটে। এদিন তাঁদের দুর্দশার খবর সংবাদপত্রে প্রকাশ হতে জেলাশাসক দূর্গাদাস গোস্বামী বিডিওকে ব্যবস্থা নিতে বলেন। বালুরঘাটের বিডিও পঙ্কজ তামাং বলেন, “পরিবার পিছু একটি কম্বল ও ৬ কেজি করে চাল দেওয়া হয়েছে।” তৃণমূলের জেলা সম্পাদক প্রবীর রায় বলেন, “শীতবস্ত্র দিয়ে মাধবপাড়ার বাসিন্দাদের সহায়তা করব।”
|
২ লক্ষ ৯৩ হাজার টাকার জাল নোট আটক করল ইংরেজবাজার থানার পুলিশ। ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম ওহেদুর রহমান। বুধবার গভীর রাতে স্টেশন রোডের কাছে কাজী আজাহারউদ্দিন পুর বাজারের সামনে থেকে পুলিশ ওই ব্যক্তিকে বমাল ধরে। ধৃতের বাড়ি কালিয়াচকের শাহাবাজপুরে। পুলিশের দাবি, তিনি জাল নোট বেঙ্গালুরুতে পাচার করার জন্য ট্রেন ধরতে মালদহ টাউন স্টেশনে যাচ্ছিলেন। ইংরেজবাজার থানার আইসি জহরজ্যোতি রায় বলেন, “গোপন সূত্রে খবর পেয়ে স্টেশন রোডে নজরদারি করার সময়ে ওহেদুর রহমানকে ধরা হয়।” আটক করা জাল নোটগুলির প্রতিটি এক হাজার টাকা মূল্যের। বৃহস্পতিবার ধৃত জাল নোট পাচারকারীকে আদালতে তোলা হলে বিচারক ৭ দিন পুলিশ হেফাজতে রাখার অনুমতি দেন। ধৃত ব্যক্তিকে এর আগেও ২ বার বেঙ্গালুরুতে এবং ৪ বার দিল্লিতে জাল নোট পাচার করে বলে পুলিশ দাবি করেছে। বাংলাদেশ থেকেই জাল নোটগুলি তিনি এপারে এনেছিলেন বলেও জেরা করতে গিয়ে জানতে পেরেছে পুলিশ।
|
সরকারি ঘোষণা মতো ১ হাজার ৮০ টাকা কুইন্টাল দামে ধান কেনার দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন চাষিরা। মালদহের রতুয়ার সামসি রতনপুর হাটে বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে। সিপিএমের কৃষক সভার নেতৃত্বে এক ঘন্টা ধরে ওই বিক্ষোভ ও অবরোধের ঘটনাটি ঘটে। অবরোধ চলাকালীন কয়েক কেজি পাটও পুড়িয়ে দেন এক চাষি। সংগঠনের অভিযোগ, রতুয়ায় সরকারি দামে ধান কেনা শুরু না হওয়ায় এলাকার চাষিরা বিপাকে পড়েছেন। এ ছাড়া সারের দাম হু হু করে বেড়ে চলায়ও বিপাকে পড়েছে চাষিরা। কবে ধান কেনা হবে তা নিয়েও প্রশাসনের কাছে কোনও সদুত্তর মিলছে না। রতুয়া-১ ব্লকের বিডিও পার্থ দে বলেন, “রতুয়ায় কোনও চালকল নেই। সেজন্য জেলা খাদ্য নিয়ামক দফতরকে বলা হয়েছে যে, কোনও চালকলে এই এলাকার চাষিদের ধান কেনার ব্যবস্থা করলে প্রশাসন সবরকম সাহায্য করবে। এখনও সাড়া মেলেনি। জেলায় সবকিছুই জানানো হয়েছে।”
|
সারের দাম বৃদ্ধির প্রতিবাদ, নগদে ধান কেনা, কৃষিপণ্যের ন্যায্য দাম নিশ্চিত করা-সহ ২২ দফা দাবিতে কোচবিহার জেলার বিভিন্ন এলাকায় এক ঘণ্টা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল বামপন্থী কৃষক সংগঠনের সদস্যরা। পশ্চিমবঙ্গ প্রাদেশিক কৃষক সভা, অগ্রগামী কিসান সভা-সহ জেলার চারটি কৃষক সংগঠনের সদস্যরা তাতে সামিল হন। তুফানগঞ্জের থানা মোড়ে দুপুর ১২ টা থেকে ওই অবরোধের জেরে ৩১ নম্বর জাতীয় সড়কে যান চলাচল ব্যহত হয়। সেখানে পাট, ধান, সব্জি পুড়িয়ে বিক্ষোভ দেখান তাঁরা। নেতৃত্ব দেন প্রাক্তন বিধায়ক তমসের আলি, দুলাল গোপ প্রমুখ। দুপুর ১টা থেকে অবরোধ বিক্ষোভ হয়েছে কোচবিহারের খাগড়াবাড়ি, দিনহাটা, মেখলিগঞ্জ-সহ ১০টি এলাকায় অবরোধ আন্দোলনের জেরে নিত্যযাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। কৃষকসভার নেতা তমসের আলির অভিযোগ, “মাথাভাঙা ও শীতলকুচীতে তৃণমূলের সন্ত্রাসের জন্য অবরোধ আন্দোলন করা যায়নি।” তৃণমূল ওই অভিযোগ অস্বীকার করেছে।
|
ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ম্যাক্সিট্যাক্সি উল্টে জখম হলেন ১০ যাত্রী। মালদহের সামসিতে ৮১ নম্বর জাতীয় সড়কের উপর বৃহস্পতিবার সকালে ওই দুর্ঘটনা ঘটে। জখমদের সামসি হাসপাতালে ভর্তি করানো হয়।
|
বাড়িতে আগুন লেগে এক ব্যক্তির মৃত্যু হয়। বুধবার রাতে উত্তর দিনাজপুর জেলার চোপড়ার চুটিয়াফুর পঞ্চায়েতের কালিকাপুরে। নাম হাবিবুর রহমান (২৮)।
|
মনসা মন্দিরের তালা ভেঙে অলঙ্কার চুরি হল মালদহের রতুয়ার সামসি এলাকায়। বুধবার রাতে চুরির ঘটনাটি ঘটে। দেবীর গায়ের অলঙ্কার-সহ দানের বাক্সও চুরি করে পালিয়েছে দুষ্কৃতীরা। |