টুকরো খবর
শুরু হল সিপিএমের জেলা সম্মেলন
পতাকা উত্তোলনে বিমান বসু। ছবি: সুজিত মাহাতো।
সিপিএমের অষ্টাদশ পুরুলিয়া জেলা সম্মেলন শুরু হল বৃহস্পতিবার। পুরুলিয়া শহরের হরিপদ সাহিত্য মন্দির সভাঘরে প্রায় ৪০০ জন প্রতিনিধি যোগ দিয়েছেন বলে দল সূত্রে খবর। সম্মেলনে দলের রাজ্য সম্পাদক বিমান বসু, বিধানসভার বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র, রবীন দেব, সাংসদ বাসুদেব আচারিয়া প্রমুখ উপস্থিত রয়েছেন। এ বার প্রতিনিধির সংখ্যা কম থাকার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিমানবাবু বলেন, “এতে বিভিন্ন বিষয়ে বিশদে আলোচনা করা যাবে। অনেককে বলার সুযোগ দেওয়া যাবে।” আজ শুক্রবার, পুরুলিয়া শহরের মানভূম ভিক্টোরিয়া ইন্সটিটিউশনের মাঠে সম্মেলনের শেষ দিনে প্রকাশ্য সমাবেশ হবে। বক্তব্য রাখার কথা বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, বাসুদেব আচারিয়া, নকুল মাহাতো প্রমুখ নেতৃত্ব।

গাড়ির ধাক্কায় প্রৌঢ়ের মৃত্যু
গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে এক প্রৌঢ়ের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম গুরুপদ মাহাতো(৫৯)। বাড়ি বাঁকুড়ার রানিবাঁধ থানার চেতনডিহি গ্রামে। গুরুপদবাবু কংসাবতী সেচ দফতরের কর্মী ছিলেন। বুধবার বিকেলে বাঁকুড়ার খাতড়া থেকে মোটরবাইকে বাড়ি ফিরছিলেন তিনি। অম্বিকানগর-আকখুটা রাস্তায় সিঁদুরপুর থেকে বনশোল গ্রামের মাঝে পিছন দিক থেকে একটি গাড়ি তাঁর মোটরবাইকে ধাক্কা মারে। পড়ে গিয়ে তিনি গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। সন্ধ্যায় তাঁকে বাঁকুড়ার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয়। রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, তদন্ত শুরু হয়েছে।

শুরু বাঁকুড়া জেলা বইমেলা
ছবি: অভিজিৎ সিংহ।
শুরু হল ২৭তম বাঁকুড়া জেলা বইমেলা। বৃহস্পতিবার বাঁকুড়া খ্রিস্টান কলেজের প্রাঙ্গনে এবারের বইমেলার উদ্বোধন করেন রাজ্যের আবাসনমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুরুলিয়ার রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের সচিব স্বামী আত্মপ্রভানন্দ। মেলা শুরুর আগে মানুষকে বইমুখী করতে বাঁকুড়া জেলা গ্রন্থাগার থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি বাঁকুড়া শহর প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। মেলা কমিটি সূত্রে জানা গিয়েছে, ৭৩টি প্রকাশন সংস্থা যোগ দিয়েছে এবারের মেলায়। অগ্নিকাণ্ড ঠেকাতে মেলার প্রতিটি স্টলে অগ্নি-নির্বাপক যন্ত্র রাখা হয়েছে। মেলায় ঢুকতে এ বার টিকিট লাগছে না।

ধর্ম মহাসম্মেলন
পুরুলিয়ার জয়পুরের পুন্দাগের আনন্দমার্গে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে আনন্দমার্গ প্রচারক সঙ্ঘের ধর্ম মহাসম্মেলন। সঙ্ঘের জনসংযোগ সচিব দিব্যচেতনানন্দ অবধূত জানিয়েছেন, সম্মেলনে অসম, ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা-সহ বিভিন্ন রাজ্য থেকে ১৫ হাজার প্রতিনিধি আসবেন। উপস্থিত থাকবেন আচার্য কিংশুক রঞ্জন সরকার। সঙ্ঘের সাংস্কৃতিক শাখা রাওয়া’র পক্ষ থেকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। কাল, শনিবার সম্মেলন শেষ হবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.