টুকরো খবর
দুর্ঘটনায় জখম ৬
পথ দুর্ঘটনায় জখম হলেন ছ’জন। বৃহস্পতিবার এগরা থানা এলাকার ষড়রং গ্রামের কাছে এগরা-খড়্গপুর রাস্তায় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল ১০টা নাগাদ বিদ্যুদয়নের কাজের জন্য একটি ঠিকাদার সংস্থার জনাদশেক শ্রমিক এগরা থেকে বেলদার জাহালদার দিকে যাচ্ছিলেন মোটর-চালিত ভ্যান-রিকশায় চেপে। উল্টো দিক থেকে আসা মোরাম-বোঝাই একটি লরি এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে ভ্যান-রিকশাটিকে মুখোমুখি ধাক্কা মারে। জখমদের মধ্যে রিকশা চালক-সহ তিন জনের অবস্থা গুরুতর। লরির চালক পলাতক। লরিটিকে আটক করেছে পুলিশ।

স্মারকলিপি
রামনগর-১ ব্লকে গ্রামীণ বিদ্যুদয়নের ক্ষেত্রে বিপিএল তালিকাভুক্ত হওয়া সত্ত্বেও দলীয় সমর্থকদের বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ করল সিপিএম। বুধবার রামনগর-১ ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে ১৪ দফা দাবিতে ডেপুটেশন দেয় তারা। তখনই এই অভিযোগ তোলা হয়। সহায়ক-মূল্যে চাষিদের কাছ থেকে ধান কেনা, বাড়ি-বাড়ি দ্রুত বিদ্যুৎ-সংযোগ দেওয়া ছাড়াও এলাকা জুড়ে তৃণমূলের সন্ত্রাস বন্ধের দাবি জানানো হয়। ডেপুটেশনে নেতৃত্ব দেন সিপিএমের জোনাল সম্পাদক আশিস প্রামাণিক, তাপস চৌধুরী প্রমুখ। তৃণমূলের সন্ত্রাস বন্ধের দাবিতে রামনগর থানাতেও সিপিএমের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়।

নন্দীগ্রামে সমাবেশ
সংগঠনের ৫৮তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নন্দীগ্রামে ছাত্রছাত্রীদের নিয়ে সমাবেশ করল ডিএসও। বৃহস্পতিবার বিকেলে নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে আয়োজিত ওই সমাবেশে সংগঠনের নেতারা প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাশফেল তুলে দেওয়ার পরিকল্পনার এবং লটারির মাধ্যমে স্কুলে ভর্তি সংক্রান্ত রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করেন। ডিএসও-র রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অংশুমান রায় বলেন, “অষ্টম শ্রেণি পর্যন্ত পাশফেল তুলে দেওয়ার উদ্যোগ আত্মহননের সামিল। লটারির মাধ্যমে ভর্তিও জুয়ার মতোশিক্ষাস্বার্থবিরোধী।” সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি চিন্ময় ঘোড়ই, এসইউসি-র জেলা কমিটির সদস্য নন্দ পাত্র।

সিপিএমের ডেপুটেশন
রামনগর-১ ব্লকে গ্রামীণ বিদ্যুদয়নের ক্ষেত্রে বিপিএল তালিকাভুক্ত হওয়া সত্ত্বেও দলীয় সমর্থকদের বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ করল সিপিএম। বুধবার রামনগর-১ ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে ১৪ দফা দাবিতে ডেপুটেশন দেয় তারা। তখনই এই অভিযোগ তোলা হয়। সহায়ক-মূল্যে চাষিদের কাছ থেকে ধান কেনা, বাড়ি-বাড়ি দ্রুত বিদ্যুৎ-সংযোগ দেওয়া ছাড়াও এলাকা জুড়ে তৃণমূলের সন্ত্রাস বন্ধের দাবি জানানো হয়। ডেপুটেশনে নেতৃত্ব দেন সিপিএমের জোনাল সম্পাদক আশিস প্রামাণিক, তাপস চৌধুরী প্রমুখ। তৃণমূলের সন্ত্রাস বন্ধের দাবিতে থানাতেও সিপিএমের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়।

জাতীয় সেবা প্রকল্প
জাতীয় সেবা প্রকল্পের শিবির চলছে বাজকুল মিলনী কলেজে। ২০ ডিসেম্বর শুরু হয়েছে। চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। প্রকল্প আধিকারিক পীযূষকান্তি দণ্ডপাট, নিথররঞ্জন মধু ও নির্মলকুমার দে জানান, গড়বাড়ি-২ ও কাজলাগড় পঞ্চায়েত এলাকার কোপতাবাড়ি, মধ্য ও পূর্ব গড়বাড়ি গ্রাম ছাড়াও ভগবানপুর-১ ব্লক অফিস চত্বর, কাজলাগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, বাজকুল বাজারের রাস্তা ও শৌচাগারে সাফাই অভিযান চালান ছাত্র-ছাত্রীরা।

দেহ উদ্ধার
নিকাশির খাল থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে পূর্ব মেদিনীপুরের মহিষাদলের পুরাতন বাসস্ট্যান্ডের কাছে উত্তেজনা ছড়ায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুরে মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন এলাকাবাসী। মহিষাদল থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, জলে ডুবেই মৃত্যু হয়েছে বছর পঁয়ত্রিশের ওই ব্যক্তির। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। মৃতের পরিচয় জানতে তদন্ত শুরু হয়েছে।

তমলুকে ফুলমেলা
তমলুক ফ্লাওয়ার লাভার্স অ্যাসোসিয়েশন আয়োজিত পুষ্প প্রদর্শনী শুরু হল বৃহস্পতিবার। তমলুক টাউন স্কুল প্রাঙ্গণে প্রদর্শনীর উদ্বোধন করেন পুরী রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী কৃষ্ণানন্দ।

শহিদ স্মৃতি ফুটবল
নন্দীগ্রামের কালীচরণপুর দয়াময়ী হাইস্কুল ময়দানে বৃহস্পতিবার শুরু হল ‘শহিদ স্মৃতি ফুটবল প্রতিযোগিতা’। ১৮টি দল খেলছে। প্রতিযোগিতা শেষ হবে শনিবার।

অস্ত্র-সহ ধৃত ৩
ডাকাতির উদ্দেশ্যে দুষ্কৃতীরা জড়ো হয়েছে খবর পেয়ে বুধবার রাতে খড়্গপুরের রাবণপোড়া ময়দানে অভিযান চালায় পুলিশ। পিস্তল ও ভোজালি-সহ ৩ জনকে ধরা গেলেও অন্যরা পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। তবে পলাতকদেরও খোঁজ চলছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.