|
|
|
|
রাস্তার কাজ শেষ হয়নি, ক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
রাস্তার এক দিকে মাটি কাটা হয়ে পড়ে রয়েছে দীর্ঘ দিন। পাশে মজুত বোল্ডার। রাস্তা পেরোতে বেজায় সমস্যায় পড়ছেন মানুষ। রাস্তার ধারে আলোরও পর্যাপ্ত ব্যবস্থা নেই। ফলে, এমনিতেই পথ চলতে অসুবিধা। তার উপর মাটি কাটা হয়ে পড়ে থাকায় মাঝেমধ্যেই দুর্ঘটনাও ঘটছে। গ্রামবাসীদের অভিযোগ, সমস্যার কথা প্রশাসনকে জানানোও হয়েছিল। কিন্তু সুরাহা হয়নি। পাকা রাস্তার দাবি জানিয়ে এমনই বিপত্তি হয়েছে নয়াগ্রামের বেনাশুলিতে।
মেদিনীপুর শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই নয়াগ্রাম। গ্রাম হয়ে চলে গিয়েছে প্রধানমন্ত্রী গ্রাম-সড়ক যোজনার রাস্তা। পাকা রাস্তা তৈরি হওয়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে। কিন্তু, সড়কের দু’পাশের গ্রামগুলির মধ্যে যে সব রাস্তা রয়েছে, তার অধিকাংশই বেহাল। সংস্কারের অভাবে ধুঁকছে। কোথাও পিচ উঠে গিয়েছে। কোথাও বা দীর্ঘ দিন মোরাম পড়েনি। |
|
নিজস্ব চিত্র। |
ওই সব এলাকার মানুষ রয়েছেন দারুণ সমস্যায়। ক’বছর আগে এখানে এক অনুষ্ঠানে এসেছিলেন তৎকালীন পূর্তমন্ত্রী ক্ষিতি গোস্বামী। সেই সময়ে মন্ত্রীর কাছে স্থানীয়রা দাবি জানান, সংলগ্ন বেনাশুলি গ্রামে একটি পাকা রাস্তা তৈরির প্রয়োজন রয়েছে। সেখানে দু’টি ধর্মস্থানে বেশ ভাল সংখ্যায় মানুষজনের জমায়েত হয়। মাত্র এক কিলোমিটার পাকা-রাস্তার দাবি পূর্তমন্ত্রীকে জানানো হয়। তখন মন্ত্রীর নির্দেশে অবশ্য দ্রুত পদক্ষেপও করা হয়। সংশ্লিষ্ট রাস্তা তৈরির জন্য অর্থ বরাদ্দ হয়। কিন্তু, কাজ শুরু হয়েও তা মাঝপথে আটকে রয়েছে অনেক দিন ধরেই।
সড়ক যোজনা প্রকল্পে তৈরি রাস্তা থেকে বেনাশুলি যাওয়ার রাস্তা পাকা হয়েছে। এর পর আর কাজ সে ভাবে এগোয়নি। বেনাশুলির কাছে রাস্তার এক দিকে মাটি কাটা হয়ে দীর্ঘ দিন পড়ে রয়েছে। পাশে মজুত বোল্ডার। নতুন রাস্তার আগে নালা তৈরি করতে মাটি কাটা হয়েছিল। কিন্তু, সেই নালা এখনও তৈরি হয়নি। এরই মধ্যে বেশ কিছু বোল্ডার চুরি গিয়েছে বলে অভিযোগ। দীর্ঘ দিন ধরে রাস্তার কাজ অসম্পূণর্র্ থাকায় ক্ষুব্ধ স্থানীয় মানুষ। অভিরাম চন্দ্র, মজিদ মিঞাদের বক্তব্য, “মাটি কাটা হয়ে পড়ে থাকায় মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে। অনেকে গর্তে পড়ে যান। সেই কবে থেকে রাস্তা তৈরি হবে বলে শুনছি। কাজ শুরুও হয়েছিল। কিন্তু তার পর অনেক দিন ধরেই বন্ধ।” মেদিনীপুর সদরের বিডিও অয়ন নাথের অবশ্য আশ্বাস, “কেন কাজ অসম্পূণর্র্ হয়ে রয়েছে, সে নিয়ে জানতে চেয়েছি। তার পরেই উপযুক্ত পদক্ষেপ করা হবে।” প্রশাসনিক সূত্রের খবর, নতুন বছরের গোড়া থেকেই রাস্তা তৈরির কাজ শুরু করার ভাবনাচিন্তা চলছে। |
|
|
|
|
|