মারগাওতে ইস্টবেঙ্গলের হার দেখেই সব দ্বিধা কেটে গেল সুব্রত ভট্টাচার্যের। মোহন-টিডি সিদ্ধান্ত নিয়ে ফেললেন, আজ শুক্রবার কলকাতা লিগের ম্যাচে ব্যারেটো-ওডাফা-লিমাদের নামাবেন না। এমনকি রিজার্ভেও রাখবেন না তিন জনের কাউকেই। বৃহস্পতিবার রাতে তিনি বলে দিলেন, “পুণে এফ সি-র ম্যাচ রয়েছে সামনে। এত চোট-আঘাত। ঝুঁকি নিতে চাই না। ড্যানিয়েল ছাড়া কোনও বিদেশিকে খেলাব না।”
কলকাতা লিগের ডার্বি ম্যাচ ৭ জানুয়ারি। আজ থেকেই বাজারে ওই ম্যাচের টিকিট ছেড়ে দিচ্ছে আই এফ এ। ইস্টবেঙ্গলের থেকে পিছিয়ে থাকলেও বড় ম্যাচের আগে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে আজ জেতাটাও জরুরি। তাই দ্বিধা ছিল কলকাতা লিগ না আই লিগকোনটাকে গুরুত্ব দেবেন। সকালে অনুশীলন তেমন জমেনি। চোট-আঘাত এত বেশি যে যাঁরা বুধবার খেলেননি তাদের নিয়েই নেমে পড়েন সুব্রত। বললেন, “অসীম, জুয়েল, কিংশুক, গৌরাঙ্গদের মতো কিছু ফুটবলার ছাড়া আই লিগের কোনও ফুটবলার নামাব না। এখন তো আমরা আই লিগ টেবিলের তিন নম্বরে আছি। প্রথম পর্বের শেষ খেলা হিসাবে পুণে ম্যাচটা তাই গুরুত্বপূর্ণ। এত ঘনঘন ম্যাচ কি আর করা যাবে। এভাবেই চলতে হবে।”
১০ জানুয়ারি দিল্লিতে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে জাতীয় দলের ম্যাচ। ওই ম্যাচের জন্য রহিম নবিদের ক্যাম্পে ছাড়তে হবে। ফুটবলার ছাড়া নিয়েও চিন্তা ঘুরপাক খাচ্ছে সুব্রত-প্রশান্ত বন্দ্যোপাধ্যায়দের মনে। অনুশীলনের পর মোহন-কোচ প্রশান্ত বললেন, “বড় ম্যাচ খেলে নবিরা দিল্লি গেলে কিছুটা সুবিধাই হবে। পরপর ম্যাচ। ফুটবলারদের খুব চাপ পড়ে যাচ্ছে।” |
শুক্রবার কলকাতা লিগে
মোহনবাগান : জর্জ টেলিগ্রাফ (মোহনবাগান, ২-০০) |