টুকরো খবর
বিহার থেকে তরুণীকে উদ্ধার করল হুগলি পুলিশ
নাচের দলে ‘ভাল মাইনের’ কাজ দেওয়ার নাম করে ‘পাচার হয়ে যাওয়া’ এক তরুণীকে বিহার থেকে উদ্ধার করল হুগলি জেলা পুলিশ। তদন্তকারীরা জানাচ্ছেন, ঘটনার পিছনে এক মহিলা-সহ কয়েক জনের হাত রয়েছে। তাঁদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে পুলিশ কর্তারা জানিয়েছেন। পুলিশ সূত্রের খবর, গত অক্টোবর মাসে হুগলির দাদপুরের গোয়াই গ্রামের ১৭ বছরের ওই তরুণীকে কাজের লোভ দেখিয়ে নিয়ে যান বেলমুড়ি ফিডার রোড এলাকার বাসিন্দা অর্পিতা মুর্মু। এর পর থেকে মেয়েটির খোঁজ পায়নি ওই পরিবারটি। গত ২৬ ডিসেম্বর তিনি দাদপুর থানায় এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মেয়েটিকে বিহারে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের একটি দল বিহারে যায়। হুগলির অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অশেষ বিশ্বাস জানান, বিহারের পশ্চিম চম্পারণ জেলার সাতি থানার শিউপুর গ্রামের একটি বাড়ি থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়। ওই বাড়িতে মেয়েটিকে আটকে রাখা হয়েছিল। তদন্তকারী পুলিশ অফিসারদের দাবি, মেয়েটিকে বিভিন্ন অনুষ্ঠানে নাচতে নিয়ে যাওয়া হত। কিন্তু টাকা-পয়সা দেওয়া হত না। অর্পিতার সঙ্গে চম্পারণের জনৈক বিনোদ পাণ্ডের যোগাযোগ আছে। দরিদ্র পরিবারের মেয়েদের কাজের লোভ দেখিয়ে অর্পিতা তাঁদের নিয়ে গিয়ে বিনোদের হাতে তুলে দেয়। বিনোদের মাধ্যমেই বিভিন্ন কাজে লাগানো হয় তাঁদের। অশেষবাবু বলেন, “মেয়েটি ফিরলে তার সঙ্গে কথা বলে চক্রে জড়িতদের বিষয়ে বিশদে জানা যাবে। অভিযুক্ত অর্পিতা মুর্মু ও অন্যদের খোঁজ চলছে।”

অর্থসঙ্কট নিয়ে অধিবেশনের দাবি গুরুদাসের
আর্থিক সঙ্কটের বিষয়ে আলোচনার জন্য সংসদে বিশেষ অধিবেশনের দাবি তুললেন সিপিআই নেতা গুরুদাস দাশগুপ্ত। সংসদের শীতকালীন অধিবেশন শুরুর আগেই সর্বদলীয় বৈঠকে আন্তর্জাতিক আর্থিক সঙ্কট ও এ দেশে তার প্রভাব নিয়ে আলোচনার দাবি তুলেছিলেন গুরুদাস। স্পিকারের কাছে এ বিষয়ে প্রস্তাব দিলে তা গৃহীতও হয়। কিন্তু সংসদের অচলাবস্থা ও লোকপাল বিল নিয়ে বিতর্কের মধ্যে এর জন্য সময় বের করা যায়নি। আজ লোকসভা মুলতুবি হওয়ার আগে সংসদে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এই বাম নেতা। গুরুদাসের বক্তব্য, “দেশের এমন একটা সঙ্কটের বিষয় নিয়ে সংসদের গোটা অধিবেশনে আলোচনা হল না, এটা যেমন আমাদের ব্যর্থতা, তেমন সরকারেরও। সরকার পরিস্থিতি মোকাবিলায় কী করছে, তা সংসদে এসে বলা উচিত ছিল। আমরাও কতটা উদ্বিগ্ন, তা মানুষকে বোঝানো দরকার।” বিশেষ অধিবেশন ডেকে গোটা বিষয়টি নিয়ে আলোচনার দাবি আজ বাম ছাড়া অন্য বিরোধী দলগুলিও জানিয়েছে।

১১ই ত্রিপুরায় আসছেন হাসিনা
টিপাইমুখ বাঁধ ও তিস্তা জলবণ্টন নিয়ে বিতর্কের মধ্যেই ফের ভারতে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১১ জানুয়ারি ত্রিপুরায় আসছেন হাসিনা। তাঁকে সাম্মানিক ডি লিট উপাধি দেবে ত্রিপুরার বিশ্ববিদ্যালয়। মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে সীমান্ত সমস্যা সহ নানা বিষয় নিয়ে আলোচনা করার কথা হাসিনার। টিপাইমুখ বাঁধ নিয়ে হাসিনা সরকার ভারতের সঙ্গে সমঝোতায় পৌঁছতে চাইলেও এই বাঁধের তীব্র বিরোধী বাংলাদেশের বেশ কিছু রাজনৈতিক দল। আবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে তিস্তা জলবণ্টন চুক্তিও হয়নি। দ্বিপাক্ষিক সম্পর্কে ভাটার টান রুখতে হাসিনার সফর তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।

অম্বানী-পরিবারের সফরে ধীরুভাই স্মরণ চোরওয়াদের
দীর্ঘ বিবাদের পরে মিলন দেখেছিল চোরওয়াদ। আর সেই মিলন উস্কে দিল স্মৃতি। অম্বানী পরিবারের তিন প্রজন্ম প্রয়াত শিল্পপতি ধীরুভাইয়ের স্মৃতি ফিরিয়ে এনেছে তাঁর গ্রামবাসীর মনে। মঙ্গলবার দুপুরে চোরওয়াদে ধীরুভাই অম্বানী স্মৃতিসৌধের উদ্বোধনে হাজির হয়েছিলেন অনিল, মুকেশ ও তাঁদের পরবর্তী প্রজন্ম। ধীরুভাইয়ের পুরনো বাড়িটিকেই স্মৃতিসৌধের চেহারা দেওয়া হয়েছে। বাড়ির পিছনেই বাবুভাই ভাদেরের চাষের জমি। ধীরুভাই এলে গ্রামবাসীদের সঙ্গে দেখা করতেন বলে মনে আছে তাঁর। ৬৫ বছরের গোরবাপা ও ৭০ বছরের ভিখাভাইয়ের স্মৃতিতেও ধীরুভাই কাছের লোক। তবে, অনুষ্ঠানের সময়ে গ্রামের জন্য অম্বানীরা বিশেষ প্যাকেজ ঘোষণা করবেন বলে ভেবেছিলেন অনেকে। তা হয়নি। চোরওয়াদের বাসিন্দাদের অবশ্য মত, অম্বানীরা নিজের গ্রামকে কখনও অবহেলা করেননি। তাই চোরওয়াদও ভোলেনি তাঁদের।

দুর্ঘটনায় মৃত দুই ধুবুরিতে
দুটি পথ দুর্ঘটনায় দু’জন পথচারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ধুবুরি জেলার বিলাসিপাড়া থানা এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কে ঘটনা দু’টি ঘটেছে। জখম হয়েছে আরও এক জন। প্রথম ঘটনাটি ঘটে বিলাসিপাড়া থানার সূর্যখাতা গ্রামের কাছে জাতীয় সড়কে। আজিবর রহমান (৫২) নামে এক ব্যক্তি সাইকেল করে বাজার থেকে বাড়ি ফিরছিল। ধুবুরি থেকে বিলাসিপাড়া অভিমুখী একটি বাস তাকে ধাক্কা মারলে গুরুতর জখম হন। হাসপাতালে তার মৃত্যু হয়। বিলাসিপাড়ার বাঘমারি গ্রামের বাসিন্দা আজিবরবাবু এমই মাদ্রাসার প্রধান শিক্ষক ছিলেন। দ্বিতীয় ঘটনা ঘটে বিলাসিপাড়া চিরকুটা গ্রামের কাছে। গুয়াহাটি-কলকাতাগামী কয়লা বোঝাই ট্রাক উল্টো দিক থেকে আসা ট্রাককে ধাক্কা মারলে সেটি দুই পথচারীর গায়ে উল্টে যায়। ঘটনাস্থলেই এক জনের মৃত্যু হয়।

অমেঠিতে প্রচারে যেতে পারেন প্রিয়ঙ্কা
অমেঠি ও রায়বরেলীতে কংগ্রেসের নির্বাচনী প্রচারের প্রিয়ঙ্কা গাঁধী বঢ়রা নেতৃত্ব দিতে পারেন বলে বৃহস্পতিবার ইঙ্গিত দিয়েছেন কংগ্রেস নেতৃত্ব। বিধানসভা ভোটে বিভিন্ন এলাকায় দলের হয়ে প্রচার করবেন যাঁরা, নির্বাচন কমিশনের কাছে তাঁদের নাম পাঠিয়েছে কংগ্রেস। এর মধ্যেই রয়েছে প্রিয়ঙ্কার নাম। কংগ্রেস সূত্রের খবর, প্রচারে প্রিয়ঙ্কাকে চান গোটা রাজ্যের কর্মীরা । কিন্তু সনিয়া-রাহুল গোটা রাজ্যেই প্রচার করবেন। ফলে, অমেঠি ও রায়বরেলীর বিশেষ দায়িত্ব প্রিয়ঙ্কাকে দিতে চায় দল।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.