টুকরো খবর |
হামলা চালাচ্ছে টিএমসিপি, অভিযোগ |
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
জেলার কলেজগুলিতে ছাত্র পরিষদের কর্মী-সমর্থকদের উপরে আক্রমণ চালাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ। বৃহস্পতিবার বর্ধমানের কোর্ট চত্বরে একটি সাংবাদিক বৈঠকে এই অভিযোগ করলেন ছাত্র পরিষদের জেলা সভাপতি রাহুল ভকত ও অন্যতম নেতা বাবুল চট্টোপাধ্যায়। তাঁদের অভিযোগ, জেলার প্রায় ১০টি কলেজে তাঁরা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু বর্ধমান রাজ কলেজের মতই প্রায় সমস্ত কলেজেই তৃণমূল সমর্থকেরা তাঁদের প্রার্থীদের বাড়ি বাড়ি গিয়ে শুধু যে ভয় দেখাচ্ছেন তাই নয়, কলেজে প্রচার চালাতেও বাধা দিয়েছে। এ ব্যাপারে কংগ্রেসের ছাত্র সংগঠনটি পুলিশ বা কলেজ কর্তৃপক্ষের কাছে বারবার অভিযোগ জানিয়েও সুবিচার পায়নি। রাহুলবাবুর অভিযোগ, “এসএফআই বা সিপিএম থেকে এক দল দুষ্কৃতী তৃণমূল ছাত্র পরিষদে যোগ দিয়েই এই আক্রমণ চালাচ্ছে। তাদের দাপটে তৃণমূলের বহু কর্মী-সমর্থকও চুপ করে থাকতে বাধ্য হচ্ছেন।” এ দিকে, তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অশোক রুদ্রের দাবি, “এসএফআইয়ের সঙ্গে গাঁটছড়া বেঁধেই এ বার বিভিন্ন কলেজে ছাত্র সংসদের নির্বাচনে প্রার্থী দিয়েছিল ছাত্র পরিষদ। কিন্তু ওদের প্রার্থীরাই আমাদের পক্ষে চলে এসেছেন। তাই এখন মিথ্যা অভিযোগ করছে ওরা।”
|
হেরোইন-সহ গ্রেফতার মহিলা |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
হেরোইন-সহ এক মহিলাকে গ্রেফতার করেছে কুলটি থানার পুলিশ। আসানসোল-দুর্গাপুর পুলিশের এসিপি অঞ্জলি সিংহ জানিয়েছেন, ওই থানা এলাকার ১২ নম্বর সাঁকতোড়িয়া কলোনিতে দীর্ঘ দিন ধরে ওই ব্যবসা চালিয়ে আসছে তান্নু খাতুন নামে এক মহিলা। বৃহস্পতিবার রাতে তাকে ধরা হয়। তার কাছ থেকে ৪০ গ্রামের মতো হেরোইন পাওয়া গিয়েছে, যার বাজারদর প্রায় ৩০ হাজার টাকা। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। অন্য দিকে, ওই থানা এলাকার সাঁকতোড়িয়া কলোনিতে বৃহস্পতিবার ৯ এমএম দেশি মাউজার ও তিনটি তাজা কার্তুজ-সহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তারাশঙ্কর খাসুয়াস নামে ওই যুবক ২০১০ সালেও অস্ত্র-সহ গ্রেফতার হয়েছিল বলে দাবি পুলিশের। প্রাথমিক তদন্তের পরে পুলিশের ধারণা, এই দুষ্কৃতী বেআইনি অস্ত্রের কারবার করে। কোথা থেকে এই অস্ত্র সে আনল পুলিশ তা তদন্ত করে দেখছে।
|
কর্মীদের বদলি, বিক্ষোভ খনিতে |
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
২১৫ জন কর্মীকে অন্যত্র বদলির প্রতিবাদে কুনস্তরিয়া এরিয়ার ৫টি কোলিয়ারিতে কাজ না করে বৃহস্পতিবার প্রতিবাদ জানান ওভারম্যান ও মাইনিং সর্দাররা। এর আগে ২৬ ডিসেম্বর থেকেই ওই এরিয়ার নর্থ সিহারসোল কোলিয়ারির সামনে সিটু, আইএনটিটিইউসি-সহ অন্যান্য শ্রমিক সংগঠনগুলির যুক্ত কমিটি অবস্থান বিক্ষোভ শুরু করেন। সংগঠনের এক নেতা সুকুমার বাউরি জানান, চার মাস আগে নর্থ সিহারসোল কোলিয়ারিতে ভূগর্ভে জল ঢোকায় উৎপাদন বন্ধ হয়ে যায়। কিছুদিন আগে পাম্পের সাহায্যে জল তুলে নিলেও কোলিয়ারি চালু না করে কর্মীদের অন্যত্র বিজ্ঞপ্তি জারি করেন কর্তৃপক্ষ। তারই প্রতিবাদে লাগাতার আন্দোলন চলছে।
|
টাকা হাতানোর নালিশ অন্ডালে |
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম থেকে চার দফায় ১ লক্ষ ১০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করলেন এক ব্যক্তি। ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগে পাণ্ডবেশ্বরের কুমারডিহি গ্রামের বাসিন্দা স্বপনকুমার গড়াই জানান, ১০ ডিসেম্বর তিনি বাবাকে নিয়ে চেন্নাই যান। ২২ ডিসেম্বর বাড়ি ফেরেন। ২৮ ডিসেম্বর ব্যাঙ্কে গিয়ে দেখেন, তাঁর অ্যাকাউন্ট থেকে ১ লক্ষ ১০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। তিনি জানান, ২৭ তারিখ ৮০ হাজার ও পরে দিন তিন দফায় ১০ হাজার টাকা করে তুলে নেওয়া হয়েছে। ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছেন, বিষয়টি তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছেন।
|
তৈরি হচ্ছে মহিলা থানা |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
আসানসোলে তৈরি হচ্ছে মহিলা থানা। আসানসোলের বিশেষ সংশোধনাগারের উল্টো দিকে একটি সরকারি আবাসনে আপাতত এই থানা কাজ শুরু করবে। রাজ্যের আইন ও বিচারমন্ত্রী মলয় ঘটক জানান, আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনারকে সঙ্গে নিয়ে তিনি এই থানার স্থান নির্বাচন করেছেন। মোট ৪৯ জন অফিসার ও পুলিশকর্মী এই থানায় থাকবেন। প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছিল, হিরাপুরে এই থানাটি তৈরি হবে। কিন্তু প্রান্তিক শহরগুলির বাসিন্দাদের কথা ভেবেই থানাটি আসানসোলেই তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মলয়বাবু জানিয়েছেন। মহিলা সংক্রান্ত যে কোনও অভিযোগের তদন্ত করবেন এই থানার অফিসাররা।
|
‘বধূ নির্যাতন’, ধৃত ৩ |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
বধূ নির্যাতনের অভিযোগে কুলটি থানার পুলিশ ঝাড়খণ্ডের নিরসা থানা এলাকার বাসুদেবপুর গ্রাম থেকে বুধবার তিন জনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, বরাকরের সুকান্তপল্লির বাসিন্দা রীনাদেবী অভিযোগ করেন, ২০০২ সালে তাঁর নিরসার বাসিন্দা ধনেশ্বর ভুঁইয়ার সঙ্গে বিয়ে হয়। দিন কয়েক আগে তাঁকে শারীরিক নিগ্রহ করে তাড়িয়ে দেওয়া হয়েছে। ধৃতদের মধ্যে এক জন ওই বধূর শ্বশুর। বাকি দু’জন শ্বশুরবাড়ির সদস্য।
|
কারখানায় বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানার সামনে বৃহস্পতিবার অবস্থান বিক্ষোভ করে আইএনটিটিইউসি অনুমোদিত অ্যালয় স্টিলস্ কন্ট্রাক্টর ওয়ার্কমেন্স ইউনিয়ন। সংগঠনের সাধারণ সম্পাদক অশোক কুণ্ডু অভিযোগ করেন, কারখানায় আইএনটিটিইউসি কর্মী-সমর্থকেরা বিরোধীদের দ্বারা প্রহৃত হচ্ছেন। অথচ কর্তৃপক্ষ কোনও ব্যবস্থাই নিচ্ছেন না। তাই এ দিন তাঁরা অবস্থান বিক্ষোভ করেন। কারখানা কর্তৃপক্ষ অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
|
ডালে পোকা, বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
হরিপুর ৫৪ নম্বর অঙ্গনওয়ারি কেন্দ্রে নিম্নমানের মুসুরির ডাল ব্যবহারের অভিযোগ বৃহস্পতিবার বিক্ষোভ দেখাল হরিপুর আঞ্চলিক তৃণমূল। দলের নেতা তপন মণ্ডল জানান, ওই ডালে পোকা রয়েছে। তাঁরা পাল্টাতে বললেও কর্তৃপক্ষ তা করেননি। পুলিশের আশ্বাসে বিক্ষোভ ওঠে।
|
চুরির নালিশ, ধৃত ৫ |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
সেলের কুলটি কারখানায় মূল্যবান সামগ্রী চুরির অভিযোগে ৫ জনকে গ্রেফতার করল পুলিশ। কর্মরত সিআইএসএফ বুধবার রাতে মালপত্র-সহ ওই ৫ জনকে কারখানার ভিতরে পাকড়াও করে। পরে তাদের কুলটি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃতদের বৃহস্পতিবার আদালতে তোলা হলে বিচারক তাদের জেল হাজতে পাঠিয়েছেন। |
|