২৬তম জাতীয় সাব-জুনিয়র টেনিকয়েটে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বাংলার ছেলে-মেয়েদের কেউ দ্বিতীয় রাউন্ডের বাধা অতিক্রম করতে পারেনি। যদিও রাজ্য টেনিকয়েট সংস্থার সভাপতি সুশীল বসসুর কথায়, “আগে আমরা প্রথম রাউন্ডেই বিদায় নিতাম। আমাদের ছেলে-মেয়েরা এ বার দ্বিতীয় রাউন্ডে অন্তত উঠতে পারছে।” দলের প্রশিক্ষক তাপসকুমার ঘোষ বলেন, “আমাদের নিজস্ব মাঠ নেই। রাজ্যের বিভিন্ন স্কুল থেকে আমরা ছেলে-মেয়েদের বাছাই করে কোনও একটা স্কুলের মাঠে কয়েক দিন অনুশীলন করেই প্রতিযোগিতায় নামাতে বাধ্য হচ্ছি।” এ দিন ছেলেদের ডাবল্সের দ্বিতীয় রাউন্ডে বাংলার রাহুল রায় আর অমিত নস্কর ১-২ সেটে হেরেছে কেরালার মঙ্গেস ও মনিকান্তের কাছে। এই রাউন্ডেই সিঙ্গলসে কেরলের সাগর এস রমেশের কাছে ১-২ সেটে হেরেছে বাংলার প্রতীম চক্রবর্তী। মহারাষ্ট্রের আমোদ ডি ভাইটের কাছে ১-২ সেটে হেরেছে বাংলার অমর চট্টোপাধ্যায়। মেয়েদের সিঙ্গলসে মেঘালয়ের এস সারিনা ০-২ সেটে হারায় বাংলার পাপিয়া মালিককে। বাংলার রঙ্গনা হালদারকে ওই ফলে হারায় অন্ধ্রের কে বি রমিলা।
|
ফাইভ স্টার রিক্রিয়েশন ক্লাব আয়োজিত টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতার দ্বিতীয় সেমি ফাইনালে জয়ী হল মিহিজাম সিসি। তারা এইচসিএল বয়েজ ক্লাবকে ৩৫ রানে হারিয়ে ফাইনালে গেল। প্রথমে ব্যাট করতে নেমে মিহিজাম ৭ উইকেট হারিয়ে ১৪২ রান তোলে। জবাবে এইচসিএল বয়েজ ৬ উইকেট হারিয়ে ১০৭ রান করে। ব্যাটে ৩২ রান ও বলে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন বিজয়ী দলের অশোক সিংহ। আজ শুক্রবার ফাইনালে এ দিনের বিজয়ী দল শ্যামডি সিসি-র মুখোমুখি হবে।
|
জামগ্রাম বিদ্রোহী সঙ্ঘ আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় বৃহস্পতিবারের খেলায় মদনপুর অগ্নিবীণা সঙ্ঘ। তারা আয়োজক সংস্থাকে ২০ রানে হারায়। প্রথমে ব্যাট করে অগ্নিবীণা ৯ উইকেট হারিয়ে ১৪৫ রান তোলে। জবাবে ১২৫ রানের বেশি তুলতে পারেনি আয়োজক সংস্থা। ৫৯ রান করে ম্যাচের সেরা হয়েছেন বিজয়ী দলের মহম্মদ বিকি।
|
চিচুঁড়িয়া অ্যাবলুম অ্যাসোসিয়েশন আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় বৃহস্পতিবারের খেলায় বনবহাল এসসি ১১ রানে হারায় ডাহুকা বিবেকানন্দ সঙ্ঘকে। প্রথমে ব্যাট করে বনবহাল ৭ উইকেট হারিয়ে ১৭০ রান তোলে। জবাবে বিবেকানন্দ ৭ উইকেট হারিয়ে ১৫৯ রানের বেশি তুলতে পারেনি। ব্যাটে ৫৫ রান ও বলে একটি উইকেট নিয়ে ম্যাচের সেরা জয়ী দলের বালা ঠাকুর।
|
কমলেশ সিংহ স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় বৃহস্পতিবারের খেলা অমীমাংসিত ভাবে শেষ হয়। মহাবীর সঙ্ঘ ও রামবাগান উন্নয়ন সমিতির খেলায় কোনও গোল হয়নি। ম্যাচের সেরা হন মহাবীর ক্লাবের প্রবীর গোস্বামী।
|
মানিক উপাধ্যায় স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতায় বৃহস্পতিবারের খেলায় জয়ী হল আসানসোল বুধা ক্লাব। তারা সেনর্যালে ক্লাবকে সুপার ওভারের খেলায় ১ রানে হারায়। প্রথমে ব্যাট করে সেন র্যালে ৯ উইকেট হারিয়ে ১৩৫ রান তোলে। জবাবে আসানসোল বুধা ৮ উইকেট হারিয়ে একই রান তোলে। এরপর সুপার ওভারে বুধা ১ রানে হারায় সেন র্যালেকে।
|
প্রতিমা সঙ্ঘ আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় বৃহস্পতিবারের খেলায় বিজয়ী হল নেতাজি সঙ্ঘ। তারা ডিএমসিসি-কে ৮ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে ডিএমসিসি সব উইকেট হারিয়ে ৮০ রান তোলে। জবাবে নেতাজি সঙ্ঘ ২ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয়। সর্বোচ্চ ৪০ রান করেন বিজয়ী দলের অয়ন ঠাকুর।
|
রবীন কাজি স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতায় বৃহস্পতিবারের খেলায় চিচুঁড়িয়া ১৫২ রানে দোমহানিকে হারায়। প্রথমে ব্যাট করে চিচুঁড়িয়া ৪ উইকেট হারিয়ে ২৩২ রান তোলে। জবাবে সব উইকেট হারিয়ে ৮০ রানের বেশি তুলতে পারেনি দোমহানি। |