খেলার টুকরো খবর
সাব-জুনিয়র টেনিকয়েট
২৬তম জাতীয় সাব-জুনিয়র টেনিকয়েটে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বাংলার ছেলে-মেয়েদের কেউ দ্বিতীয় রাউন্ডের বাধা অতিক্রম করতে পারেনি। যদিও রাজ্য টেনিকয়েট সংস্থার সভাপতি সুশীল বসসুর কথায়, “আগে আমরা প্রথম রাউন্ডেই বিদায় নিতাম। আমাদের ছেলে-মেয়েরা এ বার দ্বিতীয় রাউন্ডে অন্তত উঠতে পারছে।” দলের প্রশিক্ষক তাপসকুমার ঘোষ বলেন, “আমাদের নিজস্ব মাঠ নেই। রাজ্যের বিভিন্ন স্কুল থেকে আমরা ছেলে-মেয়েদের বাছাই করে কোনও একটা স্কুলের মাঠে কয়েক দিন অনুশীলন করেই প্রতিযোগিতায় নামাতে বাধ্য হচ্ছি।” এ দিন ছেলেদের ডাবল্সের দ্বিতীয় রাউন্ডে বাংলার রাহুল রায় আর অমিত নস্কর ১-২ সেটে হেরেছে কেরালার মঙ্গেস ও মনিকান্তের কাছে। এই রাউন্ডেই সিঙ্গলসে কেরলের সাগর এস রমেশের কাছে ১-২ সেটে হেরেছে বাংলার প্রতীম চক্রবর্তী। মহারাষ্ট্রের আমোদ ডি ভাইটের কাছে ১-২ সেটে হেরেছে বাংলার অমর চট্টোপাধ্যায়। মেয়েদের সিঙ্গলসে মেঘালয়ের এস সারিনা ০-২ সেটে হারায় বাংলার পাপিয়া মালিককে। বাংলার রঙ্গনা হালদারকে ওই ফলে হারায় অন্ধ্রের কে বি রমিলা।

টি-টোয়েন্টি ক্রিকেট
ফাইভ স্টার রিক্রিয়েশন ক্লাব আয়োজিত টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতার দ্বিতীয় সেমি ফাইনালে জয়ী হল মিহিজাম সিসি। তারা এইচসিএল বয়েজ ক্লাবকে ৩৫ রানে হারিয়ে ফাইনালে গেল। প্রথমে ব্যাট করতে নেমে মিহিজাম ৭ উইকেট হারিয়ে ১৪২ রান তোলে। জবাবে এইচসিএল বয়েজ ৬ উইকেট হারিয়ে ১০৭ রান করে। ব্যাটে ৩২ রান ও বলে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন বিজয়ী দলের অশোক সিংহ। আজ শুক্রবার ফাইনালে এ দিনের বিজয়ী দল শ্যামডি সিসি-র মুখোমুখি হবে।

জয়ী অগ্নিবীণা সঙ্ঘ
জামগ্রাম বিদ্রোহী সঙ্ঘ আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় বৃহস্পতিবারের খেলায় মদনপুর অগ্নিবীণা সঙ্ঘ। তারা আয়োজক সংস্থাকে ২০ রানে হারায়। প্রথমে ব্যাট করে অগ্নিবীণা ৯ উইকেট হারিয়ে ১৪৫ রান তোলে। জবাবে ১২৫ রানের বেশি তুলতে পারেনি আয়োজক সংস্থা। ৫৯ রান করে ম্যাচের সেরা হয়েছেন বিজয়ী দলের মহম্মদ বিকি।

জয়ী বনবহাল এসসি
চিচুঁড়িয়া অ্যাবলুম অ্যাসোসিয়েশন আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় বৃহস্পতিবারের খেলায় বনবহাল এসসি ১১ রানে হারায় ডাহুকা বিবেকানন্দ সঙ্ঘকে। প্রথমে ব্যাট করে বনবহাল ৭ উইকেট হারিয়ে ১৭০ রান তোলে। জবাবে বিবেকানন্দ ৭ উইকেট হারিয়ে ১৫৯ রানের বেশি তুলতে পারেনি। ব্যাটে ৫৫ রান ও বলে একটি উইকেট নিয়ে ম্যাচের সেরা জয়ী দলের বালা ঠাকুর।

স্মৃতি ফুটবল
কমলেশ সিংহ স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় বৃহস্পতিবারের খেলা অমীমাংসিত ভাবে শেষ হয়। মহাবীর সঙ্ঘ ও রামবাগান উন্নয়ন সমিতির খেলায় কোনও গোল হয়নি। ম্যাচের সেরা হন মহাবীর ক্লাবের প্রবীর গোস্বামী।

হারল সেনর্যালে
মানিক উপাধ্যায় স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতায় বৃহস্পতিবারের খেলায় জয়ী হল আসানসোল বুধা ক্লাব। তারা সেনর্যালে ক্লাবকে সুপার ওভারের খেলায় ১ রানে হারায়। প্রথমে ব্যাট করে সেন র্যালে ৯ উইকেট হারিয়ে ১৩৫ রান তোলে। জবাবে আসানসোল বুধা ৮ উইকেট হারিয়ে একই রান তোলে। এরপর সুপার ওভারে বুধা ১ রানে হারায় সেন র্যালেকে।

জয়ী নেতাজি সঙ্ঘ
প্রতিমা সঙ্ঘ আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় বৃহস্পতিবারের খেলায় বিজয়ী হল নেতাজি সঙ্ঘ। তারা ডিএমসিসি-কে ৮ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে ডিএমসিসি সব উইকেট হারিয়ে ৮০ রান তোলে। জবাবে নেতাজি সঙ্ঘ ২ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয়। সর্বোচ্চ ৪০ রান করেন বিজয়ী দলের অয়ন ঠাকুর।

দোমহানির হার
রবীন কাজি স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতায় বৃহস্পতিবারের খেলায় চিচুঁড়িয়া ১৫২ রানে দোমহানিকে হারায়। প্রথমে ব্যাট করে চিচুঁড়িয়া ৪ উইকেট হারিয়ে ২৩২ রান তোলে। জবাবে সব উইকেট হারিয়ে ৮০ রানের বেশি তুলতে পারেনি দোমহানি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.