বাগান খুলতে স্মারকলিপি
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
পানিঘাটা বাগান খোলার দাবিতে শ্রম দফতরে যুগ্ম কমিশনারকে স্মারকলিপি দিল গোর্খা জনমুক্তি মোর্চার চা শ্রমিক ইউনিয়ন। বুধবার দার্জিলিং, তরাই, ডুয়ার্স প্ল্যানটেশন লেবার ইউনিয়নের এক প্রতিনিধি দল শ্রম দফতরের যুগ্ম কমিশনারের অফিসে যান। সোমবার বিকালে শ্রমিক অসন্তোষের কথা জানিয়ে পানিঘাটা চা বাগান লকআউট করে চলে যান মালিক পক্ষ। ৯৭৫ জন কর্মহীন হয়ে পড়েন। প্ল্যানটেশন লেবার ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য হরিহর আচার্য বলেন, “এমন চললে চা বাগানের উপর নির্ভরশীল সাধারণ মানুষের চরম কষ্টের মধ্যে পড়তে হবে। সে কথা জানিয়ে শ্রম দফতরের যুগ্ম কমিশনারের সাহায্য চেয়েছি আমরা। নতুন বছরের প্রথম সপ্তাহের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠক ডেকে চা বাগানপরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন তিনি।” |
এসএমএস, ধৃত পুলিশি হাজতে
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
এক তরুণীকে অশ্লীল এসএমএস পাঠানোর অভিযোগে এক যুবককে চারদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত। মঙ্গলবার শিলিগুড়ি এসিজেএম আদালতের বিচারক ওই নির্দেশ দেন। অভিযুক্ত হেমরাজ তেওয়ারির বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার নওদাখালিতে। বিধাননগরের ওই তরুণীর অভিযোগ, বছর খানেক আগে সোনাপুরে একটি বিয়েতে তাদের মধ্যে পরিচয় হয়। তার পর থেকে ওই তরুণীর মোবাইলে অশ্লীল এসএমএস পাঠাতে শুরু করে হেমরাজ। বিষয়টি নিয়ে কয়েক দফায় ওই যুবককে সতর্ক করা হলেও এসএমএস পাঠানো বন্ধ হয়নি। তার পরেই বিধাননগর থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী। মঙ্গলবার শিলিগুড়ি এসিজেএম আদালতে আত্মসমর্পণ করে হেমরাজ। তদন্তকারী পুলিশ অফিসারের আবেদনের ভিত্তিতে তাকে চারদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “তদন্ত চলছে। ব্যবস্থা নেওয়া হবে।” |
চুরির ঘটনায় এক মহিলাকে গ্রেফতার করল পুলিশ। বুধবার মাটিগাড়া থানার পুলিশ বিশ্বাস কলোনি থেকে তাঁকে ধরা হয়। ধৃতকে জেরা করে ৫টি মোবাইল, ৩টি গ্যাস সিলিণ্ডার, বাসনপত্র এবং নগদ ২৮ হাজার টাকা উদ্ধার হয়। শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ অফিসার অমিত জাভালগি বলেন, “আরও কারা জড়িত রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।” |