ধান কেনার দাবি গণ-কনভেনশনে |
পিসিসি সিপিআই (এমএল)-সহ সিপিআই (এমএল)-এর ৫টি গোষ্ঠীর সমন্বয়ে গঠিত ‘বাম সমন্বয় মঞ্চ’-এর উদ্যোগে বুধবার গোপীবল্লভপুরের জিমি হলে এক গণ-কনভেনশনের আয়োজন করা হয়। সেখানে সন্তোষ রানা, উপাংশু মাহাতো, প্রদীপ সিংহঠাকুররা ধানের সরকারী সহায়ক-মূল্য ১০৮০ টাকা থেকে বাড়িয়ে ১৬০০ টাকা করার দাবি জানান। তাঁদের বক্তব্য, জঙ্গলমহলের মূলবাসীদের প্রধান উৎসব ‘মকর-পরব’-এর আগে সরকারি ভাবে ধান কেনা না-হলে প্রান্তিক ও ক্ষুদ্র চাষিরা ভীষণ ক্ষতিগ্রস্ত হবেন। এখনও পর্যন্ত জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকায় সরকারি ভাবে ধান কেনা শুরু হয়নি। প্রতিটি গ্রামে সরকারি ভাবে ধান কেনার দাবি করা হয় কনভেনশনে। ছাত্র পরিষদের উদ্যোগ। ছাত্র পরিষদের খড়্গপুর কলেজ ইউনিটের উদ্যোগে বুধবার এক রক্তদান শিবির হল কলেজ ক্যাম্পাসেই। উপস্থিত ছিলেন কংগ্রেসের শহর সভাপতি অমল দাস, ছাত্র পরিষদের জেলা সভাপতি মহম্মদ সইফুল প্রমুখ।
|
বড়দিন উপলক্ষে নির্মল-হৃদয় আশ্রমের মাঠের মেলায় সোমবার থেকে শুরু হয়েছে শিল্পকলা সংস্থা কলাকেন্দ্রের বার্ষিক চিত্রকলা প্রদর্শনী। সংস্থার ছাত্রছাত্রীদের আঁকা ২০০টির মতো ছবি ও নানা শিল্প-সামগ্রী প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনী চলবে ২ জানুয়ারি পর্যন্ত। সম্প্রতি ছবির এক প্রদর্শনী এবং কর্মশালার আয়োজন করা হয়েছিল খড়্গপুরের ইন্দা বালিকা বিদ্যালয়েও। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়্গপুরের মহকুমাশাসক সুদত্ত চৌধুরী, আইআইটি-র অধ্যাপক দেবাশিস দেব, শিক্ষাবিদ তুষার পঞ্চানন-সহ বিশিষ্টেরা। খড়্গপুর অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীতে ২৫৭ জন পড়ুয়ার প্রায় ৪৫২টি ছবি প্রদর্শিত হয়।
|
চাঁইপাট ডিরোজিও সমাজকল্যাণ কেন্দ্রের উদ্যোগে শুরু হল বিদ্যাসাগর-শরৎ-সুকান্ত মেলা। চাঁইপাট স্কুল মাঠে গত রবিবার প্রথম বর্ষের এই মেলার উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের গোলপার্ক শাখার সহকারী অধ্যক্ষ স্বামী তদবিদানন্দ। উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমাশাসক অংশুমান আধিকারী, এলাকার বিধায়ক অজিত ভুঁইয়া প্রমুখ। সাত দিনের এই মেলায় প্রতিদিনই থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার-সহ প্রতিযোগিতামূলক নানা অনুষ্ঠান।
|
পরিমল-কাননে পিকনিক করতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী-বোঝাই একটি গাড়ি উল্টে পড়ল নয়ানজুলিতে। জখম হয়েছেন ১২ জন। বুধবার সকালে চন্দ্রকোনা রোডের বওড়াশোল সংলগ্ন একটি হিমঘরের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। আহতদের চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। তিন জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে,আহতদের সবার বাড়ি হুগলির আরামবাগে। |