টুকরো খবর
খুনের ছক ছিল, ‘কবুল’ ধৃতের
বেলুড়ের বাসিন্দা সঞ্জয় সাউ ওরফে রাজেশকে খুনের উদ্দেশ্যেই হাত-পা বেঁধে, বেহুঁশ করে নির্জন জায়গায় ফেলে রাখে দুষ্কৃতীরা। মঙ্গলবারের ওই ঘটনায় জড়িত অভিযোগে রিঙ্কু গুপ্ত নামে এক দুষ্কৃতীকে গ্রেফতারের পরে এমনই দাবি পুলিশের। পুলিশ জানায়, চটকলের অস্থায়ী কর্মী সঞ্জয় ওই রাতে সাইকেলে বেলুড় মঠের দিকে যাওয়ার সময়ে রিঙ্কু ও আরও কয়েক জন পথ আটকায়। অভিযোগ, আগ্নেয়াস্ত্র দেখিয়ে সঞ্জয়কে মড়া-পোড়া ঘাট এলাকায় নিয়ে গিয়ে রাস্তায় হাত-পা বেঁধে ফেলে রাখে। খবর পেয়ে ওই রাতেই সঞ্জয়কে উদ্ধারের পাশাপাশি রিঙ্কুকেও ধরে পুলিশ। পুলিশের দাবি, রিঙ্কু স্বীকার করেছে, খুনের উদ্দেশ্যেই এই কাজ করে তারা। সঞ্জয়কে নেশা করতেও বাধ্য করে। পুলিশ সূত্রে খবর, বেলুড়ের দুষ্কৃতী পলাশ দাস-খুনে অভিযুক্ত শ্রীকান্ত যাদবের দলের সঙ্গে যুক্ত সঞ্জয়। সে পলাশের ঘনিষ্ঠদের সঙ্গেও যোগাযোগ রাখত। পুলিশের দাবি, পলাশের ঘনিষ্ঠদেরই এক জন, রিঙ্কুকে জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, কিছু দিন ধরে রিঙ্কুরা সন্দেহ করছিল সঞ্জয় গুপ্তচরের কাজ করছে। হাওড়া সিটি পুলিশের ডেপুটি কমিশনার (সদর) সুকেশ জৈন বলেন, “পুলিশি হেফাজতে রিঙ্কুর কাছ থেকে এ ঘটনা সম্পর্কে আরও তথ্য জানার চেষ্টা চলছে। পাশাপাশি, এতে আর কারা জড়িত তা-ও জানা হচ্ছে।”

কর্তা নিগ্রহে দোষীরা অধরা
ওএনজিসি কর্তার মারধরের ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। আহত সত্যব্রত মুখোপাধ্যায় এখন কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানায়, কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। তাদের খোঁজে তল্লাশি চলছে। গত ২৪ ডিসেম্বর রাতে বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ সেরে স্ত্রী ও মেয়েকে নিয়ে ব্যান্ডেলের বলাগড় রোডে বাড়িতে ফেরার সময় কয়েকজন মদ্যপ যুবকের হাতে প্রহৃত হন সত্যব্রতবাবু। তাঁর স্ত্রী বিদিশাদেবী জানান, ওই যুবকেরা কটূক্তি করছিল। বাড়ির সামনে গাড়ি থেকে নামতেই তারা মারধর শুরু করে। তাঁর চোখে গুরুতর চোট লাগে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর চোখে অস্ত্রোপচার হয়েছে। এখনও বিপদ কাটেনি।

হাওড়া-হুগলিতে পালিত কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস
বুধবার কংগ্রেসের ১২৭ তম প্রতিষ্ঠা দিবস পালন করল দলের বাগনান ব্লক কমিটি। এই উপলক্ষে বাগনান স্টেশন চত্বরে একটি সমাবেশের আয়োজন করা হয়। এর পরে একটি বিশাল মিছিল শহর পরিক্রমা করে। সমাবেশ ও মিছিলে জেলা ও ব্লক কংগ্রেসের নেতা-কর্মীরা যোগ দেন। হুগলিতেও এ দিন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটিকে পালন করেন কংগ্রেস নেতৃত্ব। দলের জেলা সভাপতি দিলীপ নাথ জানান, এ দিন সকালে একটি বাইক মিছিল বের হয়। মাহেশের স্নানপিড়ি ময়দান থেকে মিছিল শুরু হয়। শেষ হয় চাঁপদানির পলতাঘাটে। এর পরে চুঁচুড়ার ঘড়ির মোড়ে অনুষ্ঠান হয়। সেখানে বক্তব্য রাখেন দলের নেতা আব্দুল মান্নান-সহ অন্যরা। বিকেলে শ্রীরামপুরের টাউন হলে আলোচনাচক্রের আয়োজন করা হয়। আলোচনার বিষয় ছিল ‘ভারতীয় রাজনীতিতে জাতীয় কংগ্রেসের অপরিহার্যতা’। বক্তব্য রাখেন অধ্যাপক সুনন্দ সান্যাল, অধ্যাপক নিত্যানন্দ দে প্রমুখ।

ক্লাবের ৭৫ তম বর্ষপূর্তি
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গত এক বছর ধরে পালিত হচ্ছে হুগলির জনাই ইউথস্ স্পোর্টিং অ্যাসোসিয়েশনের ৭৫ তম বর্ষপূর্তি উৎসব। ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক রমেন্দ্র ভট্টার্চায জানান, ওই উৎসবের অঙ্গ হিসেবে গত ২৪ ডিসেম্বর ক্লাব প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ক্লাবের প্রবীণ সদস্যদের সম্মান জানানো হয়। দুঃস্থদের বস্ত্র বিতরণ করা হয়। বিভিন্ন সামাজিক কর্মসূচি, বৃক্ষরোপণ, বসে আঁকো প্রতিযোগিতা, ক্যারাম, ব্যাডমিন্টন ও ফুটবল প্রতিযোগিতা হয়। ক্লাবের তরফে জানানো হয়েছে, জনাইয়ের একদা জমিদার মুখোপাধ্যায় পরিবারের জমিতে ওই ক্লাব গড়ে উঠেছিল। সেই জমিতে চারটি ক্লাবের চারটি ঘর ছাড়াও ফুটবল ও ক্রিকেট খেলার মাঠ, ভলিবল, ব্যাডমিন্টন খেলার মাঠ এবং পার্ক রয়েছে। মোট জমির পরিমাণ ৮৩ কাঠা। ওই দিন পুরো জমিটাই পাকাপাকি ভাবে ক্লাবকে দান করলেন পরিবারের বর্তমান কর্তা ইন্দ্রনাথ মুখোপাধ্যায়। অনুষ্ঠান মঞ্চে ক্লাবের কর্মকর্তাদের হাতে দানপত্র তুলে দেন ইন্দ্রনাথবাবু। ওই সংক্রান্ত একটি ফলকও উন্মোচন করেন তিনি। ইন্দ্রনাথবাবু বলেন, “এখন ছেলেমেয়েদের খেলাধূলোর জায়গা কমে যাচ্ছে। আমরা চাই ছেলেমেয়েরা আরও মাঠমুখো হোক। ক্রীড়াক্ষেত্রে আরও সুযোগ-সুবিধা পাক। সেই জন্যই জমিটা পাকাপাকি ভাবে দানের সিদ্ধান্ত নিয়েছি আমরা।”

গঙ্গায় ডুবে মৃত্যু
গঙ্গায় স্নান করতে গিয়ে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে হাওড়ার বালির চৈতন্যপাড়ায়। পুলিশ জানায়, মৃতের নাম সিমল সিংহ (৪৮)। তাঁর বাড়ি বালির শ্রীচরণ সরণীতে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এ দিন সকাল ৯টা নাগাদ বাড়ির কাছে গঙ্গার চৈতন্যপাড়া পুরনো বাধাঘাটে স্নান করতে নামেন সিমলবাবু। সে সময়ে আচমকা তলিয়ে যান তিনি। প্রায় আধ ঘণ্টা বাদে স্থানীয় নিমতলা ঘাটের কাছ থেকে তাঁকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

প্রৌঢ়ের দেহ উদ্ধার গোঘাটের গ্রামে
ন’দিন ধরে নিখোঁজ গোঘাটের হাজিপুর গ্রামের এক প্রৌঢ়ের মৃতদেহ উদ্ধার হল স্থানীয় পুকুর থেকে। পুলিশ জানায়, মৃতের নাম মঙ্গল মালিক (৫০)। প্রাথমিক তদন্তের পরে পুলিশ অফিসারেরা জানতে পেরেছেন, ওই প্রৌঢ় মাঝে মধ্যেই নিখোঁজ হয়ে যেতেন। আবার ফিরেও আসতেন কিছু দিন পর। এ বার বাড়ি থেকে বেরোনোর পরে সে কারণে বাড়ির লোক পুলিশে খবরও দেননি। পুলিশের অনুমান, কোনও ভাবে পুকুরে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে মঙ্গলবাবুর। মৃতদেহ ময়না-তদন্তে পাঠানো হয়েছে।

সোনার দোকানে চুরি
তালা ভেঙে গয়না ও কয়েক হাজার টাকা চুরি করে পালাল দুষ্কৃতীরা। মঙ্গলবার, জগাছার একটি সোনার দোকানে। পুলিশ জানায়, বুধবার সকালে দোকানমালিক দিলীপ মাঝির ছেলে সন্দীপ দোকান খুলতে এসে দেখেন, সব তালা ভাঙা। শো-কেস থেকে সোনার গয়না উধাও। নেই লোহার সিন্দুক। দিলীপবাবু পুলিশকে জানান, সিন্দুকে রুপোর গয়না, বাঁট ও কয়েক হাজার টাকা ছিল। তাঁর অভিযোগ, কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

সাংস্কৃতিক অনুষ্ঠান বাগনানে
সম্প্রতি বাগনানের আন্টিলা-বাগাবেড়িয়া প্রগতিশীল পাঠাগারের পরিচালনায় দু’দিন ধরে রবীন্দ্র, নজরুল এবং সুকান্তের জন্মজয়ন্তী উপলক্ষে নানা অনুষ্ঠান হয়। একই সঙ্গে পালিত হয় জাতীয় সঙ্গীতের শতবর্ষ। এই উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, বসে আঁকো প্রতিযোগিতা, আবৃত্তি এবং বৃক্ষরোপণ করা হয়।

চার দুষ্কৃতী ধৃত
ডাকাতির উদ্দেশে জড়ো হওয়া চার দুষ্কৃতী গ্রেফতার হল। মঙ্গলবার, বেলুড় ভোটবাগান থেকে। ধৃতদের নাম জয় মণ্ডল, নীতেশ সিংহ, সুনীল সিংহ ওরফে কানা সুনীল ও নন্দু যাদব। হাওড়া সিটি পুলিশের ডিসি (ডিডি) অখিলেশ চতুর্বেদী বলেন, “ধৃতদের থেকে একটি ওয়ান শটার ও একটি মোটরবাইক মিলেছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.