ফের কিছুটা পড়ল শেয়ার বাজার। বুধবার সেনসেক্স নেমেছে ১৪৬.১০ পয়েন্ট। বাজার বন্ধের সময় সূচক ছিল ১৫,৭২৭.৮৫ অঙ্কে। এ দিন বিশেষ করে ব্যাঙ্কিং, ধাতু, গাড়ি সংস্থার শেয়ার দর ছিল নিম্নমুখী। উল্লেখযোগ্য ভাবে পড়েছে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ, স্টেট ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, আইটিসি-সহ বেশ কিছু নামী সংস্থার দর। যা সূচকের কাঁটাকে টেনে নামিয়েছে বলে বাজার সূত্রের খবর। এমনিতেই ভারতের বাজারে কিছুটা মন্দা ভাব। তার উপর বছর শেষে বড়দিনের ছুটির মরসুমে আমেরিকা-সহ কিছু দেশের বাজার বন্ধ। ছুটি শেষে ওই সব বাজারে লেনদেন কোন দিকে যায়, তা নিয়ে লগ্নিকারীদের মনে অনিশ্চয়তাও রয়েছে। সেই কারণেই এখন ভারতের বাজারে শেয়ার কিনে হাতে ধরে রাখতে সাহস পাচ্ছেন না লগ্নিকারীরা। এবং বাজারের হাল বাজেটের আগে ফেরার তেমন সম্ভাবনা দেখছেন না বিশেষজ্ঞদের সিংহভাগই। চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে শিল্প সংস্থার থেকে আগাম আয়কর আদায়ের অঙ্কও তেমন বাড়েনি। বিশেষজ্ঞদের মতে এটা ভাল লক্ষণ নয়। শিল্পের উন্নতি হলে তবেই শেয়ার বাজারে প্রাণ ফিরবে।
|
এইচইউএল পর্ষদ ছাড়লেন পারেখ |
হিন্দুস্তান ইউনিলিভারের (এইচইউএল) পরিচালন পর্ষদে স্বাধীন ডিরেক্টরের পদ থেকে ইস্তফা দিলেন এইচডিএফসি চেয়ারম্যান দীপক পারেখ। বম্বে স্টক এক্সচেঞ্জকে সংস্থা জানিয়েছে, গত ১৪ বছরের বেশি সময় ধরে সংস্থার সঙ্গে যুক্ত থাকার পর এ বার ব্যক্তিগত কারণেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ডিরেক্টর হিসেবে কার্যকালে এইচইউএলের ব্যবসা বিস্তারে পারেখের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বলে জানিয়েছে সংস্থা। তিনি সংস্থাটির অডিট কমিটির চেয়ারম্যানও ছিলেন। প্রসঙ্গত, এইচইউএল পর্ষদে স্বাধীন ডিরেক্টর হিসেবে টিসিএস-এর ভাইস চেয়ারম্যান এস রামদোরাই-ও আছেন।
|
ধীরুভাই অম্বানীর স্মৃতিরক্ষার্থে সংগ্রহশালার উদ্বোধন হল বুধবার। ধীরুভাই-পত্নী কোকিলাবেন ছাড়াও অনুষ্ঠানের গোটা সময়েই সপরিবার উপস্থিত ছিলেন মুকেশ ও অনিল অম্বানী। ইয়েমেন গিয়ে ব্যবসা শুরু করার আগে গুজরাতের জুনাগড় জেলায় চোরওয়াদ গ্রামে যে বাড়িতে ধীরুভাই ভাড়া থাকতেন, সেই বাড়িটিকেই সংগ্রহশালায় পরিণত করেছেন তাঁরা। সেখানে বিদেশ থেকে লেখা ধীরুভাইয়ের চিঠি, তাঁর বহু ছবি এবং দলিল রাখা হয়েছে।
|
মুদ্রা বিনিময় চুক্তি জাপানের সঙ্গে |
টাকার পতন রুখতে প্রত্যাশা মতোই মুদ্রা বিনিময় চুক্তিতে সই করলেন জাপানি প্রধানমন্ত্রী ইয়োশিকো নোডা এবং ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। ১৫০০ কোটি ডলারের এই চুক্তির ফলে দু’দেশের বাণিজ্যে বাড়তি গুরুত্ব পাবে জাপানি মুদ্রা ইয়েন। ২০০৮-এ ৩০০ কোটি ডলারের চুক্তি হলেও তার মেয়াদ শেষ হয় জুনে। এ দিন বাজার বন্ধের সময়ে ডলারে টাকার দাম বেড়েছে ৫ পয়সা। ফলে প্রতি ডলারের দাম দাঁড়ায় ৫২.৯৭/৯৮ টাকা।
|
অনাবাসী জমায় সুদ বাড়াল দুই ব্যাঙ্ক |
এ বার অনাবাসী ভারতীয়দের টাকার অঙ্কে মেয়াদি আমানতে সুদ বাড়িয়ে সর্বোচ্চ ৯.২৫% করল আইসিআইসিআই ব্যাঙ্ক। আজ থেকে কার্যকর হচ্ছে নয়া হার। একই পথে হাঁটল আইডিবিআই ব্যাঙ্কও। বুধবার থেকেই তারা এক বছর এক দিন থেকে ১০ বছরের মেয়াদি জমায় ৯.৫০% সুদ দেবে বলে জানিয়েছে। এক বছরের মেয়াদি আমানতে সুদ হবে ৯.২৫%। |