নিজস্ব সংবাদদাতা • মাড়গ্রাম |
ক্রেতা সুরক্ষা আইনের ২৫ বছর পূর্তি এবং জাতীয় উপভোক্তা দিবস উপলক্ষে বুধবার তারাপীঠ পুলিশ ফাঁড়ির সামনে একটি আলোচনা শিবির হয়েছে। মল্লারপুর নৈশুভা এবং জেলা উপভোক্তা বিষয়ক বিভাগের উদ্যোগে এই শিবির হয়। এই উপলক্ষে এ দিন একটি র্যালি হয়। একই সঙ্গে তারাপীঠে আসা দর্শনার্থীরা প্রতারিত হলে কোথায় কী ভাবে অভিযোগ করবেন সে নিয়েও আলোচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা উপভোক্তা কল্যাণ আধিকারিক প্রদীপ মজুমদার, জেলা উপভোক্তা বিরোধ নিষ্পত্তি বিষয়ক প্রাক্তন জেলা সভাপতি সন্তোষকুমার রায় প্রমুখ।
|
নিজস্ব সংবাদদাতা • নলহাটি |
ট্রেন থেকে পড়ে মৃত্যু হল এক যুবকের। পুলিশ ওই যুবকের পরিচয় জানাতে পারেনি। মঙ্গলবার তার সওয়া ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে নলহাটি স্টেশনে। রেলপুলিশ সূত্রে জানা গিয়েছে, আপ বারহারোয়া লোকাল ট্রেন থেকে যুবকটি পড়ে যায়।
|
নিজস্ব সংবাদদাতা • সাঁইথিয়া |
লরি শ্রমিক কংগ্রেসের ২৮তম বার্ষিক সম্মেলন হয়ে গেল বুধবার সাঁইথিয়া রবীন্দ্র ভবনে। আইএনটিইউসি নেতা মৃণাল বসু, সব্যসাচী দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন। সকালে সদস্যেরা মিছিল করেন।
|
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
স্বাধীনতা সংগ্রামী শক্তিপদ কুণ্ডু প্রয়াত হলেন। তাঁর বয়েস হয়েছিল ৯০ বছর। মঙ্গলবার রাতে বোলপুর শহরের হাটতলায় পাড়ায় বাড়িতেই তাঁর মৃত্যু হয়।
|
রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি গরু মারা গেল। বুধবার বরাবাজারের মানপুর গ্রামের কাছে, বরাবাজার-বামুনডিহা রাস্তায় ঘটেছে। |