খেলার টুকরো খবর

সাব-জুনিয়র টেনিকয়েট
২৬তম জাতীয় সাব-জুনিয়র টেনিকয়েটের মিক্সড ডাবলসে্ ফাইনালে উঠল বাংলার সোমা মণ্ডল ও অর্ণব সাঁতরা। তারা কোয়ার্টার ফাইনালে ওডিশাকে ২-০ এবং পুদুচেরিকে ২-১ সেটে হারায়। দলগত বিভাগের প্রথম ম্যাচে বাংলার ছেলেরা কেরলের কাছে ০-৩ সেটে ও বাংলার মেয়েরা গ্রুপ লিগের প্রথম ম্যাচে কর্ণাটকের কাছে ১-২ সেটে হেরে বিদায় নেয়। তবে ব্যক্তিগত বিভাগে এগিয়েছে বাংলার প্রতিযোগীরা। ছেলেদের সিঙ্গলসে প্রতীম চক্রবর্তী বিহারের উমেশ সিংহকে ২-০ সেটে, তন্ময় চট্টোপাধ্যায় ছত্তিসগঢ়ের আকাশ শর্মাকে একই ব্যবধানে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে। ডাবলসে রাহুল রায় ও অমিত নস্কর উত্তরাখণ্ডের অনুপ কুমার ও ভূপেন্দ্র কুমারকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে। মেয়েদের ডাবলসে্ নুপুর পাল ও রূপালী সেন অন্ধ্রপ্রদেশের স্বাতী ও সন্ধ্যাকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। মেয়েদের সিঙ্গলসেও পঞ্জাবকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে বাংলার মেয়েরা।

অনূর্ধ্ব ১৭ ফুটবল
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৭ ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় সেমি ফাইনালে জয়ী হল ভারতী ভলিবল ক্লাব। ডিসিআরসি মাঠের খেলায় তারা সিটি এসি-কে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে গেল। ভলিবল ক্লাবের হয়ে কৌশিক সেনগুপ্ত হ্যাটট্রিক করেন। বিজিত দলের হয়ে গোলটি করেন মানিক কোড়া। ম্যাচটি পরিচালনা করেন ওমপ্রকাশ সিংহ, সন্দীপ মুখোপাধ্যায়, দিলীপ দে রায় ও পার্থসারথি বন্দ্যোপাধ্যায়। ওই একই মাঠে ১ জানুয়ারি এ দিনের বিজয়ী দল ফাইনালে মুখোমুখি হবে অআকখ কালচারাল ক্লাবের।

হারল মাধাইপুর
নিউ ডায়মন্ড ক্লাব আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল বনবহাল। বুধবার ফাইনালে তারা মাধাইপুরকে ২ উইকেটে হারায়। খাসকেন্দা অর্জুন ধাওড়া মাঠে প্রথমে ব্যাট করে মাধাইপুর ৯ উইকেট হারিয়ে ১৪৪ রান তোলে। জবাবে বনবহাল ৮ উইরকেট হারিয়ে জয়ের রান তুলে নেয়। ২৯ বলে ৫২ রান করে ম্যাচের সেরা বিজয়ী দলের রাজু কুমার।

জয়ী রূপালি শিবির
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রথম ডিভিশন ক্রিকেট লিগের বুধবারের খেলায় জয়ী হয় রূপালি শিবির। তারা এমএএমসি মাঠের খেলায় ৩৬ রানে খান্দরা এসএসসিএ-কে।

টাইগারের জয়
চিচুঁড়িয়া অ্যাবলুম অ্যাসোসিয়েশন আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় বুধবারের খেলায় আরএন কলোনি টাইগার ক্লাব ৪৬ রানে হারায় গাইঘাটা সবুজ সঙ্ঘকে। প্রথমে ব্যাট করে আরএন কলোনি টাইগার ক্লাব সব উইকেট হারিয়ে ২২৮ রান তোলে। জবাবে গাইঘাটা সবুজ সঙ্ঘ ৭ উইকেটে ১৮২ রানের বেশি তুলতে পারেনি। ম্যাচের সেরা বিজয়ী দলের তারা পাসোয়ান।

টি-টোয়েন্টি ক্রিকেট
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৭ ফুটবল প্রতিযোগিতার প্রথম সেমি ফাইনালে জয়ী হল অআকখ কালচারাল ক্লাব। ডিসিআরসি মাঠের খেলায় তারা তানসেন এসি-কে ২-০ গোলে হারিয়ে ফাইনালে গেল। প্রসেনজিৎ গড়াই ও আশিস বাউরি গোল করেন। ম্যাচটি পরিচালনা করেন রতন মাইতি, জিতেন রুইদাস, আশিস দাস ও পার্থসারথি বন্দ্যোপাধ্যায়।

টি-টোয়েন্টি ক্রিকেট
ফাইভ স্টার রিক্রিয়েশন ক্লাব আয়োজিত টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতায় বুধবার প্রথম সেমি ফাইনালে জয়ী হল শ্যামডি সিসি। তারা ৯ রানে চিত্তরঞ্জন ফতেপুর সিসি-কে। প্রথমে ব্যাট করে শ্যামডি ৮ উইকেট হারিয়ে ১২৭ রান তোলে। জবাবে ১১৮ রানে সব উইকেট হারায় ফতেপুর সিসি। ম্যাচের সেরা হন বিজয়ী দলের বাপি মণ্ডল।

জয়ী দেশবন্ধু ক্লাব
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত বিএল অগ্রবাল স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল লোহারপাড়া দেশবন্ধু ক্লাব। বুধবার তারা সোদপুর আদিবাসী পঞ্চগ্রাম মাঠে ফাইনালে খেলোয়াড় জুবিন গাঁওতাকে টাইব্রেকারে ৬-৪ গোলে হারিয়ে দেয়। নির্ধারিত সময়ে ফল ছিল ২-২।

জয়ী আলমনগর
মদনডিহি যুব সমিতি আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় বুধবারের খেলায় জয়ী হল আলমনগর সিসি। তারা শ্যামবাঁধ মিলন সঙ্ঘকে ৬ রানে হারায়। প্রথমে ব্যাট করে আলম নগর সব উইকেট হারিয়ে ১০৭ রান তোলে। জবাবে মিলন সঙ্ঘ ১০১ রানে গুটিয়ে যায়। ম্যাচের সেরা হয়েছেন বিজয়ী দলের সামসুর খান।

হারল যুক্তবন্ধু
প্রতিমা সঙ্ঘ আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় বুধবারের খেলায় জেটিএস চিত্তরঞ্জন ১০ রানে হারায় যুক্তবন্ধু ক্লাবকে। ইসমাইল মধ্যপাড়া মাঠে প্রথমে ব্যাট করে জেটিএস চিত্তরঞ্জন সব উইকেট হারিয়ে ১৪৩ রান তোলে। জবাবে যুক্তবন্ধু ক্লাব সব উইকেট হারিয়ে ১৩৩ রানের বেশি তুলতে পারেনি। ম্যাচের সেরা হয়েছেন বিজয়ী দলের দীনেশ কুমার।

জয়ী নিসাদ হিন্দ
সোনালী শিবির আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় বুধবারের খেলায় জয়ী হয় নিসাদ হিন্দ, চাঁদমারি। তারা ২০১১ তিন নম্বর মহিশীলাকে ৪ রানে হারায়। সোনালি শিবির মাঠে এই প্রতিযোগিতায় প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ৯২ রান করে নিসাদ হিন্দ। জবাবে ২০১১ তিন নম্বর মহিশীলা সব উইকেট হারিয়ে ৮৮ রান তোলে।

পূর্বাঞ্চল বাস্কেটবল
বর্ধমানের অরবিন্দ স্টেডিয়ামে ৩০ ডিসেম্বর থেকে শুরু হবে পূর্বাঞ্চল আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবল প্রতিযোগিতা। যোগ দিচ্ছে ২৬টি বিশ্ববিদ্যালয়। প্রতিযোগিতাটি চলবে ২ জানুয়ারি পর্যন্ত।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.